ETV Bharat / state

TMC MP Samirul Slams Visva Bharati VC: বিশ্বভারতীর উপাচার্যকে 'বেহায়া' বলে আক্রমণ রাজ্যসভার সাংসদ সামিরুলের - শান্তিনিকেতন

বিশ্ব ঐতিহ্যের ফলকে আচার্য হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। এরই প্রতিবাদে শান্তিনিকেতন রাস্তার উপর মঞ্চ তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আট দিন ধরে ধরনা বিক্ষোভ করছে তৃণমূল। সেই মঞ্চে এদিন আসেন দলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 11:00 PM IST

বোলপুর, 3 নভেম্বর: বিশ্বভারতীর উপাচার্যকে 'বেহায়া' বলে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ৷ শুক্রবার 'ফলকে ব্রাত্য রবীন্দ্রনাথ', এই আন্দোলন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় গলা ধরে আসতে দেখা যায় সাংসদকে ৷ এমনকী, বিজেপিকেও এই আন্দোলনে রাজনীতির উর্ধ্বে গিয়ে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি ৷

বিশ্ব ঐতিহ্যের ফলকে আচার্য হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। এরই প্রতিবাদে শান্তিনিকেতন রাস্তার উপর মঞ্চ তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আট দিন ধরে ধরনা বিক্ষোভ করছে তৃণমূল। সেই মঞ্চে এদিন আসেন দলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ৷

বক্তব্য রাখতে গিয়ে এদিন তিনি বলেন, "কেন ফলকে প্রধানমন্ত্রী ও উপাচার্যের নাম আছে ? কী করেছেন ওনারা বিশ্বভারতীর জন্য ? একটা বেহায়া উপাচার্য। বিজেপির লোকজনকেও বলব, বলুন তো বুকে হাত দিয়ে উপাচার্য কি সবার পেটের ভাতের ক্ষতি করেনি পোষমেলা বন্ধ করে দিয়ে ? আজ আমাদের গর্ব মাত্র 500 মিটারের মধ্যে দু'জন নোবেলজয়ীর বাস ৷ যা বিশ্বের কোথাও নেই ৷ সেই অমর্ত্য সেন ও রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা করছে, এই সাহস পায় কোথা থেকে ! বিজেপির মদত আছে। বিজেপি বাংলা বিরোধী।"

আরও পড়ুন: কর্তব্যে গাফিলতির অভিযোগে পুলিশ অফিসারকে 6 ঘণ্টা কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখলেন বিচারক

সমস্ত স্তরের মানুষকে রাজনীতির উর্ধ্বে গিয়ে এই আন্দোলনে সামিল হওয়ারও আহ্বান জানান সাংসদ। তবে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এদিন কান্নায় গলা জড়িয়ে আসে তাঁর।

বোলপুর, 3 নভেম্বর: বিশ্বভারতীর উপাচার্যকে 'বেহায়া' বলে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ৷ শুক্রবার 'ফলকে ব্রাত্য রবীন্দ্রনাথ', এই আন্দোলন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় গলা ধরে আসতে দেখা যায় সাংসদকে ৷ এমনকী, বিজেপিকেও এই আন্দোলনে রাজনীতির উর্ধ্বে গিয়ে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি ৷

বিশ্ব ঐতিহ্যের ফলকে আচার্য হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। এরই প্রতিবাদে শান্তিনিকেতন রাস্তার উপর মঞ্চ তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আট দিন ধরে ধরনা বিক্ষোভ করছে তৃণমূল। সেই মঞ্চে এদিন আসেন দলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ৷

বক্তব্য রাখতে গিয়ে এদিন তিনি বলেন, "কেন ফলকে প্রধানমন্ত্রী ও উপাচার্যের নাম আছে ? কী করেছেন ওনারা বিশ্বভারতীর জন্য ? একটা বেহায়া উপাচার্য। বিজেপির লোকজনকেও বলব, বলুন তো বুকে হাত দিয়ে উপাচার্য কি সবার পেটের ভাতের ক্ষতি করেনি পোষমেলা বন্ধ করে দিয়ে ? আজ আমাদের গর্ব মাত্র 500 মিটারের মধ্যে দু'জন নোবেলজয়ীর বাস ৷ যা বিশ্বের কোথাও নেই ৷ সেই অমর্ত্য সেন ও রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা করছে, এই সাহস পায় কোথা থেকে ! বিজেপির মদত আছে। বিজেপি বাংলা বিরোধী।"

আরও পড়ুন: কর্তব্যে গাফিলতির অভিযোগে পুলিশ অফিসারকে 6 ঘণ্টা কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখলেন বিচারক

সমস্ত স্তরের মানুষকে রাজনীতির উর্ধ্বে গিয়ে এই আন্দোলনে সামিল হওয়ারও আহ্বান জানান সাংসদ। তবে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এদিন কান্নায় গলা জড়িয়ে আসে তাঁর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.