ETV Bharat / state

উপাচার্যের নেতৃত্বে বিষাক্ত পার্থেনিয়াম নিধন বিশ্বভারতীতে - উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

আজ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক, আধিকারিক, নিরাপত্তারক্ষীরা বিষাক্ত পার্থেনিয়াম গাছ সাফ করেন ।

Visva-Bharati authority
পার্থেনিয়াম নিধন শুরু বিশ্বভারতী কর্তৃপক্ষের
author img

By

Published : Jun 15, 2020, 5:25 PM IST

Updated : Jun 15, 2020, 9:54 PM IST

শান্তিনিকেতন, 15জুন : বিশ্বভারতী ও সংলগ্ন এলাকায় বিষাক্ত পার্থেনিয়াম নিধন অভিযানে নামলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে আজ সকাল থেকে পার্থেনিয়াম গাছ নিধন শুরু হয় । বিষাক্ত পার্থেনিয়াম নিয়ে ETV ভারতে খবর প্রাকশিত হয়েছিল। তারপর আজ ক্ষতিকারক এই গাছ নির্মূলে নামেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ হল পার্থেনিয়াম । এই গাছটি মূলত উত্তর ও দক্ষিণ অ্যামেরিকার । এছাড়া উইন্ডিজ় ও উত্তর-পূর্ব মেক্সিকো হল এই উদ্ভিদের আদি উৎপত্তিস্থল । বর্তমানে গোটা দেশজুড়ে আগাছার মতো ছড়িয়ে পড়েছে পার্থেনিয়াম । এই গাছ পুরোটাই ক্ষতিকারক । বিশেষ করে পার্থেনিয়াম গাছের ফুলের রেণুতে সেস্কুটার্পিন ল্যাকটোন নামক বিষাক্ত পদার্থ থাকে । যা বায়ুবাহিত । এর থেকে হাঁপানি, শ্বাসকষ্ট, জ্বর এমনকী চর্মরোগ পর্যন্ত হয়ে থাকে । শুধু মানুষের জন্য নয়, গবাদি পশুর জন্যও ক্ষতিকারক এই পার্থেনিয়াম । গবাদি পশুর কাছে খুব সুস্বাদু খাদ্য পার্থেনিয়াম । কিন্তু, এই আগাছা খেলে পশুর দুধ উৎপাদন ক্ষমতা কমে যায় । এছাড়া, রোগগ্রস্ত হয়ে পড়ে গবাদি পশু ।

উপাচার্যের নেতৃত্বে বিষাক্ত পার্থেনিয়াম নিধন বিশ্বভারতীতে

আরও পড়ুন : লকডাউনে পার্থেনিয়াম আগাছায় জঙ্গল বোলপুর জুড়ে, গাছ নির্মূলের আর্জি প্রশাসনের কাছে

এই লকডাউনে বোলপুর-শান্তিনিকেতন এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ । রাস্তার ধারে, লোকালয়ে পার্থেনিয়াম গাছের জঙ্গল দেখা যাচ্ছে । ETV ভারতে এই খবর প্রকাশিত হয়। এরপর পার্থেনিয়াম নির্মূল করতে উদ্যোগী হন বিশ্বভারতী কর্তৃপক্ষ । আজ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক, আধিকারিক, নিরাপত্তারক্ষীরা বিষাক্ত পার্থেনিয়াম গাছ সাফ করেন । বিশ্বভারতী চত্বরসহ সংলগ্ন এলাকায় জঙ্গল হয়ে থাকা এই গাছ কেটে ফেলা হয় । পরে সেগুলিকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে নষ্ট করা হয় । পার্থেনিয়াম নিধন অভিযান এখন চলবে বলে জানিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

শান্তিনিকেতন, 15জুন : বিশ্বভারতী ও সংলগ্ন এলাকায় বিষাক্ত পার্থেনিয়াম নিধন অভিযানে নামলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ । উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে আজ সকাল থেকে পার্থেনিয়াম গাছ নিধন শুরু হয় । বিষাক্ত পার্থেনিয়াম নিয়ে ETV ভারতে খবর প্রাকশিত হয়েছিল। তারপর আজ ক্ষতিকারক এই গাছ নির্মূলে নামেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ হল পার্থেনিয়াম । এই গাছটি মূলত উত্তর ও দক্ষিণ অ্যামেরিকার । এছাড়া উইন্ডিজ় ও উত্তর-পূর্ব মেক্সিকো হল এই উদ্ভিদের আদি উৎপত্তিস্থল । বর্তমানে গোটা দেশজুড়ে আগাছার মতো ছড়িয়ে পড়েছে পার্থেনিয়াম । এই গাছ পুরোটাই ক্ষতিকারক । বিশেষ করে পার্থেনিয়াম গাছের ফুলের রেণুতে সেস্কুটার্পিন ল্যাকটোন নামক বিষাক্ত পদার্থ থাকে । যা বায়ুবাহিত । এর থেকে হাঁপানি, শ্বাসকষ্ট, জ্বর এমনকী চর্মরোগ পর্যন্ত হয়ে থাকে । শুধু মানুষের জন্য নয়, গবাদি পশুর জন্যও ক্ষতিকারক এই পার্থেনিয়াম । গবাদি পশুর কাছে খুব সুস্বাদু খাদ্য পার্থেনিয়াম । কিন্তু, এই আগাছা খেলে পশুর দুধ উৎপাদন ক্ষমতা কমে যায় । এছাড়া, রোগগ্রস্ত হয়ে পড়ে গবাদি পশু ।

উপাচার্যের নেতৃত্বে বিষাক্ত পার্থেনিয়াম নিধন বিশ্বভারতীতে

আরও পড়ুন : লকডাউনে পার্থেনিয়াম আগাছায় জঙ্গল বোলপুর জুড়ে, গাছ নির্মূলের আর্জি প্রশাসনের কাছে

এই লকডাউনে বোলপুর-শান্তিনিকেতন এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম গাছ । রাস্তার ধারে, লোকালয়ে পার্থেনিয়াম গাছের জঙ্গল দেখা যাচ্ছে । ETV ভারতে এই খবর প্রকাশিত হয়। এরপর পার্থেনিয়াম নির্মূল করতে উদ্যোগী হন বিশ্বভারতী কর্তৃপক্ষ । আজ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক, আধিকারিক, নিরাপত্তারক্ষীরা বিষাক্ত পার্থেনিয়াম গাছ সাফ করেন । বিশ্বভারতী চত্বরসহ সংলগ্ন এলাকায় জঙ্গল হয়ে থাকা এই গাছ কেটে ফেলা হয় । পরে সেগুলিকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে নষ্ট করা হয় । পার্থেনিয়াম নিধন অভিযান এখন চলবে বলে জানিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

Last Updated : Jun 15, 2020, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.