ETV Bharat / state

Bomb Blast in Birbhum: এসএসকেএমে মৃত্যু পঞ্চায়েত প্রধানের ভাইয়ের, মাড়গ্রাম বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে 2 - tmc workers died in Margram

মাড়গ্রাম বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল 2 ৷ রবিবার দুপুরে কলকাতার এসএসকেএম হাসপাতালে লাল্টু শেখের মৃত্যু হয় ৷ শনিবার রাতে এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন নিউটন শেখ নামে এক তৃণমূল কর্মী (Birbhum bomb blast) ।

ETV Bharat
মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত দুই
author img

By

Published : Feb 5, 2023, 5:18 PM IST

মাড়গ্রাম বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে দুই

মাড়গ্রাম, 5 ফেব্রুয়ারি: বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল 2 ৷ এই বিস্ফোরণের ঘটনায় শনিবার রাতেই মৃত্যু হয়েছিল নিউটন শেখ নামে এক তৃণমূল কর্মীর । রবিবার দুপুরে কলকাতার এসএসকেএম হাসপাতালে প্রাণ হারান লাল্টু শেখ ৷ 1 নম্বর মাড়গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান ভুট্টো শেখের ভাই এই লাল্টু শেখ ৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে স্থানীয় সূত্রে খবর ৷ এই খুনের ঘটনায় অভিযুক্ত সুজাউদ্দিন শেখ, তার দুই ছেলে-সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে মাড়গ্রাম থানার পুলিশ (Margram bomb blast) ।

তবে এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ঘটেছে বলে স্থানীয় একটি সূত্র দাবি করলেও, মৃত নিউটন শেখের স্ত্রী ফিরদৌসী বিবি ও তাঁর আত্মীয়দের দাবি, কংগ্রেসের কয়েকজন কর্মী মিলে নিউটনদের উপর বোমা ছোড়ে ৷ ঘটনার সঙ্গে মোট 10-12 জন যুক্ত বলে দাবি নিউটন শেখের পরিবারের ৷ এলাকার বেশ কয়েকজন কর্মীর নামও নিয়েছেন তাঁরা ৷ ফিরদৌসী বিবির দাবি, তাঁর স্বামী বেশ কয়েকদিন ধরেই প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছিল ৷

আরও পড়ুন: বগটুইয়ের পর মাড়গ্রাম ! বোমাবাজিতে নিহত তৃণমূল কর্মী, গ্রামে জ্বলল আগুন

দোষীদের শাস্তির দাবি জানিয়েছে নিউটন শেখের পরিবার ৷ ঘটনার সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় আসুন, এই দাবিও জানিয়েছে মৃতদের পরিবার ৷ উল্লেখ্য, শনিবার রাত 8টা নাগাদ এই ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, এই গ্রামে দীর্ঘদিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল ৷ পরে তৃণমূল ছেড়ে কয়েকজন বিক্ষুব্ধ যোগ দেন বিজেপি'তে ৷ কিন্তু 2021 বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার আতঙ্কে তাঁরা কংগ্রেসে নাম লেখান ৷ দুই গোষ্ঠীর মধ্যে বিবাদও চলতে থাকে ৷ জানা গিয়েছে, শনিবার রাতে মাড়গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মোড়ে 1 নম্বর মাড়গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখের সঙ্গে দেখা হয় ওই বিক্ষুব্ধদের ৷ সে সময়ে তাঁর সঙ্গে ছিল নিউটন শেখও ৷ অভিযোগ, তাঁদের দুজনকে লক্ষ্য করে বোমা ছোড়ে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ৷

মাড়গ্রাম বিস্ফোরণকাণ্ডে মৃত বেড়ে দুই

মাড়গ্রাম, 5 ফেব্রুয়ারি: বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণের জেরে মৃতের সংখ্যা বেড়ে হল 2 ৷ এই বিস্ফোরণের ঘটনায় শনিবার রাতেই মৃত্যু হয়েছিল নিউটন শেখ নামে এক তৃণমূল কর্মীর । রবিবার দুপুরে কলকাতার এসএসকেএম হাসপাতালে প্রাণ হারান লাল্টু শেখ ৷ 1 নম্বর মাড়গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান ভুট্টো শেখের ভাই এই লাল্টু শেখ ৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে স্থানীয় সূত্রে খবর ৷ এই খুনের ঘটনায় অভিযুক্ত সুজাউদ্দিন শেখ, তার দুই ছেলে-সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে মাড়গ্রাম থানার পুলিশ (Margram bomb blast) ।

তবে এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ঘটেছে বলে স্থানীয় একটি সূত্র দাবি করলেও, মৃত নিউটন শেখের স্ত্রী ফিরদৌসী বিবি ও তাঁর আত্মীয়দের দাবি, কংগ্রেসের কয়েকজন কর্মী মিলে নিউটনদের উপর বোমা ছোড়ে ৷ ঘটনার সঙ্গে মোট 10-12 জন যুক্ত বলে দাবি নিউটন শেখের পরিবারের ৷ এলাকার বেশ কয়েকজন কর্মীর নামও নিয়েছেন তাঁরা ৷ ফিরদৌসী বিবির দাবি, তাঁর স্বামী বেশ কয়েকদিন ধরেই প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছিল ৷

আরও পড়ুন: বগটুইয়ের পর মাড়গ্রাম ! বোমাবাজিতে নিহত তৃণমূল কর্মী, গ্রামে জ্বলল আগুন

দোষীদের শাস্তির দাবি জানিয়েছে নিউটন শেখের পরিবার ৷ ঘটনার সিআইডি তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় আসুন, এই দাবিও জানিয়েছে মৃতদের পরিবার ৷ উল্লেখ্য, শনিবার রাত 8টা নাগাদ এই ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, এই গ্রামে দীর্ঘদিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল ৷ পরে তৃণমূল ছেড়ে কয়েকজন বিক্ষুব্ধ যোগ দেন বিজেপি'তে ৷ কিন্তু 2021 বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার আতঙ্কে তাঁরা কংগ্রেসে নাম লেখান ৷ দুই গোষ্ঠীর মধ্যে বিবাদও চলতে থাকে ৷ জানা গিয়েছে, শনিবার রাতে মাড়গ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মোড়ে 1 নম্বর মাড়গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখের সঙ্গে দেখা হয় ওই বিক্ষুব্ধদের ৷ সে সময়ে তাঁর সঙ্গে ছিল নিউটন শেখও ৷ অভিযোগ, তাঁদের দুজনকে লক্ষ্য করে বোমা ছোড়ে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.