ETV Bharat / state

মুকুল 'চাণক্য' মেড ইন চায়না : অভিষেক

কাঁচরাপাড়ার পৌরসভার আরও 9 জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে ফিরলেন । এনিয়ে মুকুল রায়কে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । বলেন, "নিজের পাড়ায় কাউন্সিলরদের রক্ষা করতে পারেন না !"

অভিষেক
author img

By

Published : Jul 13, 2019, 4:13 PM IST

Updated : Jul 13, 2019, 9:30 PM IST

কলকাতা, 13 জুলাই : হালিশহরের পর কাঁচরাপাড়া । BJP-র দখলে যাওয়া পৌরবোর্ড ফের দখল করল তৃণমূল কংগ্রেস । আজ তৃণমূলে ফিরলেন আরও 9 জন কাউন্সিলর । এর ফলে, 19 জন কাউন্সিলর নিয়ে 24 ওয়ার্ডের কাঁচরাপাড়া পৌরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল ।

পৌরভোটে কাঁচরাপাড়া পৌরসভার 22টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল । একটি করে ওয়ার্ডে জেতেন BJP ও নির্দল প্রার্থী । লোকসভা ভোটের ফল বেরোনোর পর বদলায় সেখানকার ছবি । একজন নির্দল সহ 17 জন তৃণমূল কাউন্সিলর BJP-তে যোগ দেন । ফলে BJP-এর কাউন্সিলর সংখ্যা বেড়ে হয় 19 । এরপর কাঁচরাপাড়া পৌরসভা দখল করে BJP । বৃহস্পতিবার পাঁচ কাউন্সিলর ফের তৃণমূলে যোগ দেন । সেদিন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম দাবি করেন, আরও তিন কাউন্সিলর দলে আসবেন । এরপর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আরও নয় কাউন্সিলর তৃণমূলে ফিরে আসেন ।

এই সংক্রান্ত আরও খবর : তৃণমূলে ফিরলেন পাঁচ কাউন্সিলর, কাঁচরাপাড়ায় নতুন সমীকরণ ?

সাংবাদিক বৈঠকে অভিষেক দাবি করেন, লোকসভা ভোটের ফল বেরোনোর সময় রাজ্যের হাতে আইন-শৃঙ্খলার দায়িত্ব ছিল না । সেই সুযোগে ভয়ে দেখিয়ে কাঁচরাপাড়ার কাউন্সিলরদের দলে টানে BJP । অভিষেকের কথায়, "জোর করে সন্ত্রাস করে, কারও সন্তানের বুকে-পেটে মেরে, আবার স্ত্রীকে মারধর করে কাউন্সিলরদের দলে টেনেছিল BJP । " নয় কাউন্সিলরকে পাশে বসিয়ে অভিষেক বলেন, "আজ 9 জন তৃণমূলে ফিরে এসেছেন । সবাই সশরীরে রয়েছেন । আমরা BJP-র মতো নয়, দুজনকে দাঁড় করিয়ে 10 জন এসেছেন বলে দাবি করি ।" অভিষেকের দাবি, দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নম্বর বাড়াতে মুকুল রায় দলে যোগ দেওয়া নেতাদের সংখ্যা বাড়িয়ে বলছেন । তিনি বলেন, "মিথ্যা কথা বলে মুকুল রায় দিল্লির কাছে নিজের নম্বর বাড়ানোর চেষ্টা করছেন ।"

ভিডিয়োয় শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

আজই সাংবাদিক বৈঠকে মুকুল রায় দাবি করেন, রাজ্যের আরও 107 জন বিধায়ক BJP-তে আসতে প্রস্তুত । তাঁদের মধ্যে অধিকাংশ তৃণমূল বিধায়ক । এনিয়ে মুকুলকে কটাক্ষ করে অভিষেক বলেন, "ঘরে নেই নুন, নাম মিঠুন । নিজের পাড়ায় কাউন্সিলরদের রক্ষা করতে পারেন না, তিনি আবার 107 জন বিধায়ককে দলে নিয়ে আসবেন ! তিনি শুভ্রাংশুকে (মুকুল রায়ের ছেলে) দলে রাখতে পারবেন তো ? তাঁর কোনও নীতিবোধ নেই ।" এর আগে, মুকুল দাবি করেছিলেন, সাত দফায় তৃণমূল থেকে নেতাকর্মীরা BJP-তে যোগ দেবেন । এনিয়ে অভিষেক বলেন, "শুনলাম, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেছিলেন । প্রথম দফাতেই তাঁকে হাসপাতালে ছুটতে হচ্ছে । সাত দফায় তো ICU-তে থাকতে হবে ।"

এই সংক্রান্ত আরও খবর : 107 জন বিধায়ক BJP-তে আসছেন : মুকুল

অভিষেকের দাবি, "দলছুট নেতারা তৃণমূলে ফেরার জন্য যোগাযোগ করছেন । তাঁরা তৃণমূলের একনিষ্ঠ সৈনিক । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম থেকে ছিলেন । তবে সবাইকে দলে নেওয়া হবে না ।" পাশাপাশি, লোকসভা ভোটে রাজ্যে BJP-র সাফল্যের কৃতিত্ব মুকুলকে দেওয়া হচ্ছে । তাঁকে চাণক্য বলেও অভিহিত করা হয় । অভিষেকের কটাক্ষ, "মুকুলকে চাণক্য বলা হলে সেই চাণক্যের নিচে মেড ইন চায়না লেখা থাকে ।"

কলকাতা, 13 জুলাই : হালিশহরের পর কাঁচরাপাড়া । BJP-র দখলে যাওয়া পৌরবোর্ড ফের দখল করল তৃণমূল কংগ্রেস । আজ তৃণমূলে ফিরলেন আরও 9 জন কাউন্সিলর । এর ফলে, 19 জন কাউন্সিলর নিয়ে 24 ওয়ার্ডের কাঁচরাপাড়া পৌরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল ।

পৌরভোটে কাঁচরাপাড়া পৌরসভার 22টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল । একটি করে ওয়ার্ডে জেতেন BJP ও নির্দল প্রার্থী । লোকসভা ভোটের ফল বেরোনোর পর বদলায় সেখানকার ছবি । একজন নির্দল সহ 17 জন তৃণমূল কাউন্সিলর BJP-তে যোগ দেন । ফলে BJP-এর কাউন্সিলর সংখ্যা বেড়ে হয় 19 । এরপর কাঁচরাপাড়া পৌরসভা দখল করে BJP । বৃহস্পতিবার পাঁচ কাউন্সিলর ফের তৃণমূলে যোগ দেন । সেদিন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম দাবি করেন, আরও তিন কাউন্সিলর দলে আসবেন । এরপর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে আরও নয় কাউন্সিলর তৃণমূলে ফিরে আসেন ।

এই সংক্রান্ত আরও খবর : তৃণমূলে ফিরলেন পাঁচ কাউন্সিলর, কাঁচরাপাড়ায় নতুন সমীকরণ ?

সাংবাদিক বৈঠকে অভিষেক দাবি করেন, লোকসভা ভোটের ফল বেরোনোর সময় রাজ্যের হাতে আইন-শৃঙ্খলার দায়িত্ব ছিল না । সেই সুযোগে ভয়ে দেখিয়ে কাঁচরাপাড়ার কাউন্সিলরদের দলে টানে BJP । অভিষেকের কথায়, "জোর করে সন্ত্রাস করে, কারও সন্তানের বুকে-পেটে মেরে, আবার স্ত্রীকে মারধর করে কাউন্সিলরদের দলে টেনেছিল BJP । " নয় কাউন্সিলরকে পাশে বসিয়ে অভিষেক বলেন, "আজ 9 জন তৃণমূলে ফিরে এসেছেন । সবাই সশরীরে রয়েছেন । আমরা BJP-র মতো নয়, দুজনকে দাঁড় করিয়ে 10 জন এসেছেন বলে দাবি করি ।" অভিষেকের দাবি, দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নম্বর বাড়াতে মুকুল রায় দলে যোগ দেওয়া নেতাদের সংখ্যা বাড়িয়ে বলছেন । তিনি বলেন, "মিথ্যা কথা বলে মুকুল রায় দিল্লির কাছে নিজের নম্বর বাড়ানোর চেষ্টা করছেন ।"

ভিডিয়োয় শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

আজই সাংবাদিক বৈঠকে মুকুল রায় দাবি করেন, রাজ্যের আরও 107 জন বিধায়ক BJP-তে আসতে প্রস্তুত । তাঁদের মধ্যে অধিকাংশ তৃণমূল বিধায়ক । এনিয়ে মুকুলকে কটাক্ষ করে অভিষেক বলেন, "ঘরে নেই নুন, নাম মিঠুন । নিজের পাড়ায় কাউন্সিলরদের রক্ষা করতে পারেন না, তিনি আবার 107 জন বিধায়ককে দলে নিয়ে আসবেন ! তিনি শুভ্রাংশুকে (মুকুল রায়ের ছেলে) দলে রাখতে পারবেন তো ? তাঁর কোনও নীতিবোধ নেই ।" এর আগে, মুকুল দাবি করেছিলেন, সাত দফায় তৃণমূল থেকে নেতাকর্মীরা BJP-তে যোগ দেবেন । এনিয়ে অভিষেক বলেন, "শুনলাম, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেছিলেন । প্রথম দফাতেই তাঁকে হাসপাতালে ছুটতে হচ্ছে । সাত দফায় তো ICU-তে থাকতে হবে ।"

এই সংক্রান্ত আরও খবর : 107 জন বিধায়ক BJP-তে আসছেন : মুকুল

অভিষেকের দাবি, "দলছুট নেতারা তৃণমূলে ফেরার জন্য যোগাযোগ করছেন । তাঁরা তৃণমূলের একনিষ্ঠ সৈনিক । মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম থেকে ছিলেন । তবে সবাইকে দলে নেওয়া হবে না ।" পাশাপাশি, লোকসভা ভোটে রাজ্যে BJP-র সাফল্যের কৃতিত্ব মুকুলকে দেওয়া হচ্ছে । তাঁকে চাণক্য বলেও অভিহিত করা হয় । অভিষেকের কটাক্ষ, "মুকুলকে চাণক্য বলা হলে সেই চাণক্যের নিচে মেড ইন চায়না লেখা থাকে ।"

Intro:সব্যসাচী দত্ত হাইকোর্টে আসলেন। Body:বিধাননগরে অনাস্থা প্রস্তাবের ব্যাপারে মুকুল রায় শোনাজাচ্ছে আপনাকে পরামর্শ দিচ্ছেন।আপনি কি সেই পরামর্শ নিচ্ছেন? সব্যসাচী জানালেন, আমি আইনজীবী দের পরামর্শ নিচ্ছি।আর এই মুহুর্তে ভোট দিতে এসেছি। Conclusion:
Last Updated : Jul 13, 2019, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.