ETV Bharat / state

প্রচারে বেরিয়ে মালিনীর সঙ্গে দেখা নন্দিনীর - mamata

আজ দক্ষিণ কলকাতা কেন্দ্রের CPI(M) প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায় জনা কয়েক কর্মী-সমর্থককে নিয়ে নির্বাচনী প্রচার সারলেন । তিনি বলেন, "একটি দেশে যখন ধনী ও গরিবের মধ্যে বিরাট একটা বিভাজন তৈরি হয় তখন সেই দেশের এগিয়ে যাওয়াটা অসম্ভব হয়ে যায় । সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয় আপনারা বিবেচনা করবেন যে বামপন্থীরাই একমাত্র বিকল্প নীতির কথা বলে । "

নন্দিনী মুখোপাধ্যায় ও মালিনী ভট্টাচার্য
author img

By

Published : May 5, 2019, 10:19 PM IST

কলকাতা, 5 মে: আজ দক্ষিণ কলকাতার CIT রোড সংলগ্ন বিভিন্ন আবাসনে নির্বাচনী প্রচার করেন কলকাতা দক্ষিণ কেন্দ্রের বাম মনোনীত CPI(M) প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায় । যেখানে তৃণমূল বা গেরুয়া শিবিরের প্রচারে নিত্যনতুন চমক চোখে পড়ার মতো, সেখানে একাই জনাকয়েক কর্মী-সমর্থককে নিয়ে প্রচার করতে দেখা গেল নন্দিনী মুখোপাধ্যায়কে ।

তিনি বলেন, "একটি দেশে যখন ধনী ও গরিবের মধ্যে বিরাট একটা বিভাজন তৈরি হয় তখন সেই দেশের এগিয়ে যাওয়াটা অসম্ভব হয়ে যায় । সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয় আপনারা বিবেচনা করবেন যে বামপন্থীরাই একমাত্র বিকল্প নীতির কথা বলেন । তাঁরা শিক্ষার সুযোগ বৃদ্ধির কথা বলেন । কর্ম-সংস্থানের সুযোগ বৃদ্ধির কথা বলেন । স্বাস্থ্য পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলেন । আমরা যাতে আগামী দিনে পার্লামেন্ট পর্যন্ত আমাদের কথা পৌঁছে দিতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা চাই । বিগত পাঁচ বছর যাবৎ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল কোনও সাংসদকে পায়নি । তাই আপনাদের সমর্থন চাইছি । দক্ষিণ কলকাতার উন্নয়ন আইন প্রণয়নের মাধ্যমে করতে হবে । পাশে যে বস্তি অঞ্চল আছে তারও উন্নয়ন দরকার । স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উন্নয়ন প্রয়োজন । তাই এই সবের জন্য আপনাদের কাছে আবেদন রাখছি বামফ্রন্টকে পার্লামেন্টে শক্তিশালী করে তুলুন । "

প্রচার চলাকালীন তাঁর সঙ্গে দেখা হয় প্রাক্তন CPI(M) সাংসদ মালিনী ভট্টাচার্যের । প্রসঙ্গত, 1989 সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি । সেবার তাঁর প্রতিপক্ষ ছিলেন মমতা ব্যানার্জি । মমতা সেবার তাঁর কাছে পরাজিত হন ।

কলকাতা, 5 মে: আজ দক্ষিণ কলকাতার CIT রোড সংলগ্ন বিভিন্ন আবাসনে নির্বাচনী প্রচার করেন কলকাতা দক্ষিণ কেন্দ্রের বাম মনোনীত CPI(M) প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায় । যেখানে তৃণমূল বা গেরুয়া শিবিরের প্রচারে নিত্যনতুন চমক চোখে পড়ার মতো, সেখানে একাই জনাকয়েক কর্মী-সমর্থককে নিয়ে প্রচার করতে দেখা গেল নন্দিনী মুখোপাধ্যায়কে ।

তিনি বলেন, "একটি দেশে যখন ধনী ও গরিবের মধ্যে বিরাট একটা বিভাজন তৈরি হয় তখন সেই দেশের এগিয়ে যাওয়াটা অসম্ভব হয়ে যায় । সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয় আপনারা বিবেচনা করবেন যে বামপন্থীরাই একমাত্র বিকল্প নীতির কথা বলেন । তাঁরা শিক্ষার সুযোগ বৃদ্ধির কথা বলেন । কর্ম-সংস্থানের সুযোগ বৃদ্ধির কথা বলেন । স্বাস্থ্য পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলেন । আমরা যাতে আগামী দিনে পার্লামেন্ট পর্যন্ত আমাদের কথা পৌঁছে দিতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা চাই । বিগত পাঁচ বছর যাবৎ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল কোনও সাংসদকে পায়নি । তাই আপনাদের সমর্থন চাইছি । দক্ষিণ কলকাতার উন্নয়ন আইন প্রণয়নের মাধ্যমে করতে হবে । পাশে যে বস্তি অঞ্চল আছে তারও উন্নয়ন দরকার । স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উন্নয়ন প্রয়োজন । তাই এই সবের জন্য আপনাদের কাছে আবেদন রাখছি বামফ্রন্টকে পার্লামেন্টে শক্তিশালী করে তুলুন । "

প্রচার চলাকালীন তাঁর সঙ্গে দেখা হয় প্রাক্তন CPI(M) সাংসদ মালিনী ভট্টাচার্যের । প্রসঙ্গত, 1989 সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি । সেবার তাঁর প্রতিপক্ষ ছিলেন মমতা ব্যানার্জি । মমতা সেবার তাঁর কাছে পরাজিত হন ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.