ETV Bharat / state

খুলছে বিশ্বভারতী, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাল কর্তৃপক্ষ - Visva-Bharati University

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় খুলতে চলেছে ৷ 31 অগাস্ট একটি পর্যালোচনা বৈঠক করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

aa
কর্তৃপক্ষ
author img

By

Published : Aug 24, 2020, 6:54 PM IST

Updated : Aug 24, 2020, 7:00 PM IST

শান্তিনিকেতন, 24 অগাস্ট : খুলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার । তবে, অনলাইনে ও বাড়ি থেকে কাজ করবেন কর্মী, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকারা । এদিকে বিশ্বভারতী ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত মানুষজনের সঙ্গে কথা বলবে কর্তৃপক্ষ ৷ নেওয়া হবে তাঁদের মতামত । 31 অগাস্ট বিশ্বভারতী কর্তৃপক্ষ ফের একটি পর্যালোচনা বৈঠক করবে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে ৷

আজ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি বৈঠক হয় । বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে চলে বৈঠক । উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায়, বিভিন্ন বিভাগের প্রধান, আধিকারিকরা । বৈঠকের পর একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । বিজ্ঞপ্তি অনুযায়ী ফের সচল হতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ।

17 অগাস্ট পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো তাণ্ডব চলেছিল । ঘটনায় তৃণমূল বিধায়ক, কাউন্সিলরদের নাম জড়ায় । ভেঙে দেওয়া হয়েছিল নির্মাণকাজসহ বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস ও পৌষমেলার গেট । ঘটনার পর থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল । ফের খুলছে বিশ্ববিদ্যালয় । কেন বিশ্বভারতীতে প্রাচীরের প্রয়োজন তার কারণ দেখিয়ে আরও একটি পত্র প্রকাশ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

শান্তিনিকেতন, 24 অগাস্ট : খুলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালেন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অনির্বাণ সরকার । তবে, অনলাইনে ও বাড়ি থেকে কাজ করবেন কর্মী, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকারা । এদিকে বিশ্বভারতী ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত মানুষজনের সঙ্গে কথা বলবে কর্তৃপক্ষ ৷ নেওয়া হবে তাঁদের মতামত । 31 অগাস্ট বিশ্বভারতী কর্তৃপক্ষ ফের একটি পর্যালোচনা বৈঠক করবে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে ৷

আজ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি বৈঠক হয় । বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে চলে বৈঠক । উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মসচিব আশা মুখোপাধ্যায়, বিভিন্ন বিভাগের প্রধান, আধিকারিকরা । বৈঠকের পর একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । বিজ্ঞপ্তি অনুযায়ী ফের সচল হতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ।

17 অগাস্ট পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো তাণ্ডব চলেছিল । ঘটনায় তৃণমূল বিধায়ক, কাউন্সিলরদের নাম জড়ায় । ভেঙে দেওয়া হয়েছিল নির্মাণকাজসহ বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস ও পৌষমেলার গেট । ঘটনার পর থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল । ফের খুলছে বিশ্ববিদ্যালয় । কেন বিশ্বভারতীতে প্রাচীরের প্রয়োজন তার কারণ দেখিয়ে আরও একটি পত্র প্রকাশ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

Last Updated : Aug 24, 2020, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.