ETV Bharat / state

50 কেজি সোনা, ব্যয় 17 কোটি ; সবথেকে "দামি দুর্গা" কলকাতায় - golden durga

কলকাতার সন্তোষ মিত্র স্কয়্যার পুজো কমিটি এবার 17 কোটি টাকা ব্যয়ে 50 কেজি সোনার দুর্গা প্রতিমা তৈরি করে চমক দিতে চলেছে।

17 কোটির সোনার দুর্গা
author img

By

Published : Jul 12, 2019, 11:47 PM IST

Updated : Jul 13, 2019, 12:11 AM IST

কলকাতা, 12 জুলাই : সোনার শাড়ি, রূপোর রথের পর এবার সোনার দুর্গা প্রতিমা । 17 কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে এই প্রতিমা । সৌজন্যে, সন্তোষ মিত্র স্কয়্যার ।

প্রতি বছরই তাদের পুজোয় কিছু না কিছু চমক থাকে । নতুন নতুন থিমের মণ্ডপ বানিয়ে দর্শনার্থীদের উপহার দেয় সন্তোষ মিত্র স্কয়্যার পুজো কমিটি । আর সাবেকি প্রতিমাই তাদের পছন্দ । তবে 2017 সালে প্রতিমাকে সোনার শাড়ি পরিয়ে চমক দিয়েছিল এই পুজো কমিটি । গত বছর চমক ছিল 40 ফুটের রূপোর রথ । আর এবার 17 কোটি টাকা ব্যয়ে 50 কেজি সোনা দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা । কমিটির সাধারণ সম্পাদক সজল ঘোষ জানিয়েছেন, এবছরের প্রতিমার উচ্চতা হতে চলেছে 12 ফুট । কিন্তু, এত টাকা আসছে কোথা থেকে ? সজলবাবু বলেন, "এই সোনা দিচ্ছে একটি বিখ্যাত জুয়েলারি সংস্থা । তাদের পৃষ্ঠপোষকতাতেই তৈরি হবে প্রতিমা । " আর এবার মণ্ডপ তৈরি হবে মায়াপুরের একটি নির্মীয়মাণ মন্দিরের আদলে।

ভিডিয়োয় দেখুন

17 কোটির সোনার প্রতিমার সুরক্ষার জন্য কী ব্যবস্থা নিয়েছে পুজো কমিটি ? কারণ এর আগেও একবার দুর্ঘটনার আশঙ্কায় বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার দর্শন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল কলকাতা পুলিশ । এবার সন্তোষ মিত্র স্কয়্যার কীভাবে ভিড় সামাল দেবে ? সজলবাবু বলেন, "ভিড় সামলানোর অভিজ্ঞতা আমাদের পুজো কমিটির বহুদিনের । গত বছরও ঘণ্টায় 1 লাখ মানুষ আমাদের প্রতিমা দর্শন করেছেন । আর প্রতিমার সুরক্ষার বিষয়টিতে প্রশাসনের সঙ্গে কথা বলব । সঙ্গে আমাদের নিজস্ব বেশকিছু সুরক্ষা কবচও আছে ।"

কলকাতা, 12 জুলাই : সোনার শাড়ি, রূপোর রথের পর এবার সোনার দুর্গা প্রতিমা । 17 কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে এই প্রতিমা । সৌজন্যে, সন্তোষ মিত্র স্কয়্যার ।

প্রতি বছরই তাদের পুজোয় কিছু না কিছু চমক থাকে । নতুন নতুন থিমের মণ্ডপ বানিয়ে দর্শনার্থীদের উপহার দেয় সন্তোষ মিত্র স্কয়্যার পুজো কমিটি । আর সাবেকি প্রতিমাই তাদের পছন্দ । তবে 2017 সালে প্রতিমাকে সোনার শাড়ি পরিয়ে চমক দিয়েছিল এই পুজো কমিটি । গত বছর চমক ছিল 40 ফুটের রূপোর রথ । আর এবার 17 কোটি টাকা ব্যয়ে 50 কেজি সোনা দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা । কমিটির সাধারণ সম্পাদক সজল ঘোষ জানিয়েছেন, এবছরের প্রতিমার উচ্চতা হতে চলেছে 12 ফুট । কিন্তু, এত টাকা আসছে কোথা থেকে ? সজলবাবু বলেন, "এই সোনা দিচ্ছে একটি বিখ্যাত জুয়েলারি সংস্থা । তাদের পৃষ্ঠপোষকতাতেই তৈরি হবে প্রতিমা । " আর এবার মণ্ডপ তৈরি হবে মায়াপুরের একটি নির্মীয়মাণ মন্দিরের আদলে।

ভিডিয়োয় দেখুন

17 কোটির সোনার প্রতিমার সুরক্ষার জন্য কী ব্যবস্থা নিয়েছে পুজো কমিটি ? কারণ এর আগেও একবার দুর্ঘটনার আশঙ্কায় বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার দর্শন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল কলকাতা পুলিশ । এবার সন্তোষ মিত্র স্কয়্যার কীভাবে ভিড় সামাল দেবে ? সজলবাবু বলেন, "ভিড় সামলানোর অভিজ্ঞতা আমাদের পুজো কমিটির বহুদিনের । গত বছরও ঘণ্টায় 1 লাখ মানুষ আমাদের প্রতিমা দর্শন করেছেন । আর প্রতিমার সুরক্ষার বিষয়টিতে প্রশাসনের সঙ্গে কথা বলব । সঙ্গে আমাদের নিজস্ব বেশকিছু সুরক্ষা কবচও আছে ।"

Intro:কলকাতা, ১২ জুলাই: সোনার শাড়ি, রুপোর রথের পর এবার বিশ্বের সবচেয়ে দামি দুর্গা প্রতিমা। সতেরো কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে প্রতিমা। ভাবছেন কি দিয়ে তৈরি হবে প্রতিমা? এবার সন্তোষ মিত্র স্কোয়ার সম্পূর্ণ সোনার প্রতিমা বানিয়ে চমকে দিতে চাইছে শহর কলকাতা তথা রাজ্যকে। প্রতিমার উচ্চতা হবে ১২ ফুট। এমনটাই জানিয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ার দূর্গা পূজা কমিটির সাধারণ সম্পাদক সজল ঘোষ।


Body:প্রচুর মানুষের ভিড় আর সন্তোষ মিত্র স্কয়ারের দূর্গা পুজো জান সমার্থক। বহু বছর ধরেই নিত্যনতুন মন্ডপ দর্শনার্থীদের উপহার দেয় এই পুজো কমিটি। তবে প্রতিমা নিয়ে থিম বরাবর না পছন্দ সন্তোষ মিত্র স্কয়ারের। বছরের পর বছর নির্দিষ্ট থিমের মন্ডপ আর সাবেকি প্রতিমা দর্শনার্থীদের কাছে উপহার দিয়ে চলেছে এই পুজো কমিটি। তবে 2017 সালে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গা প্রতিমাকে সোনার শাড়ি পরিয়ে চমক দিয়েছিল। গতবছর সন্তোষ মিত্র স্কয়ারের চমক ছিল 40 ফুটের রুপোর রথ। আর এবার 17 কোটি টাকা ব্যয়ে 50 কেজি সোনা দিয়ে তৈরি হচ্ছে সোনার প্রতিমা।

কিন্তু এত টাকা আসছে কোথা থেকে?

সজল বলেন, “ এই সোনা দিচ্ছে একটি বিখ্যাত জুয়েলারি সংস্থা। তাদের পৃষ্ঠপোষকতাতেই তৈরি হবে প্রতিমা। এমনিতে পুজোর বাজেট এখনো পর্যন্ত ঠিক হয়নি।" তিনি জানান, এবার মন্ডপ তৈরি হবে মায়াপুরের একটি নির্মীয়মান মন্ডপের মডেলের আদলে।


Conclusion:শারদীয়া উৎসবের আর বাকি মাস তিনেক। ইতিমধ্যেই শহরের বড় পুজো কমিটিগুলোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। বহু বড় কমিটির খুঁটি পুজো সম্পন্ন। এতিম আছে পৃথিবীর সবথেকে দামি দুর্গা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিল সন্তোষ মিত্র স্কোয়ার। কিন্তু প্রশ্নটা হল, 17 কোটির দুর্গা প্রতিমার সুরক্ষার জন্য কি ব্যবস্থা করছে পূজা কমিটি? এর আগে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার দর্শণ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল কলকাতা পুলিশ। আশঙ্কা তৈরি হয়েছিল দুর্ঘটনার। এবার কি করে সন্তোষ মিত্র স্কোয়ার সামাল দেবে সেই ভিড়?

সজল বলেন, “ ভিড় সামলানোর অভিজ্ঞতা আমাদের পূজা কমিটির বহুদিনের। গত বছরও ঘন্টায় 1 লাখ মানুষ আমাদের প্রতিমা দর্শন করেছেন। আর প্রতিমার সুরক্ষার বিষয়টি তে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলব। সঙ্গে আমাদের নিজস্ব সুরক্ষা কবচও বেশ কিছু আছে।"
Last Updated : Jul 13, 2019, 12:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.