ETV Bharat / state

খদ্দের সেজে স্যালোঁয় পুলিশ, মধ্য কলকাতায় ফাঁস মধুচক্র ! - দেহব্যবসা

শহরের পথে-ঘাটে সাঁটানো পোস্টারে চোখ পড়বেই আপনার । বিজ্ঞাপনে 100% “স্যাটিসফেকশনের" গ্যারান্টি । অতীতের বিভিন্ন ঘটনা বলছে, ওই ম্যাসাজ পার্লারের আড়ালে চলে মধুচক্রের আসর । রীতিমতো বিজ্ঞাপন দিয়েই চলে কারবার । আবার শহর কলকাতাতেই বেশ কিছু পার্লার কিংবা স্যালোঁয় চুল বা দাড়ি কাটাতে গিয়ে অনেকেই শুনেছেন কানের কাছে ফিসফিস । “ম্যাসাজ করাবেন ? স্যাটিসফেকশনের গ্যারান্টি ।"

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 20, 2019, 5:24 AM IST

Updated : Jul 20, 2019, 9:11 AM IST

কলকাতা, 20 জুলাই : ম্যাসাজ পার্লারের আড়ালে চলত মধুচক্র । ঘটনাস্থান মধ্য কলকাতার তালতলা এলাকায় । একটি ইউনিসেক্স স্যালোঁয় দিনের পর দিন চালানো হচ্ছিল অবৈধ কাজকারবার । গতকাল রাতে হানা দেয় পুলিশ । 10 যুবতি-সহ 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

শহরের পথে-ঘাটে সাঁটানো পোস্টারে চোখ পড়বেই আপনার । বিজ্ঞাপনে 100% “স্যাটিসফেকশনের" গ্যারান্টি । অতীতের বিভিন্ন ঘটনা বলছে, ওই ম্যাসাজ পার্লারের আড়ালে চলে মধুচক্রের আসর । রীতিমতো বিজ্ঞাপন দিয়েই চলে কারবার । আবার শহর কলকাতাতেই বেশ কিছু পার্লার কিংবা স্যালোঁয় চুল বা দাড়ি কাটাতে গিয়ে অনেকেই শুনেছেন ফিসফিস, “ম্যাসাজ করাবেন ? স্যাটিসফেকশনের গ্যারান্টি ।" হ্যাঁ, বলা মাত্রই সেখানে হাজির হয়ে যায় যুবতি । ইঙ্গিতটা স্পষ্ট । এভাবেই তালতলার সেলুনটিতে চালানো হচ্ছিল দেহব্যবসা । সোর্স মারফত খবর পায় পুলিশ । তারপর সাদা পোশাকে খদ্দের সেজে যান গোয়েন্দারা । হাতেনাতে পাকড়াও হয় ১০ যুবতি ও ৩ কাস্টমার ।

পুলিশ জানতে পারে ওই স্যালোঁর ম্যানেজার মফিজ হোসেন । তিনি বেনিয়াপুকুর এলাকার বাসিন্দা । লালবাজার সূত্রের খবর, পরে গ্রেপ্তার করা হয় তাঁকেও ।

কলকাতা, 20 জুলাই : ম্যাসাজ পার্লারের আড়ালে চলত মধুচক্র । ঘটনাস্থান মধ্য কলকাতার তালতলা এলাকায় । একটি ইউনিসেক্স স্যালোঁয় দিনের পর দিন চালানো হচ্ছিল অবৈধ কাজকারবার । গতকাল রাতে হানা দেয় পুলিশ । 10 যুবতি-সহ 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে ।

শহরের পথে-ঘাটে সাঁটানো পোস্টারে চোখ পড়বেই আপনার । বিজ্ঞাপনে 100% “স্যাটিসফেকশনের" গ্যারান্টি । অতীতের বিভিন্ন ঘটনা বলছে, ওই ম্যাসাজ পার্লারের আড়ালে চলে মধুচক্রের আসর । রীতিমতো বিজ্ঞাপন দিয়েই চলে কারবার । আবার শহর কলকাতাতেই বেশ কিছু পার্লার কিংবা স্যালোঁয় চুল বা দাড়ি কাটাতে গিয়ে অনেকেই শুনেছেন ফিসফিস, “ম্যাসাজ করাবেন ? স্যাটিসফেকশনের গ্যারান্টি ।" হ্যাঁ, বলা মাত্রই সেখানে হাজির হয়ে যায় যুবতি । ইঙ্গিতটা স্পষ্ট । এভাবেই তালতলার সেলুনটিতে চালানো হচ্ছিল দেহব্যবসা । সোর্স মারফত খবর পায় পুলিশ । তারপর সাদা পোশাকে খদ্দের সেজে যান গোয়েন্দারা । হাতেনাতে পাকড়াও হয় ১০ যুবতি ও ৩ কাস্টমার ।

পুলিশ জানতে পারে ওই স্যালোঁর ম্যানেজার মফিজ হোসেন । তিনি বেনিয়াপুকুর এলাকার বাসিন্দা । লালবাজার সূত্রের খবর, পরে গ্রেপ্তার করা হয় তাঁকেও ।

Intro:কলকাতা, 19 জুলাই: আবারও ম্যাসেজ পার্লারের আড়ালে মধুচক্রের ঘটনা। এবার মধ্য কলকাতার তালতলা এলাকায়। সেখানে একটি ইউনিসেক্স সেলুনে দিনের পর দিন চালানো হচ্ছিল অবৈধ কাজ কারবার। আজ সেখানে হানা দেয় পুলিশ। সেখানে হাতেনাতে 10 যুবতী সহ 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে।Body:শহরের পথে ঘাটে সাটানো পোস্টারে চোখ পড়বেই আপনার। বিভিন্ন নামের ম্যাসেজ পার্লারের বিজ্ঞাপন। যেখানে 100% “স্যাটিসফিকশনের" গ্যারান্টি দেওয়া হয়। অতীতের বিভিন্ন ঘটনা বলছে, ওই ম্যাসেজ পার্লারের আড়ালে চলে মধুচক্রের আসর। রীতিমত বিজ্ঞাপন দিয়েই চলছে কারবার। আবার শহর কলকাতাতেই বেশকিছু পার্লার কিংবা সেলুনে চুল কিংবা দাড়ি কাটাতে গিয়ে অনেকেই শুনেছেন কানের কাছে ফিসফিস।“ ম্যাসেজ করাবেন? স্যাটিসফিকশনের গ্যারান্টি"। বলা মাত্রই সেখানে হাজির হয়ে যায় যুবতী। ইঙ্গিতটা স্পষ্ট। এভাবেই তালতলার সেলুনটিতে চালানো হচ্ছিল দেহব্যবসা। সোর্স মারফত খবর পায় পুলিশ। তারপর সাদা পোষাকে খদ্দের সেজে যায় গোয়েন্দারা। হাতেনাতে ধরা পড়ে যায় সবটা। গ্রেপ্তার করা হয় ১০ যুবতী ও ৩ কাস্টমারকে।
Conclusion:পুলিশ জানতে পারে ওই সেলুনের ম্যানেজার মফিজ হোসেন। তিনি বেনিয়াপুকুর এলাকার বাসিন্দা। লালবাজার সূত্রের খবর পরে গ্রেপ্তার করা হয় তাকেও।
Last Updated : Jul 20, 2019, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.