কলকাতা, 10 জুলাই : বেশ কয়েকমাস হল শেষ হয়েছে মেয়াদ । তারপরও রাজ্যে হচ্ছে না 17 টি পৌরসভা ও পৌরনিগমের নির্বাচন । সরকারের তরফে মেয়াদ শেষ হওয়ায় সব পার্টির পৌরসভা ও পৌরনিগমে বসানো হয়েছে প্রশাসক । গতকাল তারই প্রতিবাদ জানাল BJP । দাবি তোলা হয় অবিলম্বে পৌরনির্বাচন করার । BJP-র তরফে জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল দেখা করে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে । সেখানে অবিলম্বে পৌর নির্বাচন করার দাবি জানানো হয় । দেওয়া হয় স্মারকলিপিও ।
উত্তরবঙ্গের বালুরঘাট থেকে হাবরা কিংবা পানিহাটি । এমন 16 টি পৌরসভার মেয়াদ শেষ হয়েছে গতবছর । সঙ্গে হাওড়া পৌরনিগমের মেয়াদও শেষ হয়েছে । তথ্য বলছে, প্রায় আট মাস ধরে নির্বাচিত বোর্ড কাজ করছে না পৌরসভাগুলিতে । পৌরআইনকে হাতিয়ার করে রাজ্য সরকার সবকটিতেই বসেছে প্রশাসক । তারাই দেখভাল করছে কাজের । মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও পৌরসভাগুলির কাজের সমন্বয়ের দায়িত্বে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম ।
সংশ্লিষ্টমহল বলছে, পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচনে মাঝে ভোটের কোনও ঝুঁকি নিতে চায়নি সরকার । প্রশাসনের একটা মহলের ধারনা ছিল, লোকসভা নির্বাচনের পরই করা হবে পৌর ভোট । কিন্তু লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের ফল আশানুরূপ না হওয়ায় বিষয়টি এখন বিশবাঁও জলে । দলীয় পৌরপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী জানিয়েছেন নির্বাচন হবে আগামী বছর । 2020 সালে শেষ হচ্ছে আরও 92 টি পৌরসভায় এবং পৌরনিগমের মেয়াদ । তার মধ্যে রয়েছে কলকাতা পৌরনিগমও । রাজ্য সরকারের পরিকল্পনা সম্ভবত এই সব ক'টি পৌরসভা ও পৌরনিগমের নির্বাচন একসঙ্গে সম্পন্ন করার । BJP-র তরফে এই বিষয়টির প্রতিবাদ জানানো হয় গতকাল নির্বাচন কমিশনে ।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পৌরনির্বাচন করার জন্য কমিশনের তরফে তিন থেকে চারটি চিঠি দেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে । প্রোটোকল মেনেই চাওয়া হয়েছে মতামত । সূত্র জানাচ্ছে, রাজ্য সরকারের তরফে কোনও চিঠির উত্তর দেওয়া হয়নি । ফলে সেক্ষেত্রে কমিশনের হাত-পা বাঁধা । রাজ্য নির্বাচন কমিশনারের অফিস থেকে বেরিয়ে গতকাল BJP নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, "সরকারের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিকতার পরিচয় । অবিলম্বে পৌরসভার ভোট করা উচিত । কিন্তু সরকার চাইছে না নির্বাচন করতে । আমরা নির্বাচন কমিশনে এসে ভোট সম্পন্ন করার দাবি জানালাম ।"