শান্তিনিকেতন, 15 জানুয়ারি : দুই বাম ছাত্রনেতাকে তিন মাসের জন্য সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ । 9 জানুয়ারি ছাতিমতলায় উপাচার্যের অবস্থানের সময় বিক্ষোভ দেখিয়েছিল এই দুই ছাত্রনেতা । এছাড়াও, সাসপেন্ড হওয়া অধ্যাপককে পুনর্বহালের দাবিতে সরব হতে দেখা গিয়েছিল বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌ ও ফাল্গুনী পানকে । তারপরই তাঁদের সাসপেন্ড করা হয় ।
পাঠভবনের অধ্যক্ষা বোধিরূপা সিংহয়ের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তোলায় বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে সাসপেন্ড করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এরপরই নিন্দার ঝড় ওঠে শিক্ষা মহলে । অধ্যাপককে পুনর্বহালের দাবিতে সরব হন পড়ুয়ারাও ।
অন্যদিকে, 9 জানুয়ারি ঐতিহ্যবাহী ছাতিমতলায় মৌন অবস্থানে বসেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ অধ্যাপক-অধ্যাপিকা, আধিকারিকদের একটা বড় অংশ । দাবি ছিল, উপাসনা গৃহের সামনের রাস্তা পুনরায় বিশ্বভারতীকে ফিরিয়ে দিক রাজ্য সরকার ।
আরও পড়ুন কলকাতার 18টি সেন্টারে দেওয়া হবে কোরোনার ভ্যাকসিন
সেই সময় ছাতিমতলার গেটের বাইরে উপাচার্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে পড়ুয়াদের একাংশ । এই বিক্ষোভে দেখা গিয়েছিল অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌ ও ফাল্গুনী পানকে । ছাতিমতলার গেটের বাইরে বিক্ষোভের জেরে রীতিমতো ধাক্কাধাক্কি হয় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের। পরে পড়ুয়ারা সাসপেন্ড হওয়া অধ্যাপকের সিল করে দেওয়া ঘরের তালা ভাঙতে উদ্যত হয়।
আরও পড়ুন কোরোনা টিকাকরণের নিয়মবিধি, রাজ্যগুলিকে রুলবুক পাঠাল কেন্দ্র
পড়ুয়াদের দাবি ছিল অবিলম্বে অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে পুনর্বহাল করতে হবে । ওই দুই বাম ছাত্র নেতাকে তিন মাসের জন্য সাসপেন্ড করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই মর্মে ইতিমধ্যেই বিশ্বভারতীর তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।