শান্তিনিকেতন, 24 মার্চ : টানা 26 দিন বিক্ষোভের পর আন্দোলনকারী পড়ুয়াদের দাবি মেনে নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, ছাত্রাবাস খুলে দেওয়া হচ্ছে এবং প্রথম সেমেস্টারের পরীক্ষা অনলাইনেই নেওয়া হবে । এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ (Visva-Bharati authorities accepted the demands of the students) । দাবি মেনে নিতেই আবির মেখে উল্লাস শুরু হয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ।
ছাত্রাবাস ও ক্যান্টিন খুলতে হবে, কারণ বহু পড়ুয়া দূর-দূরান্ত থেকে এসে বিশ্বভারতীতে পড়াশোনা করে । এছাড়া, পাঠ্যক্রম শেষ না হওয়ায় স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমিস্টার অনলাইনে নিতে হবে ৷ এই দুই দাবিতে 26 দিন ধরে লাগাতার বিশ্বভারতীতে আন্দোলন চলছিল । কেন্দ্রীয় কার্যালয় ও বাংলাদেশ ভবন, দুই দফায় কর্মসচিব-সহ আধিকারকদের ঘেরাও করে আন্দোলনকারী পড়ুয়ারা । চলে মিছিল, অনশন, পরীক্ষা বয়কট, অবস্থান বিক্ষোভ ।
আরও পড়ুন : "নোংরা রাজনীতির হাত থেকে বিশ্বভারতীকে বাঁচান", ছাত্র আন্দোলন প্রসঙ্গে উপাচার্য
ফলে কার্যত অচল হয়ে ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । আন্দোলনের জেরে ইস্তফা দেন কর্মসচিব আশিস আগরওয়াল-সহ জনসংযোগ আধিকারিক ও বেশ কয়েকজন অধ্যক্ষ ৷ অচলাবস্থা কাটাতে হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । কিন্তু, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সিদ্ধান্তের বিরুদ্ধে অনড় ছিলেন আন্দোলনকারী পড়ুয়ারা । শেষ পর্যন্ত তাদের দাবি মেনে নিতে বাধ্য হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷