কলকাতা, 28 জুন : কাটমানি ফেরতের দাবিতে এবার পোস্টার পড়ল কলকাতা পৌরনগমের 10 নম্বর বোরো কার্যালয়ের বাইরে । বোরো চেয়ারম্যান তপন দাশগুপ্তের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আনে বাম-কাউন্সিলররা । কাটমানি ফেরতের দাবিতে গতকাল গেটের সামনে লাগানো হয় পোস্টার ও ব্যানার ।
বাম কাউন্সিলরদের অভিযোগ, তপনবাবু বিভিন্নভাবে বরাদ্দ হওয়া পৌরনিগমের টাকা আত্মসাৎ করেছেন । পৌরনিগমের তরফে বিভিন্ন খাতে ওয়ার্ডগুলির উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হয় । কিন্তু সেই সব টাকা তিনি নিজের পকেটে ঢুকিয়েছেন ।
98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানিয়েছেন, পৌরনিগমের পক্ষ থেকে কাউন্সিলরদের টাকা দেওয়া হয় এলাকার উন্নয়নের জন্য । কিন্তু সেই টাকা কাউন্সিলরদের হাতে দেন না তপনবাবু । সেই সঙ্গে বাম কাউন্সিলরদের ওয়ার্ডে নিজের অফিস খুলে বসেছেন তিনি । মৃত্যুঞ্জয়বাবুর অভিযোগ, এলাকায় বহু অবৈধ নির্মাণ হচ্ছে ও তপনবাবুর মদতেই ওই সব নির্মাণের কাজ চলছে । তপনবাবু টাকা নিয়ে ওই সব অবৈধ নির্মাণে মদত যোগাচ্ছেন ।
গতকাল বোরো চেয়ারম্যানের সঙ্গে কাউন্সিলরদের মিটিং ছিল । মিটিং বয়কট করেন চার বাম কাউন্সিলর । বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখান তাঁরা ।
99 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায় জানিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ,রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দের মতো মহান ব্যক্তিত্বদের জন্মদিন পালনের জন্য টাকা আসে । তপনবাবু সেই টাকা তাঁদের দেন না । এছাড়াও BPL কার্ড, রেশন কার্ড ইত্যাদি পাইয়ে দেওয়ার নাম করে অনেকের থেকেই টাকা নেন ।
এবিষয়ে তপনবাবুর কাছে জানতে চাওয়া হলে তিনি মুখ খোলেননি ।