ETV Bharat / state

বন্ধ অ্যাপ ক্যাব, শিয়ালদা থেকে হাওড়া যেতে 500 হাঁকছে ট্যাক্সি - taxi fare

অ্য়াপ ক্যাব ধর্মঘটের জেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা । আর সেই সুযোগে ভাড়া প্রায় দুই থেকে পাঁচ গুণ হাঁকাচ্ছেন সাধারণ ট্যাক্সি চালকদের একাংশ ।

অ্য়াপ ক্যাব ধর্মঘটের জেরে দুর্ভোগ
author img

By

Published : Jul 1, 2019, 10:12 PM IST

Updated : Jul 1, 2019, 11:59 PM IST

কলকাতা, 1 জুলাই : আজ থেকে হাওড়া ও কলকাতায় 48 ঘণ্টা অ্যাপ ক্যাব ধর্মঘট শুরু করেছেন চালকরা । দু-একজন চালক ব্যক্তিগত উদ্যোগে ক্যাব চালাচ্ছেন ঠিকই কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম । এর জেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা । আর সেই সুযোগে "ঝোপ বুঝে কোপ" মারছে ট্যাক্সি চালকদের একাংশ । দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত ভাড়া হাঁকাচ্ছেন তাঁরা ।

বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড সহ একাধিক সংগঠন আজকের এই ধর্মঘটে সামিল । মূলত ওলা-উবারের মতো সংস্থাগুলিই এই ধর্মঘট পালন করছে । ধর্মঘটকারীদের দাবি, প্রতি রাইডে ভাড়ার 25 শতাংশ কেটে নেওয়া হয় । সেটাই তাদের কমিশন । অথচ গাড়ি, তেল বা চালক - কোনওটাই সংস্থার নয় । কমিশন হিসেবে যে টাকা সংস্থাগুলো কেড়ে নিচ্ছে তা অনেক বেশি । পাশাপাশি, কথায় কথায় সংস্থাগুলি চালকদের ID ব্লক করে দিচ্ছে । বিষয়টি নিয়ে বারবার সরকারের কাছে দরবার করলেও, সরকার ক্যাব নীতি বদলায়নি । তারই প্রতিবাদে 48 ঘণ্টার ধর্মঘট ।

ভিডিয়োয় দেখুন

বিগত কয়েক বছরে অ্যাপ ক্যাবের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে কলকাতাবাসী । আজ ধর্মঘটের জেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা । আজই পরিবার নিয়ে কোডারমা থেকে কলকাতায় এসেছেন অমিত সাহানি । অনেকক্ষণ চেষ্টা করেন । কিন্তু ক্যাব পাননি । তিনি বলেন, "সমস্যায় পড়েছি । ট্যাক্সি চালকরাও অনেক ভাড়া চাইছে । প্রায় দ্বিগুণ ভাড়া চাইছে । সাধারণ ট্যাক্সি শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার জন্য 500 টাকা ভাড়া চাইছে । এখন প্রিপেইড ট্যাক্সি বুকিংয়ের চেষ্টা করছি।" একই অভিজ্ঞতা রাজস্থান থেকে আসা জরন্তী বাবড়ার । তিনি বলেন, "রাজস্থান থেকে এসেছি । হাওড়া যাব । কিন্তু যাওয়ার জন্য গাড়ি পাচ্ছি না ।"

ক্যাব ধর্মঘটের জেরে সমস্যাতে পড়েছেন অনেকেই । শিয়ালদা স্টেশনের ওলা বুথে ক্যাব পরিষেবা মিলছে না । তবে বুথে থাকা কয়েকজন অবশ্য যাত্রীদের অপেক্ষা করতে দেখলেই এদিক ওদিক দেখে টুক করে এক ফাঁকে এসে জানতে চাইছেন, "কোথায় যাবেন?" সুযোগ বুঝেই যাত্রীদের কাছে হাঁকাচ্ছেন দুই থেকে পাঁচ গুণ বেশি ভাড়া ।

কলকাতা, 1 জুলাই : আজ থেকে হাওড়া ও কলকাতায় 48 ঘণ্টা অ্যাপ ক্যাব ধর্মঘট শুরু করেছেন চালকরা । দু-একজন চালক ব্যক্তিগত উদ্যোগে ক্যাব চালাচ্ছেন ঠিকই কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম । এর জেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা । আর সেই সুযোগে "ঝোপ বুঝে কোপ" মারছে ট্যাক্সি চালকদের একাংশ । দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত ভাড়া হাঁকাচ্ছেন তাঁরা ।

বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড সহ একাধিক সংগঠন আজকের এই ধর্মঘটে সামিল । মূলত ওলা-উবারের মতো সংস্থাগুলিই এই ধর্মঘট পালন করছে । ধর্মঘটকারীদের দাবি, প্রতি রাইডে ভাড়ার 25 শতাংশ কেটে নেওয়া হয় । সেটাই তাদের কমিশন । অথচ গাড়ি, তেল বা চালক - কোনওটাই সংস্থার নয় । কমিশন হিসেবে যে টাকা সংস্থাগুলো কেড়ে নিচ্ছে তা অনেক বেশি । পাশাপাশি, কথায় কথায় সংস্থাগুলি চালকদের ID ব্লক করে দিচ্ছে । বিষয়টি নিয়ে বারবার সরকারের কাছে দরবার করলেও, সরকার ক্যাব নীতি বদলায়নি । তারই প্রতিবাদে 48 ঘণ্টার ধর্মঘট ।

ভিডিয়োয় দেখুন

বিগত কয়েক বছরে অ্যাপ ক্যাবের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে কলকাতাবাসী । আজ ধর্মঘটের জেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা । আজই পরিবার নিয়ে কোডারমা থেকে কলকাতায় এসেছেন অমিত সাহানি । অনেকক্ষণ চেষ্টা করেন । কিন্তু ক্যাব পাননি । তিনি বলেন, "সমস্যায় পড়েছি । ট্যাক্সি চালকরাও অনেক ভাড়া চাইছে । প্রায় দ্বিগুণ ভাড়া চাইছে । সাধারণ ট্যাক্সি শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার জন্য 500 টাকা ভাড়া চাইছে । এখন প্রিপেইড ট্যাক্সি বুকিংয়ের চেষ্টা করছি।" একই অভিজ্ঞতা রাজস্থান থেকে আসা জরন্তী বাবড়ার । তিনি বলেন, "রাজস্থান থেকে এসেছি । হাওড়া যাব । কিন্তু যাওয়ার জন্য গাড়ি পাচ্ছি না ।"

ক্যাব ধর্মঘটের জেরে সমস্যাতে পড়েছেন অনেকেই । শিয়ালদা স্টেশনের ওলা বুথে ক্যাব পরিষেবা মিলছে না । তবে বুথে থাকা কয়েকজন অবশ্য যাত্রীদের অপেক্ষা করতে দেখলেই এদিক ওদিক দেখে টুক করে এক ফাঁকে এসে জানতে চাইছেন, "কোথায় যাবেন?" সুযোগ বুঝেই যাত্রীদের কাছে হাঁকাচ্ছেন দুই থেকে পাঁচ গুণ বেশি ভাড়া ।

Intro:কলকাতা, ১ জুলাই: 48 ঘণ্টার ধর্মঘটে অ্যাপ নির্ভর ক্যাব সার্ভিস। দুই একজন চালক ব্যক্তিগত উদ্যোগে ক্যাব চালাচ্ছেন ঠিকই, প্রয়োজনের তুলনায় সেই সংখ্যাটা একেবারেই নগণ্য। তার জেরে যাত্রীরা পড়েছেন সমস্যায়। সেই সুযোগে "ঝোঁপ বুঝে কোপ" মারছে ট্যাক্সিচালকরা। তিন বোন থেকে পাঁচ গুণ পর্যন্ত ভাড়া হাঁকছে তারা।Body:মূলত ওলা-উবেরের মত সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ। বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড সহ একাধিক সংগঠন এই ধর্মঘটে সামিল। ধর্মঘটীদের দাবি, প্রতি রাইডে ভাড়ার ২৫ শতাংশ অর্থ কেটে নেয়। সেটাই তাদের কমিশন। অথচ, গাড়ি, তেল বা চালক - কোনওটাই সংস্থার নয়। ধর্মঘটীদের দাবি, কমিশন হিসেবে যে টাকা সংস্থাগুলো কেড়ে নিচ্ছে তা অনেক বেশি। পাশাপাশি, কথায় কথায় সংস্থাগুলি চালকদের আইডি ব্লক করে দিচ্ছে। বিষয়টি নিয়ে বারবার সরকারের কাছে দরবার করলেও, সরকার ক্যাব নীতি বদলায়নি। তারই প্রতিবাদে 48 ঘণ্টার ধর্মঘট।

শেষ কয়েক বছরে ক্যাবের উপর নির্ভরশীল হয়ে পড়েছে কলকাতা। আজ দূরদূরান্ত থেকে শহরে এসে ক্যাব আপনাকে সমস্যায় পড়েছেন বহু মানুষ। কোডারমা থেকে কলকাতায় এসেছেন অমিত সাহানি। সঙ্গে পরিবার। দীর্ঘক্ষন ধরে চেষ্টা চালাচ্ছিলেন শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার। প্রায় ঘন্টা দুয়েক চেষ্টা করেছেন যদি মিলে একটা ক্যাব। বললেন, “ শুনলাম ক্যাব ধর্মঘট চলছে। বহুক্ষণ চেষ্টা করেছি ক্যাব বুকিংয়ের। পাইনি। এই গরমে দাঁড়িয়ে আছি পরিবার নিয়ে। চেষ্টা করেছিলাম ট্যাক্সি বুকিংয়ের। শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার জন্য ভাড়া চাইছে 500 টাকা। এখন প্রিপেইড ট্যাক্সি বুকিংয়ের চেষ্টা করছি।" একই অভিজ্ঞতা রাজস্থান থেকে আসা জরন্তী বাবড়ার। শুকনো মুখে দাঁড়িয়ে ছিলেন শিয়ালদা স্টেশন লাগোয়া ওলা বুকিং বুথে। অন্যদিনের কর্মব্যস্ত বুথ আজ ফাঁকা। জয়ন্তী বলছিলেন, “ রাজস্থান থেকে এসে বহুক্ষণ দাঁড়িয়ে আছি। এতটা পথ সফর করার পর দাঁড়িয়ে থাকার শক্তি নেই আর। কিন্তু কিছুই পাচ্ছি না।"
Conclusion:ক্যাব ধর্মঘটের জেরে এমন সমস্যাতে পড়েছেন অনেকেই। অভিযোগ, শিয়ালদা স্টেশনের ওলা বুথে সাধারণভাবে ক্যাব পাওয়া যাচ্ছে না। তবে বুথে থাকা যুবকরা এদিক ওদিক জরিপ করে জানতে চাইছেন, “ যাবেন কোথায়?" অভিযোগ, সেখানে উপস্থিত রয়েছে কিছু চালকও। “ঝোঁপ বুঝে কোপ মারা"র খেলা খেলছে তারাও। সঠিক “শিকার" পেলে পাঁচ গুন ভাড়া ফাঁকা হচ্ছে।


Last Updated : Jul 1, 2019, 11:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.