ETV Bharat / state

42 থেকে 37-এ নামলেন অনুব্রত - seats

আগে বলেছিলেন, ৪২টাই পাবেন। এখন অনুব্রত মণ্ডল বলছেন, খুব খারাপ হলেও ৩৭টি আসন পাবেন তাঁরা।

অনুব্রত মণ্ডল
author img

By

Published : May 20, 2019, 6:51 PM IST

Updated : May 20, 2019, 7:00 PM IST

বোলপুর, 20 মে : বেশিরভাগ সংস্থার এগজ়িট পোল বলছে, রাজ্যে তৃণমূল ৩০টির কম আসন পাচ্ছে। তা দেখে অনুব্রত মণ্ডলের বক্তব্য, "খুব খারাপ হলেও 37টি পাব । " তবে, BJP রাজ্যে একটিও আসন পাবে না বলে আত্মবিশ্বাসী তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা একাধিকবার বলেছেন যে 42টা আসনেই জিতবেন তাঁরা। তাঁদের মধ্যে ছিলেন অনুব্রত মণ্ডলও । কিন্তু এখন সেই অনুব্রত মণ্ডলের গলাতেই অন্য সুর ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল নির্বাচন শেষে বিভিন্ন এগজ়িট পোলের সমীক্ষা অনুসারে পশ্চিমবঙ্গে 15-র বেশি আসন পেতে পারে BJP । অন্যদিকে তৃণমূল পেতে পারে 26-28 টা আসন । এরপর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে ।

এবিষয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এই গুলো সব ফলস । শেয়ার মার্কেট বাড়ানোর জন্য এগুলো করা হচ্ছে । BJP প্রভিডেন্ট ফান্ডের টাকা শেয়ার মার্কেটে লাগিয়েছিল । তাই এগুলো করে শেয়ার মার্কেটের টাকাটা বাড়িয়ে নিল । খুব খারাপ রেজ়াল্ট হলেও আমরা 37টি পাব । না হলে আমরা 39টি সিট পাবই । দুটো সিট হাতছাড়া হবে । তবে, BJP রাজ্যে কোনও সিট পাবে না । BJP ভারতবর্ষে সিট পাবে 100 থেকে 120টি । সরকারে BJP আসছে না ।"

বোলপুর, 20 মে : বেশিরভাগ সংস্থার এগজ়িট পোল বলছে, রাজ্যে তৃণমূল ৩০টির কম আসন পাচ্ছে। তা দেখে অনুব্রত মণ্ডলের বক্তব্য, "খুব খারাপ হলেও 37টি পাব । " তবে, BJP রাজ্যে একটিও আসন পাবে না বলে আত্মবিশ্বাসী তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতারা একাধিকবার বলেছেন যে 42টা আসনেই জিতবেন তাঁরা। তাঁদের মধ্যে ছিলেন অনুব্রত মণ্ডলও । কিন্তু এখন সেই অনুব্রত মণ্ডলের গলাতেই অন্য সুর ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গতকাল নির্বাচন শেষে বিভিন্ন এগজ়িট পোলের সমীক্ষা অনুসারে পশ্চিমবঙ্গে 15-র বেশি আসন পেতে পারে BJP । অন্যদিকে তৃণমূল পেতে পারে 26-28 টা আসন । এরপর থেকেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে ।

এবিষয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এই গুলো সব ফলস । শেয়ার মার্কেট বাড়ানোর জন্য এগুলো করা হচ্ছে । BJP প্রভিডেন্ট ফান্ডের টাকা শেয়ার মার্কেটে লাগিয়েছিল । তাই এগুলো করে শেয়ার মার্কেটের টাকাটা বাড়িয়ে নিল । খুব খারাপ রেজ়াল্ট হলেও আমরা 37টি পাব । না হলে আমরা 39টি সিট পাবই । দুটো সিট হাতছাড়া হবে । তবে, BJP রাজ্যে কোনও সিট পাবে না । BJP ভারতবর্ষে সিট পাবে 100 থেকে 120টি । সরকারে BJP আসছে না ।"

sample description
Last Updated : May 20, 2019, 7:00 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.