ETV Bharat / state

প্রচারের জন্য নদিয়ায় ঢোকার অনুমতি চেয়ে হাইকোর্টে মুকুল

নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় 13 ফেব্রুয়ারি শর্তসাপেক্ষে মুকুল রায়ের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । তবে শর্ত অনুযায়ী, তিনি নদিয়ায় ঢুকতে পারবেন না । নির্বাচনী প্রচারে অংশগ্রহণের জন্য নদিয়ায় ঢোকার অনুমতি চেয়ে এবার হাইকোর্টে আবেদন জানালেন BJP নেতা মুকুল রায় ।

মুকুল রায়
author img

By

Published : Apr 22, 2019, 7:28 PM IST

কলকাতা, 22 এপ্রিল : নদিয়া জেলায় ঢোকার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন জানালেন BJP নেতা মুকুল রায় । নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় 13 ফেব্রুয়ারি শর্তসাপেক্ষে তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । তবে শর্ত অনুযায়ী, তিনি নদিয়ায় ঢুকতে পারবেন না ।

আজ মুকুল রায়ের তরফে আইনজীবী শুভাশিস দাশগুপ্ত বলেন, "আগামী 24 এপ্রিল নদিয়া জেলায় লোকসভার ভোট প্রচারের জন্য একটি রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করতে চান মুকুল রায় । কিন্ত হাইকোর্টের নির্দেশে তিনি নদিয়ায় ঢুকতে পারবেন না । তাই আমরা তাঁর নদিয়া জেলায় ঢোকার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছি । আগামীকাল হাইকোর্ট বিষয়টি শুনবে । "

9 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা খুন হন বিধায়ক সত্যজিৎ বিশ্বাস । খুনের ঘটনায় প্রথমে কার্তিক মণ্ডল এবং সুজিত মণ্ডল নামে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । FIR দায়ের করা হয়ে জেলার তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে । ঘটনায় মুকুল রায়ের হাত রয়েছে বলে অভিযোগ জেলার তৃণমূল নেতৃত্বের একাংশের । তাই FIR-এ তাঁর নাম দেওয়া হয়। পরে এই ঘটনায় আরও দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । 12 ফেব্রুয়ারি মুকুল রায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান । 13 ফেব্রুয়ারি হাইকোর্ট তা মঞ্জুরও করে । 7 মার্চ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে জানায়। কিন্ত বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, তিনি নদিয়া জেলায় ঢুকতে পারবেন না ।

এরপর 5 মার্চ মামলাটি ফের আদালতে ওঠে। তখন মুকুল রায়ের আগাম জামিনের মেয়াদ আরও 8 সপ্তাহ বাড়ায় আদালত। তবে তিনি নদিয়া জেলায় ঢুকতে পারবেন না বলে ফের জানিয়ে দেন বিচারপতিরা।

কলকাতা, 22 এপ্রিল : নদিয়া জেলায় ঢোকার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন জানালেন BJP নেতা মুকুল রায় । নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় 13 ফেব্রুয়ারি শর্তসাপেক্ষে তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । তবে শর্ত অনুযায়ী, তিনি নদিয়ায় ঢুকতে পারবেন না ।

আজ মুকুল রায়ের তরফে আইনজীবী শুভাশিস দাশগুপ্ত বলেন, "আগামী 24 এপ্রিল নদিয়া জেলায় লোকসভার ভোট প্রচারের জন্য একটি রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করতে চান মুকুল রায় । কিন্ত হাইকোর্টের নির্দেশে তিনি নদিয়ায় ঢুকতে পারবেন না । তাই আমরা তাঁর নদিয়া জেলায় ঢোকার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছি । আগামীকাল হাইকোর্ট বিষয়টি শুনবে । "

9 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা খুন হন বিধায়ক সত্যজিৎ বিশ্বাস । খুনের ঘটনায় প্রথমে কার্তিক মণ্ডল এবং সুজিত মণ্ডল নামে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । FIR দায়ের করা হয়ে জেলার তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে । ঘটনায় মুকুল রায়ের হাত রয়েছে বলে অভিযোগ জেলার তৃণমূল নেতৃত্বের একাংশের । তাই FIR-এ তাঁর নাম দেওয়া হয়। পরে এই ঘটনায় আরও দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । 12 ফেব্রুয়ারি মুকুল রায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান । 13 ফেব্রুয়ারি হাইকোর্ট তা মঞ্জুরও করে । 7 মার্চ পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যাবে না বলে জানায়। কিন্ত বিচারপতি জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, তিনি নদিয়া জেলায় ঢুকতে পারবেন না ।

এরপর 5 মার্চ মামলাটি ফের আদালতে ওঠে। তখন মুকুল রায়ের আগাম জামিনের মেয়াদ আরও 8 সপ্তাহ বাড়ায় আদালত। তবে তিনি নদিয়া জেলায় ঢুকতে পারবেন না বলে ফের জানিয়ে দেন বিচারপতিরা।

Intro:আগামী বুধবারের মধ্যে আধার কার্ডের ব্যাবস্থা করতেহ। Body:মানস নস্কর---

বা হাতের আঙুল নেই বলে আধার কার্ড হচ্ছে তরুণীর, আগামী বুধবারের মধ্যে আধার কার্ডের ব্যাবস্থা করুন কতৃপক্ষকে নির্দেশ হাইকোর্টের

কলকাতা ১৮ এপ্রিলঃ
আধার কার্ডের জন্য প্রয়োজন দশ আঙুলের ছাপ। কিন্ত একটি মেয়ের বা হাতের কোন আঙুলই নেই। এর জন্য আধার কার্ড করতে পারছে না সে।আজ কতৃপক্ষকে হাইকোর্টের নির্দেশ, আগামী বুধবারের মধ্যে মেয়েটির আধার কার্ডের ব্যাবস্থা করে দিতে হবে।

সোনারপুর এলাকার তরুণী গৌরী প্রামাণিক (৩০) ছোটবেলায় আগুনে পুড়ে গিয়ে অকেজো হয়ে যায় তার বাহাত।আগুনে পুড়ে যাওয়ার পর ৪০ শতাংশ প্রতিবন্ধী হিসাবে সরকারি শংসাপত্র ও পেয়েছেন তিনি। দারিদ্র্যর কারনে পরিচারিকার কাজ করেন।কাজ করে ব্যাঙ্কে কিছু পয়সা ও জমান।২০১৫ সালে গৌরীর বাবা অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য ব্যাঙ্কের কাছে ঋণ চেয়ে আবেদন জানান তিনি।কিন্ত ব্যাঙ্ক আধার কার্ড ছাড়া ঋণ দিতে অস্বীকার করে। পরে ব্যাঙ্ককে লিখিত ভাবে জানান যে সুপ্রিমকোর্টের নির্দেশে আধার কার্ড এখন আর বাধ্যতামূলক নয়।কিন্ত তাসত্তেও ব্যাঙ্ক কতৃপক্ষ কর্ণপাত করেনি। কিন্ত মামলা দায়ের হতেই ব্যাঙ্ক কতৃপক্ষ অবশ্য লোন দিয়ে দিয়েছে। কিন্ত বা হাতের আঙুল না থাকায় ছাপ দিতে পারেন না।সেই জন্য আধার কার্ড কেন্দ্রগুলো ও তার কার্ড তৈরী করে দেয় নি।বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

আজ মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে উঠলে মামলাকারীর তরফে আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরী জানান,"ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়াকে সমস্যার কথা জানানো হলেও কিছু সুরাহা মেলেনি।"সঙ্গে সঙ্গে মামলায় উপস্থিত আধার কর্তৃপক্ষের আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, আইনেই প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যাবস্থা থাকার সত্তেও এনার আধার কার্ড হচ্ছে না কেন?আগামী বুধবারের মধ্যে এনার আধার কার্ডের ব্যাবস্থা করুন। আগামী বুধবার আবার এই মামলার শুনানি হবে। "Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.