ETV Bharat / state

শিগগিরই করাতে হবে পৌরভোট, নির্বাচন কমিশনে দাবি BJP-র

দ্রুত পৌরভোট কারনোর দাবি জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ BJP ।

দ্রুত পৌরভোটের দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ BJP
author img

By

Published : Jul 10, 2019, 1:09 AM IST

কলকাতা, 10 জুলাই : বেশ কয়েকমাস হল শেষ হয়েছে মেয়াদ । তারপরও রাজ্যে হচ্ছে না 17 টি পৌরসভা ও পৌরনিগমের নির্বাচন । সরকারের তরফে মেয়াদ শেষ হওয়ায় সব পার্টির পৌরসভা ও পৌরনিগমে বসানো হয়েছে প্রশাসক । গতকাল তারই প্রতিবাদ জানাল BJP । দাবি তোলা হয় অবিলম্বে পৌরনির্বাচন করার । BJP-র তরফে জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল দেখা করে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে । সেখানে অবিলম্বে পৌর নির্বাচন করার দাবি জানানো হয় । দেওয়া হয় স্মারকলিপিও ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

উত্তরবঙ্গের বালুরঘাট থেকে হাবরা কিংবা পানিহাটি । এমন 16 টি পৌরসভার মেয়াদ শেষ হয়েছে গতবছর । সঙ্গে হাওড়া পৌরনিগমের মেয়াদও শেষ হয়েছে । তথ্য বলছে, প্রায় আট মাস ধরে নির্বাচিত বোর্ড কাজ করছে না পৌরসভাগুলিতে । পৌরআইনকে হাতিয়ার করে রাজ্য সরকার সবকটিতেই বসেছে প্রশাসক । তারাই দেখভাল করছে কাজের । মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও পৌরসভাগুলির কাজের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

সংশ্লিষ্টমহল বলছে, পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচনে মাঝে ভোটের কোনও ঝুঁকি নিতে চায়নি সরকার । প্রশাসনের একটা মহলের ধারনা ছিল, লোকসভা নির্বাচনের পরই করা হবে পৌর ভোট । কিন্তু লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের ফল আশানুরূপ না হওয়ায় বিষয়টি এখন বিশবাঁও জলে । দলীয় পৌরপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন নির্বাচন হবে আগামী বছর । 2020 সালে শেষ হচ্ছে আরও 92 টি পৌরসভায় এবং পৌরনিগমের মেয়াদ । তার মধ্যে রয়েছে কলকাতা পৌরনিগমও । রাজ্য সরকারের পরিকল্পনা সম্ভবত এই সব ক'টি পৌরসভা ও পৌরনিগমের নির্বাচন একসঙ্গে সম্পন্ন করার । BJP-র তরফে এই বিষয়টির প্রতিবাদ জানানো হয় গতকাল নির্বাচন কমিশনে ।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পৌরনির্বাচন করার জন্য কমিশনের তরফে তিন থেকে চারটি চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে । প্রোটোকল মেনেই চাওয়া হয়েছে মতামত । সূত্র জানাচ্ছে, রাজ্য সরকারের তরফে কোনও চিঠির উত্তর দেওয়া হয়নি । ফলে সেক্ষেত্রে কমিশনের হাত-পা বাঁধা । রাজ্য নির্বাচন কমিশনারের অফিস থেকে বেরিয়ে গতকাল BJP নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, "সরকারের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিকতার পরিচয় । অবিলম্বে পৌরসভার ভোট করা উচিত । কিন্তু সরকার চাইছে না নির্বাচন করতে । আমরা নির্বাচন কমিশনে এসে ভোট সম্পন্ন করার দাবি জানালাম ।"

কলকাতা, 10 জুলাই : বেশ কয়েকমাস হল শেষ হয়েছে মেয়াদ । তারপরও রাজ্যে হচ্ছে না 17 টি পৌরসভা ও পৌরনিগমের নির্বাচন । সরকারের তরফে মেয়াদ শেষ হওয়ায় সব পার্টির পৌরসভা ও পৌরনিগমে বসানো হয়েছে প্রশাসক । গতকাল তারই প্রতিবাদ জানাল BJP । দাবি তোলা হয় অবিলম্বে পৌরনির্বাচন করার । BJP-র তরফে জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল দেখা করে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে । সেখানে অবিলম্বে পৌর নির্বাচন করার দাবি জানানো হয় । দেওয়া হয় স্মারকলিপিও ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

উত্তরবঙ্গের বালুরঘাট থেকে হাবরা কিংবা পানিহাটি । এমন 16 টি পৌরসভার মেয়াদ শেষ হয়েছে গতবছর । সঙ্গে হাওড়া পৌরনিগমের মেয়াদও শেষ হয়েছে । তথ্য বলছে, প্রায় আট মাস ধরে নির্বাচিত বোর্ড কাজ করছে না পৌরসভাগুলিতে । পৌরআইনকে হাতিয়ার করে রাজ্য সরকার সবকটিতেই বসেছে প্রশাসক । তারাই দেখভাল করছে কাজের । মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও পৌরসভাগুলির কাজের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম ।

সংশ্লিষ্টমহল বলছে, পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচনে মাঝে ভোটের কোনও ঝুঁকি নিতে চায়নি সরকার । প্রশাসনের একটা মহলের ধারনা ছিল, লোকসভা নির্বাচনের পরই করা হবে পৌর ভোট । কিন্তু লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের ফল আশানুরূপ না হওয়ায় বিষয়টি এখন বিশবাঁও জলে । দলীয় পৌরপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন নির্বাচন হবে আগামী বছর । 2020 সালে শেষ হচ্ছে আরও 92 টি পৌরসভায় এবং পৌরনিগমের মেয়াদ । তার মধ্যে রয়েছে কলকাতা পৌরনিগমও । রাজ্য সরকারের পরিকল্পনা সম্ভবত এই সব ক'টি পৌরসভা ও পৌরনিগমের নির্বাচন একসঙ্গে সম্পন্ন করার । BJP-র তরফে এই বিষয়টির প্রতিবাদ জানানো হয় গতকাল নির্বাচন কমিশনে ।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পৌরনির্বাচন করার জন্য কমিশনের তরফে তিন থেকে চারটি চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে । প্রোটোকল মেনেই চাওয়া হয়েছে মতামত । সূত্র জানাচ্ছে, রাজ্য সরকারের তরফে কোনও চিঠির উত্তর দেওয়া হয়নি । ফলে সেক্ষেত্রে কমিশনের হাত-পা বাঁধা । রাজ্য নির্বাচন কমিশনারের অফিস থেকে বেরিয়ে গতকাল BJP নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, "সরকারের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিকতার পরিচয় । অবিলম্বে পৌরসভার ভোট করা উচিত । কিন্তু সরকার চাইছে না নির্বাচন করতে । আমরা নির্বাচন কমিশনে এসে ভোট সম্পন্ন করার দাবি জানালাম ।"

Intro:কলকাতা, ৯ জুলাই: বেশ কয়েক মাস হল শেষ হয়েছে মেয়াদ। তারপরও রাজ্যে হচ্ছে না 17 টি পৌরসভা ও পৌরনিগমের নির্বাচন। সরকারের তরফে মেয়াদ শেষ হওয়ার সব পার্টির পৌরসভা ও পৌর নিগমে বসানো হয়েছে প্রশাসক। আজ তারই প্রতিবাদ জানাল বিজেপি। দাবি তোলা হলে অবিলম্বে পৌর নির্বাচন করার। বিজেপির তরফে জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেখা করে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সংগে। সেখানে অবিলম্বে পৌর নির্বাচন করার দাবী জানানো হয়। দেওয়া হয় স্মারকলিপি।


Body:উত্তরবঙ্গের বালুরঘাট থেকে হাবরা কিংবা পানিহাটি। এমন 16 টি পৌর সভার মেয়াদ শেষ হয়েছে গত বছর। সঙ্গে হাওড়া পৌরনিগমের মেয়াদ ও শেষ হয়েছে । তথ্য বলছে, প্রায় আট মাস ধরে নির্বাচিত বোর্ড কাজ করছে না পৌরসভাগুলিতে। পৌর আইনকে হাতিয়ার করে রাজ্য সরকার সবকটিতেই বসেছে প্রশাসক। তারাই দেখভাল করছে কাজ। মেয়াদ পার হওয়া পৌরসভা গুলির কাজের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

সংশ্লিষ্ট মহল বলছে, পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচনে মাঝে ভোটের কোনো ঝুঁকি নিতে চায়নি সরকার। প্রশাসনের একটা মহলের ধারনা ছিল, লোকসভা নির্বাচনের পরই করা হবে পৌর ভোট। কিন্তু লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের ফল আশানুরূপ না হওয়ায় বিষয়টি এখন বিশবাঁও জলে। দলীয় পৌর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী দিতেছেন নির্বাচন হবে আগামী বছর। দুই হাজার কুড়ি সালে শেষ হচ্ছে আরো 92 টি পৌরসভায় এবং পৌর নিগমের মেয়াদ। তার মধ্যে রয়েছে কলকাতা পৌর নিগম। রাজ্য সরকারের পরিকল্পনা সম্ভবত এই সব ক'টি পৌরসভা ও পৌর নিগমের নির্বাচন একসঙ্গে সম্পন্ন করার। বিজেপি তরফে এই বিষয়টির প্রতিবাদ জানানো হয়েছে।


Conclusion:রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পৌর নির্বাচন করার জন্য কমিশনের তরফে তিন থেকে চারটি চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে। প্রটোকল মেননেই চাওয়া হয়েছে মতামত। সূত্র জানাচ্ছে, রাজ্য সরকারের তরফে কোনও চিঠির উত্তর দেওয়া হয়নি। ফলে কমিশনের হাত-পা বাঁধা।

আজ রাজ্য নির্বাচন কমিশনার দপ্তরের বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “ সরকারের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিকতার পরিচয়। অবিলম্বে পৌরসভার ভোট করা উচিত। কিন্তু সরকার চাইছে না নির্বাচন করতে। আমরা আজ নির্বাচন কমিশনের ভোট সম্পন্ন করার দাবি জানালাম।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.