নানুর, 30 এপ্রিল : নানুরে ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত । মরের কোটাসুরের নিমা গ্রামে ও নানুরের সিঙ্গি গ্রামে BJP ও তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তপ্ত বীরভূম ৷ ঘটনাস্থানে পুলিশ ও কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
মরের কোটাসুরের নিমা গ্রামে এক BJP কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এরপরেই দু'পক্ষের সংঘর্ষ শুরু হয় ৷ সংঘর্ষের জেরে এক BJP কর্মীর মাথা ফেটে যায় ৷ খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থানে । কিন্তু, পরিস্থিতি সামাল দিতে না পারায় কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় ।
সিঙ্গি গ্রামে BJP-তৃণমূল সংঘর্ষের খবর পেয়ে পুলিশ আসে ৷ অভিযোগ, পুলিশ BJP সমর্থক মহিলাদের মারতে যায় ৷ ঘটনার সূত্রপাত ভোটের দিন থেকেই ৷ ভোটের দিন সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষ হয় ৷ যা দুপুরের দিকে বড় আকার ধারণ করে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে বোলপুর থানার পুলিশ, কমব্যাট ফোর্স যায় ৷ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷