ETV Bharat / state

নিউজ় নেই, ফাঁকা বাড়িতে বোমা রাখতে পারে সাংবাদিকরা : অনুব্রত - সাংবাদিকদের আক্রমণ করলেন অনুব্রত মণ্ডল

জেলাজুড়ে তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে বোমা বিস্ফোরণ প্রসঙ্গে অনুব্রতর মন্তব্য, "সাংবাদিকরা করতে পারে ৷ কারণ তাদের কাছে নিউজ় নেই ৷ ওরা ফাঁকা বাড়িতে বোমা রেখে আসতে পারে ৷ "

অনুব্রত মণ্ডল
author img

By

Published : Sep 22, 2019, 1:34 PM IST

Updated : Sep 22, 2019, 1:59 PM IST

সাঁইথিয়া, 22 সেপ্টেম্বর: "ফাঁকা বাড়ি ৷ লোকজন নেই ৷ কেউ থাকে না ৷ বোমাটা তো তুমিও রেখে দিয়ে আসতে পার নিউজ় করার জন্য ৷ " সাংবাদিকদের উদ্দেশে এমন মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ সম্প্রতি বীরভূমের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ এ প্রসঙ্গে গতকাল অনুব্রতবাবুকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উদ্দেশে তিনি পালটা এই মন্তব্য করেন ৷

গতকাল বীরভূমের সাঁইথিয়াতে একটি বাস টার্মিনালের উদ্বোধন করতে এসেছিলেন অনুব্রতবাবু ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সহ-সভাপতি অভিজিৎ সিংহ, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা, মলয় মুখোপাধ্যায়, সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত ৷

অনুষ্ঠান মঞ্চ থেকে NRC ইশুতে BJP-কে আক্রমণ করেন অনুব্রত ৷ বলেন, "স্বাধীনতার জন্য বাংলার একের পর এক মানুষ প্রাণ দিয়েছেন । BJP-র কেউ বলতে পারবেন এখানে দাঁড়িয়ে যে গুজরাতের মানুষ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন? কেউ দেখাতে পারবেন ? গুজরাতের মানুষ প্রাণ দেননি ৷ মানুষের পাশে দাঁড়াননি ৷ গুজরাতের মানুষ বিজ়নেস ছাড়া কিছু বোঝেন না । স্বাধীনতা তাঁরা কী করে বুঝবেন?"

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ খানিকটা মেজাজ হারাতে দেখা গেল অনুব্রতকে ৷ জেলাজুড়ে তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে বোমা বিস্ফোরণ প্রসঙ্গে তাঁর মন্তব্য, "সাংবাদিকরা করতে পারে ৷ কারণ তাঁদের কাছে নিউজ় নেই ৷ ওঁরা ফাঁকা বাড়িতে বোমা রেখে দিয়ে আসতে পারে ৷ " এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, "কেন বেছে বেছে তৃণমূল নেতা কর্মীদের বাড়িতেই বোমা রাখা হবে ? " অনুব্রতবাবুর উত্তর, "হাইলাইট হবে ৷ খবর হবে ৷ তোমার লাভ হবে ৷ " বীরভূমের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার করছে পুলিশ ৷ এ বিষয়ে অনুব্রতবাবু বলেন, "লোকসভার সময় অশান্তি ছড়ানোর জন্য বোমাগুলি BJP রেখেছিল ৷ সেগুলিই পুলিশ এখন উদ্ধার করছে ৷ "

দেখুন ভিডিয়ো...

তিনি BJP-র রাস্তা অবরোধ প্রসঙ্গে বলেন, "কাজ নাই, কম্ম নাই, রাস্তা অবরোধ করলে ছেড়ে দেবে ৷ গোরু পেটানো করে পেটাবে ।" যদিও কে বা কারা পেটাবে জানতে চাওয়া হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান ৷

শুক্রবার সন্ধে 6 টা নাগাদ খয়রাশোল ব্লকের লোকপুর থানা এলাকার গাংপুর গ্রামে বাবলু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে । ঘটনার পর শুরু হয় রাজনৈতিক তরজা । যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল সেই বাড়ির মালিক তৃণমূল করেন দাবি করে BJP ৷ অন্যদিকে তৃণমূলের পালটা দাবি বাড়ি মালিক BJP করেন ৷

সাঁইথিয়া, 22 সেপ্টেম্বর: "ফাঁকা বাড়ি ৷ লোকজন নেই ৷ কেউ থাকে না ৷ বোমাটা তো তুমিও রেখে দিয়ে আসতে পার নিউজ় করার জন্য ৷ " সাংবাদিকদের উদ্দেশে এমন মন্তব্য করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ সম্প্রতি বীরভূমের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ এ প্রসঙ্গে গতকাল অনুব্রতবাবুকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উদ্দেশে তিনি পালটা এই মন্তব্য করেন ৷

গতকাল বীরভূমের সাঁইথিয়াতে একটি বাস টার্মিনালের উদ্বোধন করতে এসেছিলেন অনুব্রতবাবু ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সহ-সভাপতি অভিজিৎ সিংহ, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা, মলয় মুখোপাধ্যায়, সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত ৷

অনুষ্ঠান মঞ্চ থেকে NRC ইশুতে BJP-কে আক্রমণ করেন অনুব্রত ৷ বলেন, "স্বাধীনতার জন্য বাংলার একের পর এক মানুষ প্রাণ দিয়েছেন । BJP-র কেউ বলতে পারবেন এখানে দাঁড়িয়ে যে গুজরাতের মানুষ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন? কেউ দেখাতে পারবেন ? গুজরাতের মানুষ প্রাণ দেননি ৷ মানুষের পাশে দাঁড়াননি ৷ গুজরাতের মানুষ বিজ়নেস ছাড়া কিছু বোঝেন না । স্বাধীনতা তাঁরা কী করে বুঝবেন?"

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ খানিকটা মেজাজ হারাতে দেখা গেল অনুব্রতকে ৷ জেলাজুড়ে তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে বোমা বিস্ফোরণ প্রসঙ্গে তাঁর মন্তব্য, "সাংবাদিকরা করতে পারে ৷ কারণ তাঁদের কাছে নিউজ় নেই ৷ ওঁরা ফাঁকা বাড়িতে বোমা রেখে দিয়ে আসতে পারে ৷ " এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, "কেন বেছে বেছে তৃণমূল নেতা কর্মীদের বাড়িতেই বোমা রাখা হবে ? " অনুব্রতবাবুর উত্তর, "হাইলাইট হবে ৷ খবর হবে ৷ তোমার লাভ হবে ৷ " বীরভূমের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার করছে পুলিশ ৷ এ বিষয়ে অনুব্রতবাবু বলেন, "লোকসভার সময় অশান্তি ছড়ানোর জন্য বোমাগুলি BJP রেখেছিল ৷ সেগুলিই পুলিশ এখন উদ্ধার করছে ৷ "

দেখুন ভিডিয়ো...

তিনি BJP-র রাস্তা অবরোধ প্রসঙ্গে বলেন, "কাজ নাই, কম্ম নাই, রাস্তা অবরোধ করলে ছেড়ে দেবে ৷ গোরু পেটানো করে পেটাবে ।" যদিও কে বা কারা পেটাবে জানতে চাওয়া হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যান ৷

শুক্রবার সন্ধে 6 টা নাগাদ খয়রাশোল ব্লকের লোকপুর থানা এলাকার গাংপুর গ্রামে বাবলু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে । ঘটনার পর শুরু হয় রাজনৈতিক তরজা । যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল সেই বাড়ির মালিক তৃণমূল করেন দাবি করে BJP ৷ অন্যদিকে তৃণমূলের পালটা দাবি বাড়ি মালিক BJP করেন ৷

Intro:Body:সাইথিঁয়া, 21 সেম্টেম্বর: “স্বাধীনতার জন্য বাংলার মানুষ একের পর এক প্রাণ দিয়েছে। কেউ বলতে পারবেন এখানে গুজরাটের মানুষ স্বাধীনতার জন্য প্রান দিয়েছে? গুজরাটের মানুষ দালালী করেছিল স্বাধীনতার আর এসএসরা। গুজরাটের মানুষ বিজনেস ছাড়া কিছু বোঝে না।স্বাধীনতা কি করে বুঝবে?” আজ বীরভূমের সাঁইথিয়া পৌরসভার উদ্যোগে সাঁইথিয়াতে জয় হিন্দ বাস টার্মিনাল উদ্বোধনে এসে বক্তব্য রাখতে গিয়ে বললেন বীরভূমের তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল। যদিও এই কথা বলার একটু পরই বীরভূম জেলার সহ সভাপতি অভিজিৎ সিংহ উঠে কানে কানে কিছু বলার পরই অনুব্রত বাবু মহাত্মা গান্ধীর কথা বলতে শুরু করলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সহ-সভাপতি অভিজিৎ সিংহ, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা, মলয় মুখোপাধ্যায়, সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত প্রমুখেরা।
অনুব্রত মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গে এনআরসি প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করেন। তার গলায় শুনতে পাওয়া যায় মমতা ব্যানার্জির মত এনআরসি করতে না দেওয়ার প্রসঙ্গ।
এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বীরভূমের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে বিস্ফোরণের প্রসঙ্গ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, "ওতো ফাঁকা বাড়ি, লোক নাই, জন নাই, কেউ থাকেনা।" এর পরেই এক সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, "বোমটা তো তুমিও ভরে দিয়ে আসতে পারো নিউজ করার জন্য। সাংবাদিকরা করতে পারে, সাংবাদিকদের কাছে নিউজ নাই। ফাঁকা বাড়িতে বোমটা ভরে দিয়ে আসতে পারে।"
এরপর এই প্রশ্ন ওঠে বারবার তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে বিস্ফোরণ হচ্ছে কেন? সে প্রশ্নের উত্তরে তিনি জানান, "হাইলাইট হবে, লাভ হবে তোমার চ্যানেলে।"
এছাড়াও তিনি বীরভূমের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধারের বিষয়ে বিজেপিকে লক্ষ্য করে বলেন, "লোকসভা ভোটের সময় বিজেপি এলাকায় অশান্তি করার জন্য প্রচুর বোমা নিয়ে এসেছিল, সেই বোমাগুলি এখনো উদ্ধার করা হচ্ছে।"
তিনি আরও বিজেপি রাস্তা অবরোধ প্রসঙ্গে জানান, "কাজ নাই, কম্ম নাই, রাস্তা অবরোধ করলে গরু পেটানো পেটাবে।" যদিও তিনি কারা পেটাবে সেই প্রশ্ন এড়িয়ে যান।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা ৬ টা নাগাদ খয়রাশোল ব্লকের লোকপুর থানা এলাকার গাংপুর গ্রামে বাবলু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর শুরু হয় রাজনৈতিক তরজা। বিস্ফোরণ হওয়া বাড়ি মালিককে তৃণমূল দাবি করে বিজেপি কর্মী, অন্যদিকে বিজেপি দাবি করে উনি তৃণমূলের কর্মী।
Conclusion:
Last Updated : Sep 22, 2019, 1:59 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.