ETV Bharat / state

দুর্নীতির অভিযোগ এনে দল ছাড়ার হুমকি প্রাক্তন উপ-পুরপতির

বর্তমান প্রশাসক অশ্বিনী তেওয়ারি বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দল ছাড়ার হুমকি দিলেন রামপুরহাটের প্রাক্তন উপ-পৌরপতি আব্বাস হোসেন ৷ তিনি বলেন তাঁর সঙ্গে আরও 10 জন কাউন্সিলর আছেন ৷

rampurhat
দল ছাড়ার হুমকি প্রাত্তন উপ-পুরোপতির
author img

By

Published : Nov 24, 2020, 10:18 PM IST

রামপুরহাট, 24 নভেম্বর: দুর্নীতির অভিযোগ এনে দল ছাড়ার হুমকি দিলেন রামপুরহাট 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন উপ-পুরপতি আব্বাস হোসেন। শুধু তিনি একা নন তার সঙ্গে রামপুরহাট পৌরসভার আরও 10 জন প্রাক্তন কাউন্সিলর দল ছাড়বেন বলে তিনি জানান।

বর্তমান প্রশাসক অশ্বিনী তেওয়ারি বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল দল ছাড়া হুমকি দিলেন বিদায় কাউন্সিলর এবং বর্তমান কো-অর্ডিনেটর আব্বাস হোসেন। আব্বাস হোসেন 10 বছরের বিদায়ী কাউন্সিলর। এর আগেও প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে রামপুরহাট পৌরসভার 18 টা ওয়ার্ডের মধ্যে 10 টি ওয়ার্ডের কাউন্সিলররা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। আব্বাস হোসেন জানান, খুবই দুঃখের সঙ্গে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি চুরি করবে প্রশাসক আর তার ভাগীদার আমরা হব তা কখনোই হতে দেব না। এখনই কোনও দলে ঢোকার সিদ্ধান্ত নিচ্ছি না। ওয়ার্ডের মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।"

রামপুরহাট ওয়ার্ডের প্রশাসক অশ্বিনী তেওয়ারি বলেন, "আমি যদি দুর্নীতি করছি দলের কাছে অভিযোগ করুক, আমাকে দল পদ ছাড়তে বললে, ছেড়ে দেব। এই বিষয়টা আমার দেখার কথা নয়। জেলা নেতৃত্ব যা বলবে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমি তাই শুনবো। আমাকে প্রশাসক পদে দল বসিয়েছে, দলই সরাতে পারে।"

রামপুরহাট, 24 নভেম্বর: দুর্নীতির অভিযোগ এনে দল ছাড়ার হুমকি দিলেন রামপুরহাট 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন উপ-পুরপতি আব্বাস হোসেন। শুধু তিনি একা নন তার সঙ্গে রামপুরহাট পৌরসভার আরও 10 জন প্রাক্তন কাউন্সিলর দল ছাড়বেন বলে তিনি জানান।

বর্তমান প্রশাসক অশ্বিনী তেওয়ারি বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল দল ছাড়া হুমকি দিলেন বিদায় কাউন্সিলর এবং বর্তমান কো-অর্ডিনেটর আব্বাস হোসেন। আব্বাস হোসেন 10 বছরের বিদায়ী কাউন্সিলর। এর আগেও প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে রামপুরহাট পৌরসভার 18 টা ওয়ার্ডের মধ্যে 10 টি ওয়ার্ডের কাউন্সিলররা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। আব্বাস হোসেন জানান, খুবই দুঃখের সঙ্গে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি চুরি করবে প্রশাসক আর তার ভাগীদার আমরা হব তা কখনোই হতে দেব না। এখনই কোনও দলে ঢোকার সিদ্ধান্ত নিচ্ছি না। ওয়ার্ডের মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।"

রামপুরহাট ওয়ার্ডের প্রশাসক অশ্বিনী তেওয়ারি বলেন, "আমি যদি দুর্নীতি করছি দলের কাছে অভিযোগ করুক, আমাকে দল পদ ছাড়তে বললে, ছেড়ে দেব। এই বিষয়টা আমার দেখার কথা নয়। জেলা নেতৃত্ব যা বলবে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমি তাই শুনবো। আমাকে প্রশাসক পদে দল বসিয়েছে, দলই সরাতে পারে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.