ETV Bharat / state

বিশ্বভারতীর ছাত্রী ও তাঁর মাকে মারধরে অভিযুক্ত বাড়ির মালিক - harassment of lady at shantiniketan

ভাড়া নেওয়া ঘর ছেড়ে দিতে এসে আক্রান্ত হলেন বিশ্বভারতীর এক ছাত্রী ও তাঁর মা ৷ শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবতির পরিবার । অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

viswa-bharati-student-was-beaten-by-owner-at-shantiniketan
viswa-bharati-student-was-beaten-by-owner-at-shantiniketan
author img

By

Published : Nov 22, 2020, 10:52 PM IST

শান্তিনিকেতন, 22 নভেম্বর : বিশ্বভারতীর এক ছাত্রী ও তাঁর মাকে রড দিয়ে মারধরের অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে । ঘটনাটি শান্তিনিকেতনের রতনপল্লি এলাকার । শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর বাবা-মা । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

পানাগড়ের বাসিন্দা কন্যাকী দাস বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী । 1 বছর ধরে শান্তিনিকেতনের রতনপল্লিতে বাড়ি ভাড়া নিয়ে থাকেন । কোরোনার জেরে বন্ধ বিশ্বভারতী । দীর্ঘদিন ভাড়াবাড়িতে আসতে পারেননি ওই ছাত্রী । এই নিয়ে শুরু হয় বাড়ির মালিকের সঙ্গে সমস্যা । অভিযোগ, বাড়ির মালিক বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে ।

আজ বাড়ি ছাড়ার জন্য ওই ছাত্রী তাঁর বাবা-মাকে নিয়ে আসেন । জিনিসপত্র বের করার সময় বাড়ির মালিকের সঙ্গে বচসা বাধে ৷ বাড়ির মালিক জানায়, তাঁদের 14 দিন বাইরে থাকতে হবে ৷ তারপর কোরোনা টেস্ট করিয়ে জিনিসপত্র নিয়ে যেতে হবে ৷ এই নিয়ে বিভিন্ন ভাবে তাঁদের হেনস্থা করছিলেন বলে অভিযোগ । এছাড়া ওই ছাত্রীকে বিভিন্ন জায়গায় সই করার জন্য চাপ দিতে থাকে বাড়ির মালিক ।

যুবতিকে রড দিয়ে পেটাল বাড়ির মালিক । দেখুন ভিডিয়ো...

এই নিয়েই বচসার জেরে ছাত্রী ও তাঁর মাকে রড দিয়ে মারধর করে বাড়ির মালিক । এই মর্মে বাড়ির মালিক অমিতাভ দাশগুপ্ত ও ফাল্গুনী দাশগুপ্তের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বভারতীর ওই ছাত্রী । পুলিশ ঘটনাস্থানে এসে তদন্ত শুরু করেছে । মারধরের একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত ৷

ছাত্রীর বাবা প্রকাশ দাস বলেন, "আমার মেয়ে এখানে ভাড়া নিয়ে থাকত । বিভিন্ন ভাবে মেয়েকে অত্যাচার করত বাড়ির মালিক । আজ বাড়িভাড়া ছেড়ে দিতে এসেছি আমরা । আমাদের বিভিন্ন ভাবে হেনস্থা করে । আমার মেয়ে ও স্ত্রীকে মারধর করে । আমরা পুলিশ অভিযোগ করেছি ।"

শান্তিনিকেতন, 22 নভেম্বর : বিশ্বভারতীর এক ছাত্রী ও তাঁর মাকে রড দিয়ে মারধরের অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে । ঘটনাটি শান্তিনিকেতনের রতনপল্লি এলাকার । শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর বাবা-মা । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

পানাগড়ের বাসিন্দা কন্যাকী দাস বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী । 1 বছর ধরে শান্তিনিকেতনের রতনপল্লিতে বাড়ি ভাড়া নিয়ে থাকেন । কোরোনার জেরে বন্ধ বিশ্বভারতী । দীর্ঘদিন ভাড়াবাড়িতে আসতে পারেননি ওই ছাত্রী । এই নিয়ে শুরু হয় বাড়ির মালিকের সঙ্গে সমস্যা । অভিযোগ, বাড়ির মালিক বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলতে থাকে ।

আজ বাড়ি ছাড়ার জন্য ওই ছাত্রী তাঁর বাবা-মাকে নিয়ে আসেন । জিনিসপত্র বের করার সময় বাড়ির মালিকের সঙ্গে বচসা বাধে ৷ বাড়ির মালিক জানায়, তাঁদের 14 দিন বাইরে থাকতে হবে ৷ তারপর কোরোনা টেস্ট করিয়ে জিনিসপত্র নিয়ে যেতে হবে ৷ এই নিয়ে বিভিন্ন ভাবে তাঁদের হেনস্থা করছিলেন বলে অভিযোগ । এছাড়া ওই ছাত্রীকে বিভিন্ন জায়গায় সই করার জন্য চাপ দিতে থাকে বাড়ির মালিক ।

যুবতিকে রড দিয়ে পেটাল বাড়ির মালিক । দেখুন ভিডিয়ো...

এই নিয়েই বচসার জেরে ছাত্রী ও তাঁর মাকে রড দিয়ে মারধর করে বাড়ির মালিক । এই মর্মে বাড়ির মালিক অমিতাভ দাশগুপ্ত ও ফাল্গুনী দাশগুপ্তের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্বভারতীর ওই ছাত্রী । পুলিশ ঘটনাস্থানে এসে তদন্ত শুরু করেছে । মারধরের একটি ভিডিয়ো সামনে এসেছে ৷ ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ETV ভারত ৷

ছাত্রীর বাবা প্রকাশ দাস বলেন, "আমার মেয়ে এখানে ভাড়া নিয়ে থাকত । বিভিন্ন ভাবে মেয়েকে অত্যাচার করত বাড়ির মালিক । আজ বাড়িভাড়া ছেড়ে দিতে এসেছি আমরা । আমাদের বিভিন্ন ভাবে হেনস্থা করে । আমার মেয়ে ও স্ত্রীকে মারধর করে । আমরা পুলিশ অভিযোগ করেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.