কলকাতা, 4 এপ্রিল : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে আগামী ৮ এপ্রিল দেখা করতে বলে সমন পাঠিয়েছিল শুল্ক দপ্তর। সেই মতো তাঁকে দেখা করতে হবে শুল্ক দপ্তরের সাথে। কিন্তু শুল্ক দপ্তর কোনও আইনি পদক্ষেপ নিতে পারবে না রুজিরা নারুলার বিরুদ্ধে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ, আগামী দু'সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে শুল্ক দপ্তরকে। তার এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে রুজিরাকে। মে মাসের মান্থলি লিস্টে আসবে মামলাটি।
ব্যাঙ্কক থেকে কলকাতা ফেরার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর ব্যাগ থেকে নাকি দু'কেজি সোনা পাওয়া যায়। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয় রাজ্য-রাজনীতি। সাংবাদিক বৈঠক করে অভিযোগ খারিজ করেন অভিষেক। থাইল্যান্ডের বাসিন্দা রুজিরা পরিচয় গোপন করে ও ভুল তথ্য দিয়ে এদেশের পরিচয়পত্র বানিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে ২৯ মার্চ রুজিরাকে শোকজ় নোটিশ পাঠান স্বরাষ্ট্রমন্ত্রকের উপসচিব মনোজ কুমার ঝা। এদিকে অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে FIR করেছিল শুল্ক দপ্তর। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতীয় শুল্ক আইন ১৯৬২-র ১৮০ ধারায় সমন পাঠানো হয়। সমনের উপর স্থগিতাদেশের আবেদন করে মামলা করেন রুজিরা। মামলাটি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চে ওঠে। গতকাল এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্ত সামান্য শুনানির পর বিচারপতি জানান এই মামলার শুনানি হবে বৃহস্পতিবার (আজ)।
আজ মামলার শুনানিতে সমনের ব্যাপারে কেন্দ্রের তরফে স্ট্যান্ডিং কাউন্সেল রবি প্রকাশ বলেন, "একজন প্যাসেঞ্জার যাঁর কাছে থাই পাসপোর্ট রয়েছে। কিন্ত তাঁর প্যানকার্ড ভারতীয়। শুল্ক দপ্তর কর্তৃপক্ষ হিসেবে আমাদের অধিকার আছে জিজ্ঞাসাবাদ করার।"
অন্যদিকে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনেরাল অভ্রতোষ মজুমদার বলেন, "শুল্ক দপ্তর যে তথ্য দিয়েছে সেটা নিশ্চয়ই শাস্তিযোগ্য কোনও অপরাধ নয়? পুলিশকে বলার পর পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এর মধ্যে সমনের ব্যাপারটা আইনের দৃষ্টিতে কোথাও অতিরিক্ত বলেই মনে হচ্ছে। এটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়েই আমরা সন্দিহান।"
অন্যদিকে রুজিরার আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "নিয়ম মতো যদি স্মাগলিং সংক্রান্ত বিষয় হয়, তাহলে শুল্ক দপ্তরের গেজ়েটেড লেভেলের অফিসার বিষয়টার তদন্ত করার প্রয়োজন আছে মনে করলে সেই অফিসারই তদন্ত করতে পারেন। কিন্ত এখানে বলা হয়েছে শুল্ক দপ্তরের অ্যাডিশনাল জয়েন্ট কমিশনারের সাথে দেখা করতে হবে। এটার মধ্যে অন্য কোন অভিসন্ধি কাজ করছে না তো?"
শেষে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, রুজিরা নারুলাকে ৮ এপ্রিল শুল্ক দপ্তরের মুখোমুখি হতে হবে। তবে শুল্ক দপ্তর তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিতে পারবে না।