ETV Bharat / state

Women Torture : বালিপাড়ায় প্রশাসনের সঙ্গে বৈঠকে কালীদাসী ও মোড়ল, বয়কট তোলার আশ্বাস

গতকাল সংবাদ মাধ্যমে শান্তিনিকেতনের আদিবাসী গ্রামের একটি পরিবারের বয়কটের খবর প্রচারিত হয় ৷ 2 বছর ধরে মোড়লের নিদানে পরিবারের সদস্যরা গ্রামের পুকুর থেকে জল নিতে পারেন না, দোকান থেকে জিনিস কিনতে পারেন না ৷ কথাও বলেন না কেউ ৷ পুলিশের কাছে গিয়েও সুরাহা হয়নি ৷ আজ গ্রামে হাজির প্রশাসনের আধিকারিকেরা ৷ সমাধান হল কি ?

কালীদাসী চোরের পরিবার
কালীদাসী চোরের পরিবার
author img

By

Published : Aug 8, 2021, 2:54 PM IST

শান্তিনিকেতন, 8 অগস্ট : সালিশি সভায় মোড়লের নিদানে কালীদাসী চোরের পরিবারকে 2019 সাল থেকে একঘরে করে দেওয়া হয়েছে ৷ গতকাল সংবাদ মাধ্যমে এই খবর প্রচারের পর আজ বোলপুরের যুগ্ম বিডিও প্রীতম মণ্ডল, শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি মিহির রায়, শান্তিনিকেতন থানার ওসি, বোলপুরের সিআই, সংশ্লিষ্ট রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান নরেন্দ্রনাথ সরকার গ্রামে আসেন ৷ প্রায় 2 ঘণ্টা ধরে বৈঠক চলে দু'পক্ষকে নিয়ে ৷ বৈঠক শেষে ওই পরিবারের উপর যাতে কোনওরকম ভাবে নির্যাতন করা না হয়, সে বিষয়ে মোড়লকে সতর্ক করেছে প্রশাসন ।

অভিযোগ, সালিশি সভায় মোড়ল সুনীল ওরফে রোহিত হাঁসদা 7 জনের ওই পরিবারকে একঘরে করার নিদান দেন । পরিবারের মহিলা সদস্যা কালীদাসী চোরেকে মারধর করা হয় । এছাড়া, সভায় ওই পরিবারকে 10 হাজার টাকা জরিমানা করা হয় । এ নিয়ে প্রশাসন, পুলিশের কাছে গেলে উল্টে নির্যাতিতার পরিবারের উপর অত্যাচার আরও বেড়েছে ৷

আরও পড়ুন : Women torture : মোড়লের নিদান, 2 বছর একঘরে আদিবাসী পরিবার

গতকাল খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন । বীরভূমের জেলাশাসক বিধান রায়ের নির্দেশে এদিন গ্রামে বৈঠক বসে ৷ বৈঠকের পর বোলপুরের যুগ্ম বিডিও প্রীতম মণ্ডল বলেন, "সমাধান মিলেছে ৷ দু'পক্ষই সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে থাকতে রাজি হয়েছেন ৷ মুচলেকা দিয়েছেন ৷" তিনি জানিয়েছেন, সামাজিক বয়কটের অভিযোগ মেনে নিয়েছেন সুনীল হাঁসদা ৷

কী বললেন মোড়ল সুনীল হাঁসদা ?

সুনীল হাঁসদা বলেন, "একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হল ৷ ওরা আমাদের সঙ্গে কো-অপারেট করবে, আমরা ওদের মানিয়ে নেব ৷" তিনি অভিযোগ করেন, গতকাল মিডিয়াতে প্রচারিত সংবাদে কিছুটা হলেও মিথ্যে কথা বলা হয়েছে ৷ সেটা মুছে দেওয়ার দাবি জানান তিনি ৷ আর সামাজিক বয়কট প্রসঙ্গে তিনি বলেন, "এটা সামাজিক বয়কট নয় ৷ যদি বয়কটই হত, তাহলে তাঁরা যে এতদিন ধরে পাড়াতে রইলেন, একটা পরিবার তো কিছু বললেন না ৷" বয়কটের কথা সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন, "বয়কট আমরা অবশ্যই করিনি ৷ ওরা আলাদা ভাবে থাকতে চেয়েছিলেন ৷" তাই তিনি জানিয়েছিলেন, তোমরা তোমাদের মতো থাক ৷ তাঁর দাবি, কালীদাসী চোরের পরিবার তাঁদের সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে চায়নি ৷ তাঁরা বয়কট করিনি ৷ কালীদাসীর পরিবারের প্রতি মোড়লের বার্তা, ‘‘আমরা মানিয়ে চলব আর তোমরাও মানিয়ে চল ৷"

তবে সঠিক সমাধান হয়েছে কি না, তার উত্তর দেবে সময় ৷

শান্তিনিকেতন, 8 অগস্ট : সালিশি সভায় মোড়লের নিদানে কালীদাসী চোরের পরিবারকে 2019 সাল থেকে একঘরে করে দেওয়া হয়েছে ৷ গতকাল সংবাদ মাধ্যমে এই খবর প্রচারের পর আজ বোলপুরের যুগ্ম বিডিও প্রীতম মণ্ডল, শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি মিহির রায়, শান্তিনিকেতন থানার ওসি, বোলপুরের সিআই, সংশ্লিষ্ট রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান নরেন্দ্রনাথ সরকার গ্রামে আসেন ৷ প্রায় 2 ঘণ্টা ধরে বৈঠক চলে দু'পক্ষকে নিয়ে ৷ বৈঠক শেষে ওই পরিবারের উপর যাতে কোনওরকম ভাবে নির্যাতন করা না হয়, সে বিষয়ে মোড়লকে সতর্ক করেছে প্রশাসন ।

অভিযোগ, সালিশি সভায় মোড়ল সুনীল ওরফে রোহিত হাঁসদা 7 জনের ওই পরিবারকে একঘরে করার নিদান দেন । পরিবারের মহিলা সদস্যা কালীদাসী চোরেকে মারধর করা হয় । এছাড়া, সভায় ওই পরিবারকে 10 হাজার টাকা জরিমানা করা হয় । এ নিয়ে প্রশাসন, পুলিশের কাছে গেলে উল্টে নির্যাতিতার পরিবারের উপর অত্যাচার আরও বেড়েছে ৷

আরও পড়ুন : Women torture : মোড়লের নিদান, 2 বছর একঘরে আদিবাসী পরিবার

গতকাল খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন । বীরভূমের জেলাশাসক বিধান রায়ের নির্দেশে এদিন গ্রামে বৈঠক বসে ৷ বৈঠকের পর বোলপুরের যুগ্ম বিডিও প্রীতম মণ্ডল বলেন, "সমাধান মিলেছে ৷ দু'পক্ষই সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে থাকতে রাজি হয়েছেন ৷ মুচলেকা দিয়েছেন ৷" তিনি জানিয়েছেন, সামাজিক বয়কটের অভিযোগ মেনে নিয়েছেন সুনীল হাঁসদা ৷

কী বললেন মোড়ল সুনীল হাঁসদা ?

সুনীল হাঁসদা বলেন, "একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হল ৷ ওরা আমাদের সঙ্গে কো-অপারেট করবে, আমরা ওদের মানিয়ে নেব ৷" তিনি অভিযোগ করেন, গতকাল মিডিয়াতে প্রচারিত সংবাদে কিছুটা হলেও মিথ্যে কথা বলা হয়েছে ৷ সেটা মুছে দেওয়ার দাবি জানান তিনি ৷ আর সামাজিক বয়কট প্রসঙ্গে তিনি বলেন, "এটা সামাজিক বয়কট নয় ৷ যদি বয়কটই হত, তাহলে তাঁরা যে এতদিন ধরে পাড়াতে রইলেন, একটা পরিবার তো কিছু বললেন না ৷" বয়কটের কথা সম্পূর্ণ অস্বীকার করে তিনি বলেন, "বয়কট আমরা অবশ্যই করিনি ৷ ওরা আলাদা ভাবে থাকতে চেয়েছিলেন ৷" তাই তিনি জানিয়েছিলেন, তোমরা তোমাদের মতো থাক ৷ তাঁর দাবি, কালীদাসী চোরের পরিবার তাঁদের সঙ্গে মানিয়ে নিয়ে থাকতে চায়নি ৷ তাঁরা বয়কট করিনি ৷ কালীদাসীর পরিবারের প্রতি মোড়লের বার্তা, ‘‘আমরা মানিয়ে চলব আর তোমরাও মানিয়ে চল ৷"

তবে সঠিক সমাধান হয়েছে কি না, তার উত্তর দেবে সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.