শিলিগুড়ি, 28 মার্চ : দার্জিলিঙে GTA প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বিনয় তামাং ও অনিত থাপাকে পদ থেকে সরানোর দাবিতে নির্বাচনী পর্যবেক্ষকের কাছে দাবি জানাল বামেরা।
আজ শিলিগুড়িতে স্টেট গেস্ট হাউজ়ে নির্বাচনী পর্যবেক্ষক জয়রাম এন-র সাথে দেখা করে এই দাবি জানান মেয়র অশোক ভট্টাচার্য। পাশাপাশি চোপড়ায় দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও তোলা হয়।
আজ শিলিগুড়িতে মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "বিনয় তামাং ও অনিত থাপা নির্বাচিত জনপ্রতিনিধি নন। মুখ্যমন্ত্রীর দ্বারা নির্বাচিত প্রশাসক মাত্র। এখন নির্বাচন পর্ব চলছে। GTA-তে ওঁরা নয়, সরকারি কর্তারা প্রশাসক পদে থাকুন। এই বিষয়টি নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের কাছে অভিযোগ জানানো হয়েছে।"
মেয়র আরও বলেন, "GTA-কে ব্যবহার করে গাড়ি ও কর্মীদের দিয়ে দলের কাজ করানো হচ্ছে বলে খবর পেয়েছি। এটা কখনো হতে পারে না। রাজনৈতিক নেতা নির্বাচিত না হয়ে গায়ের জোরে প্রশাসক হিসেবে সরকারি ক্ষমতার অপব্যবহার করছেন। নির্বাচনী পর্যবেক্ষকের কাছে অভিযোগ জানানো হয়েছে।" পাশাপাশি তিনি বলেন, চোপড়ায় আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে। বাসিন্দাদের ভয় দেখানো হচ্ছে বলেও খবর আছে। তাই কমিশনের কাছে দাবি জানানো হচ্চে দ্রুত কেন্দ্রীয় বাহিনী আনিয়ে শান্তিতে ভোট করানো হোক।