বোলপুর, 23 ফেব্রুয়ারি : "জরুর খেলা হোগা, হিন্দি মে অউর আচ্ছা খেলা হোগা৷" এই প্রথম হিন্দি ভাষায় সাংবাদিক বৈঠক করে বললেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পশ্চিমবঙ্গ তৃণমূল হিন্দি প্রোকষ্ঠের একটি সভা ছিল বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। সেখানেই হিন্দিতে সাংবাদিক বৈঠক করে অনুব্রত মণ্ডল বলেন, "বাংলা মে খেলা আচ্ছা হোগা, লেকিন হিন্দিমে খেলা অউর আচ্ছা হোগা।"
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই যাওয়া প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, "ভোট এলেই সিবিআই, ইডি, এনআইএ শুরু হয়৷ সিবিআই যাকে খুশি নোটিস করতে পারে৷ আমাকে নোটিস করলেও যাব।"
আরও পড়ুন : হুগলিতে পানীয় জল নিয়ে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর
প্রসঙ্গত, এই প্রথম হিন্দি ভাষাভাষীর মানুষজনকে নিয়ে সভা করেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেন বীরভূম জেলায় চারটি পুরসভার চেয়ারম্যান হিন্দিভাষীর মানুষ। হিন্দি ভাষী মানুষজনের কাছে ক্ষমা চেয়ে ভোটের আবেদন করেন অনুব্রত। হিন্দি ভাষাভাষীর মানুষজনের সুবিধা অসুবিধা দেখার আশ্বাসও দেন তিনি৷