কলকাতা, 1 জুলাই : আজ থেকে হাওড়া ও কলকাতায় 48 ঘণ্টা অ্যাপ ক্যাব ধর্মঘট শুরু করেছেন চালকরা । দু-একজন চালক ব্যক্তিগত উদ্যোগে ক্যাব চালাচ্ছেন ঠিকই কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম । এর জেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা । আর সেই সুযোগে "ঝোপ বুঝে কোপ" মারছে ট্যাক্সি চালকদের একাংশ । দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত ভাড়া হাঁকাচ্ছেন তাঁরা ।
বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড সহ একাধিক সংগঠন আজকের এই ধর্মঘটে সামিল । মূলত ওলা-উবারের মতো সংস্থাগুলিই এই ধর্মঘট পালন করছে । ধর্মঘটকারীদের দাবি, প্রতি রাইডে ভাড়ার 25 শতাংশ কেটে নেওয়া হয় । সেটাই তাদের কমিশন । অথচ গাড়ি, তেল বা চালক - কোনওটাই সংস্থার নয় । কমিশন হিসেবে যে টাকা সংস্থাগুলো কেড়ে নিচ্ছে তা অনেক বেশি । পাশাপাশি, কথায় কথায় সংস্থাগুলি চালকদের ID ব্লক করে দিচ্ছে । বিষয়টি নিয়ে বারবার সরকারের কাছে দরবার করলেও, সরকার ক্যাব নীতি বদলায়নি । তারই প্রতিবাদে 48 ঘণ্টার ধর্মঘট ।
বিগত কয়েক বছরে অ্যাপ ক্যাবের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে কলকাতাবাসী । আজ ধর্মঘটের জেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা । আজই পরিবার নিয়ে কোডারমা থেকে কলকাতায় এসেছেন অমিত সাহানি । অনেকক্ষণ চেষ্টা করেন । কিন্তু ক্যাব পাননি । তিনি বলেন, "সমস্যায় পড়েছি । ট্যাক্সি চালকরাও অনেক ভাড়া চাইছে । প্রায় দ্বিগুণ ভাড়া চাইছে । সাধারণ ট্যাক্সি শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার জন্য 500 টাকা ভাড়া চাইছে । এখন প্রিপেইড ট্যাক্সি বুকিংয়ের চেষ্টা করছি।" একই অভিজ্ঞতা রাজস্থান থেকে আসা জরন্তী বাবড়ার । তিনি বলেন, "রাজস্থান থেকে এসেছি । হাওড়া যাব । কিন্তু যাওয়ার জন্য গাড়ি পাচ্ছি না ।"
ক্যাব ধর্মঘটের জেরে সমস্যাতে পড়েছেন অনেকেই । শিয়ালদা স্টেশনের ওলা বুথে ক্যাব পরিষেবা মিলছে না । তবে বুথে থাকা কয়েকজন অবশ্য যাত্রীদের অপেক্ষা করতে দেখলেই এদিক ওদিক দেখে টুক করে এক ফাঁকে এসে জানতে চাইছেন, "কোথায় যাবেন?" সুযোগ বুঝেই যাত্রীদের কাছে হাঁকাচ্ছেন দুই থেকে পাঁচ গুণ বেশি ভাড়া ।