ETV Bharat / state

তৃণমূলের লোকজনকে এবার জেলে বসে দুর্গাপুজো দেখতে হবে : রাহুল

আজ রামপুরহাটের সাংবাদিক বৈঠকে কাটমানি,চিটফান্ড একাধিক ইশুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন BJP নেতা রাহুল সিনহা ৷ মমতাকে কটাক্ষ করে রাহুল বলেন, "কাটমানি আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷" তাঁর আরও সংযোজন, এবার তৃণমূলের লোকজন জেলে বসে পুজো কাটাবে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 27, 2019, 11:12 PM IST

রামপুরহাট, 27 জুলাই : কাটমানি, মিথ্যা মামলায় BJP কর্মীদের জেলে ঢোকানো একাধিক ইশুতে আজ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন BJP-র কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা ৷ রামপুরহাটে এক সাংবাদিক বৈঠকে রাহুল সিনহা বলেন, "তৃণমূল মিথ্যা মামলায় BJP-র লোকজনকে জেলে পুরছে । এবার চুরির মামলা, চিটফান্ডের মামলায় তৃণমূলের আবার জেল যাত্রার সময় এসে গেছে । পুজোর আগে আগে আপনি দেখতে পাবেন, তৃণমূল আরও দুর্বল হয়ে যাচ্ছে । তৃণমূলের অনেকেই দুর্গাপুজো বাইরে ঘুরে দেখতে পারবে না । জেলে বসেই দেখতে হবে ।"

তিনি আরও বলেন, "দুর্গাপুজোর নিরঞ্জনের সঙ্গে সঙ্গে তৃণমূলেরও বিসর্জন শুরু হয়ে যাবে । কাটমানি যারা খেয়েছে তারা এখন ভয়ে কাপঁছে ৷ সেইরকম যারা চিট ফান্ডের টাকায় বিদেশ ঘুরছে, তাদের কাউকে রেহাই দেওয়া যাবে না । জনগণের টাকা জনগণের হাতে তুলে দেওয়া হবে । এই প্রতিশ্রুতি দিয়ে BJP কাজ করছে । আর যথাসময়ে BJP এই কাজ করবে ।"

কাটমানি প্রসঙ্গে BJP নেতার বক্তব্য, "ব্ল্যাকমানি কোথায়? কে নিয়েছে জানি না । কে দেখেছে কেউ জানে না । আমি তো পরিষ্কার বলতে চাই এই রাজ্যের জনপ্রিয় অন্দোলন হল কাটমানি আন্দোলন ৷ এই আন্দোলন শুরু করার নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় । যদি মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি আন্দোলন শুরু করে থাকেন, তাহলে তা চালানোর দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের । তৃণমূলের গলায় কাটমানির কাঁটা আটকেছে ৷ সেখান থেকে মুক্তি পেতে ব্ল্যাকমানির রাস্তা খুঁজছে ৷ ব্ল্যাকমানি তো সবচেয়ে বেশি তৃণমূলের কাছে আছে ৷ নোট বাতিলের সময় তার 70 শতাংশ নষ্ট হয়ে গেছে ৷ সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বিলাপ করে যাচ্ছেন ৷"

জনগণের উদ্দেশে রাহুল সিনহার বক্তব্য, "আপনারা কাটমানি আদায় করতে গিয়ে তাদের বাড়িতে ইট পাথর ছুড়বেন না ৷ আক্রমণ বা ভাঙচুর করবেন না ৷ ঘরের মধ্যে অন্যরাও রয়েছে ৷ কাটমানিখোরদের বাইরে ডেকে, কানধরে ওঠ-বোস করিয়ে কাটমানি ফেরত নেওয়া জনগণের কর্তব্য ৷"

রামপুরহাট, 27 জুলাই : কাটমানি, মিথ্যা মামলায় BJP কর্মীদের জেলে ঢোকানো একাধিক ইশুতে আজ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন BJP-র কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা ৷ রামপুরহাটে এক সাংবাদিক বৈঠকে রাহুল সিনহা বলেন, "তৃণমূল মিথ্যা মামলায় BJP-র লোকজনকে জেলে পুরছে । এবার চুরির মামলা, চিটফান্ডের মামলায় তৃণমূলের আবার জেল যাত্রার সময় এসে গেছে । পুজোর আগে আগে আপনি দেখতে পাবেন, তৃণমূল আরও দুর্বল হয়ে যাচ্ছে । তৃণমূলের অনেকেই দুর্গাপুজো বাইরে ঘুরে দেখতে পারবে না । জেলে বসেই দেখতে হবে ।"

তিনি আরও বলেন, "দুর্গাপুজোর নিরঞ্জনের সঙ্গে সঙ্গে তৃণমূলেরও বিসর্জন শুরু হয়ে যাবে । কাটমানি যারা খেয়েছে তারা এখন ভয়ে কাপঁছে ৷ সেইরকম যারা চিট ফান্ডের টাকায় বিদেশ ঘুরছে, তাদের কাউকে রেহাই দেওয়া যাবে না । জনগণের টাকা জনগণের হাতে তুলে দেওয়া হবে । এই প্রতিশ্রুতি দিয়ে BJP কাজ করছে । আর যথাসময়ে BJP এই কাজ করবে ।"

কাটমানি প্রসঙ্গে BJP নেতার বক্তব্য, "ব্ল্যাকমানি কোথায়? কে নিয়েছে জানি না । কে দেখেছে কেউ জানে না । আমি তো পরিষ্কার বলতে চাই এই রাজ্যের জনপ্রিয় অন্দোলন হল কাটমানি আন্দোলন ৷ এই আন্দোলন শুরু করার নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় । যদি মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি আন্দোলন শুরু করে থাকেন, তাহলে তা চালানোর দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের । তৃণমূলের গলায় কাটমানির কাঁটা আটকেছে ৷ সেখান থেকে মুক্তি পেতে ব্ল্যাকমানির রাস্তা খুঁজছে ৷ ব্ল্যাকমানি তো সবচেয়ে বেশি তৃণমূলের কাছে আছে ৷ নোট বাতিলের সময় তার 70 শতাংশ নষ্ট হয়ে গেছে ৷ সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বিলাপ করে যাচ্ছেন ৷"

জনগণের উদ্দেশে রাহুল সিনহার বক্তব্য, "আপনারা কাটমানি আদায় করতে গিয়ে তাদের বাড়িতে ইট পাথর ছুড়বেন না ৷ আক্রমণ বা ভাঙচুর করবেন না ৷ ঘরের মধ্যে অন্যরাও রয়েছে ৷ কাটমানিখোরদের বাইরে ডেকে, কানধরে ওঠ-বোস করিয়ে কাটমানি ফেরত নেওয়া জনগণের কর্তব্য ৷"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.