ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসা অব্যাহত নানুরে - nanur

ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত বীরভূমে ৷

নানুর
author img

By

Published : Apr 30, 2019, 11:24 PM IST

Updated : Apr 30, 2019, 11:30 PM IST

নানুর, 30 এপ্রিল : নানুরে ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত । মরের কোটাসুরের নিমা গ্রামে ও নানুরের সিঙ্গি গ্রামে BJP ও তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তপ্ত বীরভূম ৷ ঘটনাস্থানে পুলিশ ও কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

মরের কোটাসুরের নিমা গ্রামে এক BJP কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এরপরেই দু'পক্ষের সংঘর্ষ শুরু হয় ৷ সংঘর্ষের জেরে এক BJP কর্মীর মাথা ফেটে যায় ৷ খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থানে । কিন্তু, পরিস্থিতি সামাল দিতে না পারায় কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় ।

দেখুন ভিডিয়ো

সিঙ্গি গ্রামে BJP-তৃণমূল সংঘর্ষের খবর পেয়ে পুলিশ আসে ৷ অভিযোগ, পুলিশ BJP সমর্থক মহিলাদের মারতে যায় ৷ ঘটনার সূত্রপাত ভোটের দিন থেকেই ৷ ভোটের দিন সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষ হয় ৷ যা দুপুরের দিকে বড় আকার ধারণ করে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে বোলপুর থানার পুলিশ, কমব্যাট ফোর্স যায় ৷ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷

নানুর, 30 এপ্রিল : নানুরে ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত । মরের কোটাসুরের নিমা গ্রামে ও নানুরের সিঙ্গি গ্রামে BJP ও তৃণমূলের সংঘর্ষের জেরে উত্তপ্ত বীরভূম ৷ ঘটনাস্থানে পুলিশ ও কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

মরের কোটাসুরের নিমা গ্রামে এক BJP কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এরপরেই দু'পক্ষের সংঘর্ষ শুরু হয় ৷ সংঘর্ষের জেরে এক BJP কর্মীর মাথা ফেটে যায় ৷ খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থানে । কিন্তু, পরিস্থিতি সামাল দিতে না পারায় কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় ।

দেখুন ভিডিয়ো

সিঙ্গি গ্রামে BJP-তৃণমূল সংঘর্ষের খবর পেয়ে পুলিশ আসে ৷ অভিযোগ, পুলিশ BJP সমর্থক মহিলাদের মারতে যায় ৷ ঘটনার সূত্রপাত ভোটের দিন থেকেই ৷ ভোটের দিন সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষ হয় ৷ যা দুপুরের দিকে বড় আকার ধারণ করে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে বোলপুর থানার পুলিশ, কমব্যাট ফোর্স যায় ৷ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ৷

দেবপ্রিয় সরকার, ব্যারাকপুর_30/04 /2019 গতকাল লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোটে নিজের এলাকায় ভোট দিতে গিয়েছিলেন যাদবপুর এর বিজেপি প্রার্থী অনুপম হাজরা। সেখানে গিয়ে নিজের ভোট দেওয়ার পর সটান চলে যান তৃণমূলের দলীয় কার্যালয়ে।সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। সেখানে দুজনের মধ্যে আলাপচারিতা হয়। এছাড়াও অনুপম হাজরা অনুব্রত মন্ডল কে প্রনাম করেন। অনুব্রত তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেন।প্রাক্তন বোলপুর সাংসদ তথা মুকুল রায় ঘনিষ্ঠ অনুপম হাজরা একসময় মুকুল রায়ের পথ অনুসরন করে তৃণমূলের প্রতি অসন্তোষ প্রকাশ করে দলত্যাগ করার পর রাজনৈতিক গুরু মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করে সপ্তদশ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন তিনি।ঠিক সেই সময় গতকাল লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডল ও অনুপম হাজরা সাক্ষাতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি এবার বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে অনুপম হাজরার? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনুপম হাজরা ও অনুব্রত মন্ডলের আচমকা সাক্ষাতে আজ মুখ খুললেন অনুপম হাজরার রাজনৈতিক গুরু মুকুল রায় ও কৈলাশ বিজয় বর্গীয়। দুজনেই অনুপম হাজরার সমর্থন করে জানান এটা অত্যন্ত সৌজন্যমূলক সাক্ষাৎকার, এই রাজনৈতিক সৌজন্যতা কে আমরা সম্মান করি। সেই সৌজন্যতাবোধ কে কাজে লাগিয়ে তৃণমূল ষড়যন্ত্র করছে। এটা রাজনৈতিকভাবে অত্যন্ত খারাপ দিক। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জানান আমরা রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নই। এই রাজনৈতিক সৌজন্যতা নিয়ে আমরা চিন্তিতও নই। এই ধরনের সৌজন্যতাবোধ কে আমরা স্বাগত জানাই। কিন্তু রাজনৈতিক মহলে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে আগামী দিনে রাজনৈতিক সমীকরণ কি বদলে যাবে? প্রশ্ন থেকেই যাচ্ছে....
Last Updated : Apr 30, 2019, 11:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.