ETV Bharat / state

Basanta Utsav Cancelled in Visva Bharati : ছাত্র আন্দোলনের জের, বসন্তোৎসব বাতিল করল বিশ্বভারতী - Visva Bharati cancels Basanta Utsav due to student agitation

ছাত্র আন্দোলনের জেরে অচলাবস্থা বিশ্বভারতীতে ৷ আর তাতেই এবার বসন্তোৎসব বাতিলের কথা ঘোষণা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (Basanta Utsav cancelled in Visva Bharati) ৷

Basanta Utsav Cancel in Visva Bharati
বসন্তোৎসব বাতিল করল বিশ্বভারতী
author img

By

Published : Mar 15, 2022, 10:54 PM IST

শান্তিনিকেতন, 15 মার্চ : বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতির জন্য এবারও হচ্ছে না বসন্তোৎসব (Visva Bharati cancels Basanta Utsav due to student agitation) ৷ উৎসব বাতিল করার এই কথা জানালেন জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ ।

ছাত্রাবাস খোলা-সহ অনলাইনে পরীক্ষার দাবিতে 16 দিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । দুই দফায় ঘেরাও হয়েছেন কর্মসচিব-সহ আধিকারিকরা ৷ এখনও পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ । এই পরিস্থিতিতে এবার বসন্তোৎসবের আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

প্রসঙ্গত, কয়েক দিন আগে আধিকারিক ও অধ্যক্ষদের সঙ্গে একটি বৈঠকে উপাচার্য অভিযোগ তুলেছিলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করে না । তাই বৃহৎ আকারে বসন্তোৎসব করা সম্ভব নয় ৷ ঘরোয়াভাবে প্রথা মেনে তা করা হবে ৷ কিন্তু মঙ্গলবার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ জানান, বিশ্বভারতীর সামগ্রিক পরিস্থিতির জন্য এবার বসন্তোৎসবের আয়োজন কর সম্ভব নয় ৷ অর্থাৎ, ছাত্র আন্দোলনের জেরেই এবার বিশ্বভারতীতে বাতিল করা হল বসন্তোৎসব, এমনটাই দাবি কর্তৃপক্ষের ।
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে প্রায় 97 বছর ধরে শান্তিনিকেতনে বসন্তোৎসব হয়ে আসছে ৷ 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য মহড়া হয়েও শেষ মুহূর্তে বাতিল করা হয় বসন্তোৎসব । 2021-এও করোনার জেরে ঘরোয়াভাবে পালিত হয় বসন্তোৎসব হয় ৷ আর এবার বিশ্বভারতীর অচলাবস্থার জন্য বাতিল হল বসন্তোৎসব ।

আরও পড়ুন : Visva Bharati : অনলাইনে পরীক্ষা বয়কট করল আন্দোলনকারীরা, উত্তাল বিশ্বভারতী

শান্তিনিকেতন, 15 মার্চ : বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতির জন্য এবারও হচ্ছে না বসন্তোৎসব (Visva Bharati cancels Basanta Utsav due to student agitation) ৷ উৎসব বাতিল করার এই কথা জানালেন জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ ।

ছাত্রাবাস খোলা-সহ অনলাইনে পরীক্ষার দাবিতে 16 দিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । দুই দফায় ঘেরাও হয়েছেন কর্মসচিব-সহ আধিকারিকরা ৷ এখনও পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ । এই পরিস্থিতিতে এবার বসন্তোৎসবের আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

প্রসঙ্গত, কয়েক দিন আগে আধিকারিক ও অধ্যক্ষদের সঙ্গে একটি বৈঠকে উপাচার্য অভিযোগ তুলেছিলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করে না । তাই বৃহৎ আকারে বসন্তোৎসব করা সম্ভব নয় ৷ ঘরোয়াভাবে প্রথা মেনে তা করা হবে ৷ কিন্তু মঙ্গলবার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ জানান, বিশ্বভারতীর সামগ্রিক পরিস্থিতির জন্য এবার বসন্তোৎসবের আয়োজন কর সম্ভব নয় ৷ অর্থাৎ, ছাত্র আন্দোলনের জেরেই এবার বিশ্বভারতীতে বাতিল করা হল বসন্তোৎসব, এমনটাই দাবি কর্তৃপক্ষের ।
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে প্রায় 97 বছর ধরে শান্তিনিকেতনে বসন্তোৎসব হয়ে আসছে ৷ 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য মহড়া হয়েও শেষ মুহূর্তে বাতিল করা হয় বসন্তোৎসব । 2021-এও করোনার জেরে ঘরোয়াভাবে পালিত হয় বসন্তোৎসব হয় ৷ আর এবার বিশ্বভারতীর অচলাবস্থার জন্য বাতিল হল বসন্তোৎসব ।

আরও পড়ুন : Visva Bharati : অনলাইনে পরীক্ষা বয়কট করল আন্দোলনকারীরা, উত্তাল বিশ্বভারতী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.