কলকাতা, ১৭ মার্চ : উত্তরবঙ্গ থেকে লোকসভা নির্বাচনের প্রচারে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ২৫, ২৬ ও ২৭ মার্চ আলিপুরদুয়ার এবং কোচবিহারে তিনি জনসভা করবেন। দুই জেলায় দুটি করে সভা করবেন।
১১ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। আলিপুরদুয়ার এবং কোচবিহার কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এই দুই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রচার এখন তুঙ্গে। বুধবার কালীঘাটে দলীয় প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর তৃণমূল নেত্রী জানিয়ে দিয়েছিলেন, দোলের পর থেকেই তিনি প্রচার শুরু করবেন। একে একে সব জেলাতেই তিনি প্রচারে যাবেন।
সাত দফা নির্বাচনের ফলে রাজ্যের শাসক দল সমস্যায় পড়বে বলে মনে করেছিলেন বিরোধী দলের নেতারা। কিন্তু, তৃণমূল সুপ্রিমোসহ দলের শীর্ষ নেতারা দাবি করেছেন, এর ফলে ভোট প্রচারে তাদের বেশ সুবিধা হবে। নেত্রী তো আরও একধাপ এগিয়ে জানিয়েছিলেন, ভিন রাজ্যেও তিনি প্রচারে যাবেন। মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্যের ৪২টি কেন্দ্রে লাগাতার প্রচার চালাচ্ছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। তৃণমূলের সঙ্গে সব ক্ষেত্রেই প্রায় পিছিয়ে পড়েছে বিরোধী দলগুলি। অনেকটাই এগিয়ে রয়েছে শাসকদল।