ETV Bharat / state

উত্তরপত্র এবার নিজেরাই মূল্যায়ন করতে পারবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা - procedure for self inspection

নতুন ব্যবস্থা চালু করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । নতুন এই ব্যবস্থার নাম প্রসিডিওর ফর সেল্ফ ইন্সপেকশন । সংক্ষেপে PSI । এই PSI-এর মাধ্যমে পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন করে নিজেদের উত্তরপত্র দেখতে পারবেন ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
author img

By

Published : Jul 1, 2019, 11:30 PM IST

কলকাতা, 1 জুলাই : নিজেদের উত্তরপত্র এবার নিজেরাই মূল্যায়ন করতে পারবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা । এই নতুন ব্যবস্থা চালু করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । নতুন এই ব্যবস্থার নাম প্রসিডিওর ফর সেলফ ইন্সপেকশন । সংক্ষেপে PSI । এই PSI-এর মাধ্যমে পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন করে নিজেদের উত্তরপত্র দেখতে পারবে । আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নতুন ব্যবস্থার কথা জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংসদ একটি নতুন ব্যবস্থা চালু করতে চলেছে যার মাধ্যমে যে পড়ুয়ারা ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা সংসদের হেড অফিসে নিজেদের উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের জন্য দেখার আবেদন করতে পারবে । 5 জুলাই থেকে সংসদের ওয়েবসাইটে 'প্রসিডিওর ফর সেলফ ইন্সপেকশন' (PSI) নামে একটি অনলাইন ইন্টারফেস চালু করে দেওয়া হবে । যেখানে গিয়ে পড়ুয়ারা একটি নির্দিষ্ট ফরম্যাটে নিজেদের উত্তরপত্রের জন্য আবেদন করতে পারবে ।

আবেদনের পর সেই আবেদনের স্ট্যাটাস কী তা ট্র্যাক করারও ব্যবস্থা রাখা হচ্ছে । আবেদনকারীর উত্তরপত্র পাওয়ার পর সংসদের তরফে ওই আবেদনকারীকে একটি নির্দিষ্ট দিনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান দপ্তরে আসতে বলা হবে । সেলফ ইন্সপেকশনের পর যদি প্রয়োজন মনে হয় তাহলে ওই আবেদনকারী এগজ়ামিনেশন সেন্টারে নিজেদের উত্তরপত্রের ফোটোকপির জন্য আবেদন করতে পারবেন । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোনও বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকে 6 মাস পর্যন্ত PSI-এর অনলাইন আবেদন গ্রহণের ইন্টারফেস খোলা থাকবে ।

নতুন এই ব্যবস্থা নিয়ে যাদবপুর বিদ্যাপিঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য বলেন, "এই রকম কোনও ব্যবস্থাপনা করলে অবশ্যই যদি এটাকে মেইনটেইন করতে পারে তাহলে ছেলে-মেয়েদের পরীক্ষার প্রতি আস্থা বাড়বে । কাউন্সিলের প্রতি তাদের আস্থা অনেক বেড়ে যাবে । এগজ়ামিনাররাও এতে আরও সচেতন হবেন । অভিভাবকরাও অনেক সন্তুষ্ট হবেন । আমরা শিক্ষক-শিক্ষিকারা ও কাউন্সিল যে সঠিক দায়িত্ব পালন করছি এই বিশ্বাস বাড়বে । তবে এটাকে মেইনটেইন কীভাবে করা হবে তা নিয়ে চিন্তাভাবনার বিষয় রয়েছে । সার্বিক ভাবে এত লাখ লাখ পড়ুয়া পরীক্ষা দেয়, যদি মেইনটেইন করতে পারে তাহলে খুব ভালো হবে ।"

তবে এই বিজ্ঞপ্তিতে নতুন ব্যবস্থা চালুর কথা বলা হলেও তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে । বর্তমানে পরীক্ষার্থীরা নিজেদের নম্বর নিয়ে সন্তুষ্ট না হলে তাদের জন্য তিনটি অপশন রয়েছে । রিভিউ, স্ক্রুটিনি ও তারপরেও সন্তুষ্ট না হলে RTI । প্রত্যেকটি ব্যবস্থারই নিজস্ব কিছু নিয়ম রয়েছে । নতুন ব্যবস্থায় নিয়ম কী হবে ? অর্থাৎ, এই নতুন ব্যবস্থায় একজন পরীক্ষার্থী ক'টি বিষয়ের উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের জন্য আবেদন করতে পারবেন? কত টাকা দিতে হবে এই আবেদনের জন্য? সেলফ ইন্সপেকশনের পর কোনও পরীক্ষার্থী যদি মনে করেন তাঁর নম্বর বাড়তে পারে, তাহলে কী করতে হবে? এই ধরনের একাধিক প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে ।

তবে এই সংক্রান্ত বিষয়ে জানার জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

কলকাতা, 1 জুলাই : নিজেদের উত্তরপত্র এবার নিজেরাই মূল্যায়ন করতে পারবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা । এই নতুন ব্যবস্থা চালু করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । নতুন এই ব্যবস্থার নাম প্রসিডিওর ফর সেলফ ইন্সপেকশন । সংক্ষেপে PSI । এই PSI-এর মাধ্যমে পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন করে নিজেদের উত্তরপত্র দেখতে পারবে । আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নতুন ব্যবস্থার কথা জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংসদ একটি নতুন ব্যবস্থা চালু করতে চলেছে যার মাধ্যমে যে পড়ুয়ারা ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা সংসদের হেড অফিসে নিজেদের উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের জন্য দেখার আবেদন করতে পারবে । 5 জুলাই থেকে সংসদের ওয়েবসাইটে 'প্রসিডিওর ফর সেলফ ইন্সপেকশন' (PSI) নামে একটি অনলাইন ইন্টারফেস চালু করে দেওয়া হবে । যেখানে গিয়ে পড়ুয়ারা একটি নির্দিষ্ট ফরম্যাটে নিজেদের উত্তরপত্রের জন্য আবেদন করতে পারবে ।

আবেদনের পর সেই আবেদনের স্ট্যাটাস কী তা ট্র্যাক করারও ব্যবস্থা রাখা হচ্ছে । আবেদনকারীর উত্তরপত্র পাওয়ার পর সংসদের তরফে ওই আবেদনকারীকে একটি নির্দিষ্ট দিনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান দপ্তরে আসতে বলা হবে । সেলফ ইন্সপেকশনের পর যদি প্রয়োজন মনে হয় তাহলে ওই আবেদনকারী এগজ়ামিনেশন সেন্টারে নিজেদের উত্তরপত্রের ফোটোকপির জন্য আবেদন করতে পারবেন । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোনও বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকে 6 মাস পর্যন্ত PSI-এর অনলাইন আবেদন গ্রহণের ইন্টারফেস খোলা থাকবে ।

নতুন এই ব্যবস্থা নিয়ে যাদবপুর বিদ্যাপিঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য বলেন, "এই রকম কোনও ব্যবস্থাপনা করলে অবশ্যই যদি এটাকে মেইনটেইন করতে পারে তাহলে ছেলে-মেয়েদের পরীক্ষার প্রতি আস্থা বাড়বে । কাউন্সিলের প্রতি তাদের আস্থা অনেক বেড়ে যাবে । এগজ়ামিনাররাও এতে আরও সচেতন হবেন । অভিভাবকরাও অনেক সন্তুষ্ট হবেন । আমরা শিক্ষক-শিক্ষিকারা ও কাউন্সিল যে সঠিক দায়িত্ব পালন করছি এই বিশ্বাস বাড়বে । তবে এটাকে মেইনটেইন কীভাবে করা হবে তা নিয়ে চিন্তাভাবনার বিষয় রয়েছে । সার্বিক ভাবে এত লাখ লাখ পড়ুয়া পরীক্ষা দেয়, যদি মেইনটেইন করতে পারে তাহলে খুব ভালো হবে ।"

তবে এই বিজ্ঞপ্তিতে নতুন ব্যবস্থা চালুর কথা বলা হলেও তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে । বর্তমানে পরীক্ষার্থীরা নিজেদের নম্বর নিয়ে সন্তুষ্ট না হলে তাদের জন্য তিনটি অপশন রয়েছে । রিভিউ, স্ক্রুটিনি ও তারপরেও সন্তুষ্ট না হলে RTI । প্রত্যেকটি ব্যবস্থারই নিজস্ব কিছু নিয়ম রয়েছে । নতুন ব্যবস্থায় নিয়ম কী হবে ? অর্থাৎ, এই নতুন ব্যবস্থায় একজন পরীক্ষার্থী ক'টি বিষয়ের উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের জন্য আবেদন করতে পারবেন? কত টাকা দিতে হবে এই আবেদনের জন্য? সেলফ ইন্সপেকশনের পর কোনও পরীক্ষার্থী যদি মনে করেন তাঁর নম্বর বাড়তে পারে, তাহলে কী করতে হবে? এই ধরনের একাধিক প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে ।

তবে এই সংক্রান্ত বিষয়ে জানার জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

Intro:কলকাতা, ১ জুলাই: নিজেদের উত্তরপত্র এবার নিজেরাই পরীক্ষা করতে পারবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। এমনই নতুন ব্যবস্থা চালু করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। নতুন এই ব্যবস্থার নাম প্রসিডিওর ফর সেল্ফ ইন্সপেকশন। সংক্ষেপে PSI। এই PSI-এর মাধ্যমে পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন করে নিজেদের উত্তরপত্র দেখতে পারবেন। আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নতুন ব্যবস্থার কথা জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Body:বিজ্ঞপ্তি অনুযায়ী, সংসদ একটি নতুন ব্যবস্থা চালু করতে চলেছে যার মাধ্যমে যে পড়ুয়ারা ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাঁরা সংসদের হেড অফিসে নিজেদের উত্তরপত্র সেল্ফ ইন্সপেকশনের জন্য দেখার আবেদন করতে পারবেন। ৫ জুলাই থেকে সংসদের ওয়েবসাইটে 'প্রসিডিওর ফর সেল্ফ ইন্সপেকশন' (PSI) নামে একটি অনলাইন ইন্টারফেস চালু করে দেওয়া হবে। যেখানে গিয়ে পড়ুয়ারা একটি নির্দিষ্ট ফরম্যাটে নিজেদের উত্তরপত্রের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের পর সেই আবেদনের স্ট্যাটাস কী তা ট্র্যাক করারও ব্যবস্থাও রাখা হচ্ছে। আবেদনকারীর উত্তরপত্র পাওয়ার পর সংসদের তরফে ওই আবেদনকারীকে একটি নির্দিষ্ট দিনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান দপ্তরে আসতে বলা হবে। সেল্ফ ইন্সপেকশনের পর যদি প্রয়োজন মনে হয় তাহলে ওই আবেদনকারী পড়ুয়া এগজামিনেশন সেন্টারে নিজেদের উত্তরপত্রের ফোটোকপির জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে কোনও বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকে ৬ মাস পর্যন্ত PSI-এর অনলাইন আবেদন গ্রহণের ইন্টারফেস খোলা থাকবে।

নতুন এই ব্যবস্থা নিয়ে যাদবপুর বিদ্যাপিঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য বলেন, "এই রকম কোনও ব্যবস্থাপনা করলে অবশ্যই যদি এটাকে মেইনটেইন করতে পারে তাহলে ছেলে-মেয়েদের পরীক্ষা সম্বন্ধে একটা আস্থা বাড়বে। কাউন্সিলের প্রতি তাদের আস্থা অনেক বেড়ে যাবে এবং এক্সামিনাররা নিশ্চয়ই আরো আরো সচেতন হবেন। অভিভাবকরাও অনেক সন্তুষ্টির মধ্যে থাকতে পারবেন। আমরা শিক্ষক-শিক্ষিকারা, কাউন্সিল যে সঠিক দায়িত্ব পালন করছি এই বিশ্বাস বাড়বে। তবে, এটাকে মেইনটেইন কীভাবে করা হবে তা নিয়ে চিন্তাভাবনার বিষয় রয়েছে। সার্বিক ভাবে এতো লক্ষ লক্ষ পড়ুয়া পরীক্ষা দেয়, যদি মেইনটেইন করতে পারে তাহলে খুব ভালো।"

Conclusion:তবে, এই বিজ্ঞপ্তিতে নতুন ব্যবস্থা চালুর কথা বলা হলেও তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। বর্তমানে পরীক্ষার্থীরা নিজেদের নম্বর নিয়ে সন্তুষ্ট না হলে তাদের জন্য তিনটি অপশন রয়েছে। রিভিউ, স্ক্রুটিনি ও তারপরেও সন্তুষ্ট না হলে RTI। প্রত্যেকটি ব্যবস্থারই নিজস্ব কিছু নিয়ম রয়েছে। নতুন ব্যবস্থার নিয়ম কী হবে? অর্থাৎ, এই নতুন ব্যবস্থায় একজন পরীক্ষার্থী কটি বিষয়ের উত্তরপত্র সেল্ফ ইন্সপেকশনের জন্য আবেদন করতে পারবেন? কত টাকা দিতে হবে এই আবেদনের জন্য? সেল্ফ ইন্সপেকশনের পর পরীক্ষার্থী যদি মনে করেন তার নম্বর বাড়তে পারে তাহলে কী করতে হবে? এই ধরনের একাধিক প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে। উত্তর জানতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসকে একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.