কলকাতা, 13 জুলাই : হালিশহরের পর কাঁচরাপাড়া । BJP-র দখলে যাওয়া পৌরবোর্ড ফের দখল করল তৃণমূল কংগ্রেস । আজ তৃণমূলে ফিরলেন আরও 9 জন কাউন্সিলর । এর ফলে, 19 জন কাউন্সিলর নিয়ে 24 ওয়ার্ডের কাঁচরাপাড়া পৌরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল ।
পৌরভোটে কাঁচরাপাড়া পৌরসভার 22টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল । একটি করে ওয়ার্ডে জেতেন BJP ও নির্দল প্রার্থী । লোকসভা ভোটের ফল বেরোনোর পর বদলায় সেখানকার ছবি । একজন নির্দল সহ 17 জন তৃণমূল কাউন্সিলর BJP-তে যোগ দেন । ফলে BJP-এর কাউন্সিলর সংখ্যা বেড়ে হয় 19 । এরপর কাঁচরাপাড়া পৌরসভা দখল করে BJP । বৃহস্পতিবার পাঁচ কাউন্সিলর ফের তৃণমূলে যোগ দেন । সেদিন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম দাবি করেন, আরও তিন কাউন্সিলর দলে আসবেন । এরপর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আরও নয় কাউন্সিলর তৃণমূলে ফিরে আসেন ।
এই সংক্রান্ত আরও খবর : তৃণমূলে ফিরলেন পাঁচ কাউন্সিলর, কাঁচরাপাড়ায় নতুন সমীকরণ ?
সাংবাদিক বৈঠকে অভিষেক দাবি করেন, লোকসভা ভোটের ফল বেরোনোর সময় রাজ্যের হাতে আইন-শৃঙ্খলার দায়িত্ব ছিল না । সেই সুযোগে ভয়ে দেখিয়ে কাঁচরাপাড়ার কাউন্সিলরদের দলে টানে BJP । অভিষেকের কথায়, "জোর করে সন্ত্রাস করে, কারও সন্তানের বুকে-পেটে মেরে, আবার স্ত্রীকে মারধর করে কাউন্সিলরদের দলে টেনেছিল BJP । " নয় কাউন্সিলরকে পাশে বসিয়ে অভিষেক বলেন, "আজ 9 জন তৃণমূলে ফিরে এসেছেন । সবাই সশরীরে রয়েছেন । আমরা BJP-র মতো নয়, দুজনকে দাঁড় করিয়ে 10 জন এসেছেন বলে দাবি করি ।" অভিষেকের দাবি, দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নম্বর বাড়াতে মুকুল রায় দলে যোগ দেওয়া নেতাদের সংখ্যা বাড়িয়ে বলছেন । তিনি বলেন, "মিথ্যা কথা বলে মুকুল রায় দিল্লির কাছে নিজের নম্বর বাড়ানোর চেষ্টা করছেন ।"
আজই সাংবাদিক বৈঠকে মুকুল রায় দাবি করেন, রাজ্যের আরও 107 জন বিধায়ক BJP-তে আসতে প্রস্তুত । তাঁদের মধ্যে অধিকাংশ তৃণমূল বিধায়ক । এনিয়ে মুকুলকে কটাক্ষ করে অভিষেক বলেন, "ঘরে নেই নুন, নাম মিঠুন । নিজের পাড়ায় কাউন্সিলরদের রক্ষা করতে পারেন না, তিনি আবার 107 জন বিধায়ককে দলে নিয়ে আসবেন ! তিনি শুভ্রাংশুকে (মুকুল রায়ের ছেলে) দলে রাখতে পারবেন তো ? তাঁর কোনও নীতিবোধ নেই ।" এর আগে, মুকুল দাবি করেছিলেন, সাত দফায় তৃণমূল থেকে নেতাকর্মীরা BJP-তে যোগ দেবেন । এনিয়ে অভিষেক বলেন, "শুনলাম, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেছিলেন । প্রথম দফাতেই তাঁকে হাসপাতালে ছুটতে হচ্ছে । সাত দফায় তো ICU-তে থাকতে হবে ।"
এই সংক্রান্ত আরও খবর : 107 জন বিধায়ক BJP-তে আসছেন : মুকুল
অভিষেকের দাবি, "দলছুট নেতারা তৃণমূলে ফেরার জন্য যোগাযোগ করছেন । তাঁরা তৃণমূলের একনিষ্ঠ সৈনিক । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম থেকে ছিলেন । তবে সবাইকে দলে নেওয়া হবে না ।" পাশাপাশি, লোকসভা ভোটে রাজ্যে BJP-র সাফল্যের কৃতিত্ব মুকুলকে দেওয়া হচ্ছে । তাঁকে চাণক্য বলেও অভিহিত করা হয় । অভিষেকের কটাক্ষ, "মুকুলকে চাণক্য বলা হলে সেই চাণক্যের নিচে মেড ইন চায়না লেখা থাকে ।"