ETV Bharat / state

দায়িত্ব বণ্টনে সঠিক পদক্ষেপ নিন, নির্বাচন কমিশনকে বলল হাইকোর্ট - election commission

কলেজের অধ্যাপকদের দেওয়া হয়েছে পোলিং অফিসারের দায়িত্ব। এই বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নিতে বলল হাইকোর্ট।

author img

By

Published : Apr 17, 2019, 11:52 PM IST

কলকাতা, 17 এপ্রিল : চলতি লোকসভা নির্বাচনে বিভিন্ন কলেজের গ্রুপ D কর্মচারীদের দেওয়া হয়েছে প্রিজ়াইডিং অফিসারের দায়িত্ব। এদিকে কলেজের অধ্যাপকদের দেওয়া হয়েছে পোলিং অফিসারের দায়িত্ব। কিন্ত নির্বাচন কমিশনের নির্দেশিকায় পরিষ্কার রয়েছে গ্রুপ A অফিসারদের পোলিংয়ের কাজে নিয়োগ করা যাবে না। এই অভিযোগে 7 এপ্রিল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন একাধিক কলেজের অধ্যাপকরা।
আজ বিচারপতি দেবাংশু বসাক দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশনকে বলেন, "বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কিছু করুন। যথাযথ পদক্ষেপ নিন।" পাশাপাশি 7 মের মধ্যে নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায় বলেন, "উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কলেজ, রানিগঞ্জের ত্রিবেণী দেবী কলেজ, দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ, আসানসোলের নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পুরুলিয়ার সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও একাধিক কলেজে এই ঘটনা ঘটেছে।"

শীর্ষেন্দুবাবু আরও বলেন, "8 এপ্রিল মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে উঠলে তিনি বলেছিলেন এই ঘটনা ঘটেছে, এরকম একটা নজির দেখান। সেই মতো আজকে আমরা একাধিক নমুনা আদালতে পেশ করেছি। আসানসোলের নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে দেওয়া হয়েছে পোলিং অফিসারের দায়িত্ব, আর ওই বিশ্ববিদ্যালয়েরই গ্রুপ D কর্মচারী উৎপল মুর্মুকে দেওয়া হয়েছে প্রিজ়াইডিং অফিসারের দায়িত্ব। পুরুলিয়ার সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ D কর্মচারীকে দেওয়া হয়েছে প্রিজ়াইডিং অফিসারের দায়িত্ব।"

আজ মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে উঠলে নির্বাচন কমিশনের তরফে আইনজীবী বলেন, "আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি যাতে এই ঘটনা না ঘটে। দু'একটা ক্ষেত্রে ভুল হলেও হতে পারে।"এরপরই বিচারপতি নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নিতে বলেন।

প্রসঙ্গত কয়েকদিন আগেই এই সংক্রান্ত একটি মামলায় বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেছিলেন, "আমাদের মতো গণতান্ত্রিক দেশে ভোটের কাজে দায়িত্ব পালন করা সম্মানের কাজ।"

কলকাতা, 17 এপ্রিল : চলতি লোকসভা নির্বাচনে বিভিন্ন কলেজের গ্রুপ D কর্মচারীদের দেওয়া হয়েছে প্রিজ়াইডিং অফিসারের দায়িত্ব। এদিকে কলেজের অধ্যাপকদের দেওয়া হয়েছে পোলিং অফিসারের দায়িত্ব। কিন্ত নির্বাচন কমিশনের নির্দেশিকায় পরিষ্কার রয়েছে গ্রুপ A অফিসারদের পোলিংয়ের কাজে নিয়োগ করা যাবে না। এই অভিযোগে 7 এপ্রিল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন একাধিক কলেজের অধ্যাপকরা।
আজ বিচারপতি দেবাংশু বসাক দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্বাচন কমিশনকে বলেন, "বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কিছু করুন। যথাযথ পদক্ষেপ নিন।" পাশাপাশি 7 মের মধ্যে নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায় বলেন, "উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কলেজ, রানিগঞ্জের ত্রিবেণী দেবী কলেজ, দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ, আসানসোলের নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পুরুলিয়ার সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও একাধিক কলেজে এই ঘটনা ঘটেছে।"

শীর্ষেন্দুবাবু আরও বলেন, "8 এপ্রিল মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে উঠলে তিনি বলেছিলেন এই ঘটনা ঘটেছে, এরকম একটা নজির দেখান। সেই মতো আজকে আমরা একাধিক নমুনা আদালতে পেশ করেছি। আসানসোলের নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে দেওয়া হয়েছে পোলিং অফিসারের দায়িত্ব, আর ওই বিশ্ববিদ্যালয়েরই গ্রুপ D কর্মচারী উৎপল মুর্মুকে দেওয়া হয়েছে প্রিজ়াইডিং অফিসারের দায়িত্ব। পুরুলিয়ার সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ D কর্মচারীকে দেওয়া হয়েছে প্রিজ়াইডিং অফিসারের দায়িত্ব।"

আজ মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে উঠলে নির্বাচন কমিশনের তরফে আইনজীবী বলেন, "আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি যাতে এই ঘটনা না ঘটে। দু'একটা ক্ষেত্রে ভুল হলেও হতে পারে।"এরপরই বিচারপতি নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নিতে বলেন।

প্রসঙ্গত কয়েকদিন আগেই এই সংক্রান্ত একটি মামলায় বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেছিলেন, "আমাদের মতো গণতান্ত্রিক দেশে ভোটের কাজে দায়িত্ব পালন করা সম্মানের কাজ।"

Intro:সঠিক পদক্ষেপ নিন।নির্বাচন কমিশনকে বললোহাইকো। Body:মানস নস্কর---


কলেজের অধ্যাপকদের দেওয়া হয়েছে পোলিং অফিসারের দায়িত্ব, যথাযথ পদক্ষেপ নিন নির্বাচন কমিশনকে বললো হাইকোর্ট

কোলকাতা ১৭ এপ্রিলঃ
চলতি লোকসভা নির্বাচনে বিভিন্ন কলেজের গ্রুপ ডি কর্মচারীদের দেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব আর কলেজের অধ্যাপকদেরকে দেওয়া হয়েছে পোলিং অফিসারের দায়িত্ব। কিন্ত নির্বাচন কমিশনের নির্দেশিকায় পরিস্কার রয়েছে গ্রুপ এ অফিসারদের পোলিং এর কাজে নিয়োগ করা যাবে না।এই অভিযোগে গত
৭ এপ্রিল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন একাধিক কলেজের অধ্যাপকরা।
আজ বিচারপতি দেবাংশু বসাক দুই পক্ষের বক্তব্য শোনার পর তার নির্দেশে নির্বাচন কমিশনকে জানালেন," বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা কিছু করুন।যথাযথ পদক্ষেপ নিন।"পাশাপাশি আগামী ৭ মের মধ্যে নির্বাচন কমিশনকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন।

মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায় জানালেন,"উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কলেজ, রানীগঞ্জের ত্রিবেণী দেবী কলেজ, দূর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ, আসানসোলের নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের, পুরুলিয়ার সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো একাধিক কলেজে এই ঘটনা ঘটেছে।গত ৮ এপ্রিল মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের সিংগল বেঞ্চে উঠলে তিনি বলেছিলেন এই ঘটনা ঘটেছে এরমক অন্তত একটা নজির দেখান।সেই মত আজকে আমরা একাধিক নমুনা কোর্টকে দিয়েছি।আসানসোলের নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে দেওয়া হয়েছে পোলিং অফিসারের দায়িত্ব, আর ঐ বিশ্ববিদ্যালয়েরই গ্রুপ ডি কর্মচারী উৎপল মূর্মুকে দেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব। পুরুলিয়ার সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ ডি কর্মচারীকে টেকনিক্যাল এসিস্ট্যান্ট পদে চাকরি করেন তাকে দেওয়া হয়েছে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব। "

আজ মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে উঠলে নির্বাচন কমিশনের তরফে আইনজীবী জানান,"আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি যাতে এই ঘটনা না ঘটে।দু'একটা ক্ষেত্রে ভুল হলেও হতে পারে।"এরপরই বিচারপতি নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নিতে বলেন। পাশাপাশি আগামী ৭ মের মধ্যে এই ব্যাপারে হলফনাম দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত কয়েকদিন আগেই এই সংক্রান্ত একটি মামলায় বিচারপতি দেবাংশু বসাক মন্তব্য করেছিলেন,"আমাদের মত গনতান্ত্রিক দেশে ভোটের কাজে দায়িত্ব পালন করা সম্মানের কাজ।"Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.