ETV Bharat / state

বিয়েতে জামাইকে উপহার হাজার বই - kolkata

এক হাজার বই দিয়ে সাজানো হয়েছে ঘর । যৌতুকের তীব্র বিরোধী স্কুল শিক্ষক বিয়েতে পেলেন উপহার হিসেবে পেলেন এক হাজার বই ।

বই দিয়ে সাজানো হয়েছে ঘর
author img

By

Published : May 22, 2019, 12:05 AM IST

Updated : May 22, 2019, 9:13 AM IST

কলকাতা, 22 মে : যৌতুকের তীব্র বিরোধী ছিলেন । জানিয়েছিলেন মনের ইচ্ছাও ।

কিন্তু, বিস্ময় বোধ হয় বাকি ছিল বিয়ে করতে যাওয়ার পর । দেখলেন এক হাজার বই দিয়ে সাজানো হয়েছে ঘর । যার বাজার মূল্য লাখ ছুঁয়ে গেছে । এর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের একাধিক উল্লেখযোগ্য বই ।

দক্ষিণ 24 পরগনার সোনারপুরের বাসিন্দা বছর তিরিশের সূর্যকান্ত বারিক । পেশায় স্কুল শিক্ষক । জানিয়েছিলেন যৌতুক নেবেন না । পূর্ব মেদিনীপুরের খেজুরির মেয়ে প্রিয়াঙ্কা বেজকে বিয়ে করতে গিয়েই খুশিতে ডগমগ সূর্যকান্ত । দেখেন বই ভরতি ঘর ।

সূর্যকান্ত বললেন, ''আমি যৌতুকের বিরোধী । কিন্তু, বিয়ে করতে পৌঁছে অবাক হয়ে যাই । এত বই এক সঙ্গে উপহার পেয়ে আমি অভিভূত ।''

যৌতুক নিয়ে স্বামীর ইচ্ছায় খুশি প্রিয়াঙ্কাও । বললেন, ''আমার বাবা জানতেন আমি বই পড়তে খুব ভালোবাসি । এ ধরনের উপহার পেয়ে আমিও খুব খুশি। '' আর কোথা থেকে কেনা হয়েছে এতগুলো বই ? প্রিয়ঙ্কার বাড়ির জবাব, বেশির ভাগ বইই কেনা হয়েছে কলেজ স্ট্রিট থেকে ।

কলকাতা, 22 মে : যৌতুকের তীব্র বিরোধী ছিলেন । জানিয়েছিলেন মনের ইচ্ছাও ।

কিন্তু, বিস্ময় বোধ হয় বাকি ছিল বিয়ে করতে যাওয়ার পর । দেখলেন এক হাজার বই দিয়ে সাজানো হয়েছে ঘর । যার বাজার মূল্য লাখ ছুঁয়ে গেছে । এর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের একাধিক উল্লেখযোগ্য বই ।

দক্ষিণ 24 পরগনার সোনারপুরের বাসিন্দা বছর তিরিশের সূর্যকান্ত বারিক । পেশায় স্কুল শিক্ষক । জানিয়েছিলেন যৌতুক নেবেন না । পূর্ব মেদিনীপুরের খেজুরির মেয়ে প্রিয়াঙ্কা বেজকে বিয়ে করতে গিয়েই খুশিতে ডগমগ সূর্যকান্ত । দেখেন বই ভরতি ঘর ।

সূর্যকান্ত বললেন, ''আমি যৌতুকের বিরোধী । কিন্তু, বিয়ে করতে পৌঁছে অবাক হয়ে যাই । এত বই এক সঙ্গে উপহার পেয়ে আমি অভিভূত ।''

যৌতুক নিয়ে স্বামীর ইচ্ছায় খুশি প্রিয়াঙ্কাও । বললেন, ''আমার বাবা জানতেন আমি বই পড়তে খুব ভালোবাসি । এ ধরনের উপহার পেয়ে আমিও খুব খুশি। '' আর কোথা থেকে কেনা হয়েছে এতগুলো বই ? প্রিয়ঙ্কার বাড়ির জবাব, বেশির ভাগ বইই কেনা হয়েছে কলেজ স্ট্রিট থেকে ।


New Delhi, May 21 (ANI): The man accused of shooting dead 51 people in Christchurch mosque attacks, has been charged with terrorism, New Zealand police informed. In addition, Brenton Tarrant, the accused faced 51 charges of murder and 40 of the attempted murder, reported Xinhua. On March 15, Brenton, a suspected white supremacist from Australia, stormed into two mosques during congregational prayers and indiscriminately opened fire on the assembled. The act of terrorism left the entire Muslim community shaken, with the international community and locals showing their solidarity with the affected.
Last Updated : May 22, 2019, 9:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.