লাভপুর, 27 জুলাই : হাততালি দিয়ে বলুন আজ থেকে আমরা তৃণমূল ৷ ভরা জনসভায় এমন ঘোষণা করে উপস্থিত কর্মী-সমর্থকদের উৎসাহিত করলেন তৃণমূল নেতা আব্দুল মান্নান ৷ উৎসাহিত করার পাশাপাশি হুঁশিয়ারিও দিলেন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ছাড়া অন্য কেউ প্রার্থী দিলে, লাভপুর থেকে সে আর ফিরে আসবে না ৷ এই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রাণা সিংহ ৷
আব্দুল মান্নান তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি পদে রয়েছেন ৷ গতকাল "বিধায়ক সংবর্ধনা ও যোগদান কর্মসূচি" বিষয়ক একটি জনসভা অনুষ্ঠিত হয় লাভপুরে ৷ সেখানে মঞ্চে নরেশ মণ্ডলকে অঞ্চল কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেন তিনি ৷ আর জানানো হয় যে নরেশের নেতৃত্ব চলবে ৷ নাম উল্লেখ না করে মান্নান বলেন, "অন্য গ্রুপ যাতে আপনাদের ডিস্টার্ব না করে, সেদিকে আমরা নজর রাখব ৷" এখানে তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দেন যে, আর দেড় বছরের মধ্যে পঞ্চায়েত ভোট ৷ সেখানে প্রত্যেক বুথে বুথে একজন করে প্রার্থী করবে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ এ প্রসঙ্গে তিনি বিশেষ ভাবে বলেন, "আমার তোমার কিছু থাকবে না ৷ সব তৃণমূলের থাকবে ৷" তাঁর এই ঘোষণার সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে তাঁকে সমর্থন জানায় উপস্থিত জনতা ৷
আরও পড়ুন : Saumitra Khan : শুভেন্দু-দিলীপকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রকাশ্যে ভুল স্বীকার সৌমিত্রর
এরপর তিনি রীতিমতো হুঁশিয়ারি দেন যে তৃণমূল ছাড়া অন্য কেউ প্রার্থী হলে তাঁকে লাভপুর থেকে ফিরতে হবে না ৷ এই কর্মসূচিতে মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া 500 জনের নাম জানান তিনি ৷
এই নিয়ে বিজেপির জেলা সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "গত পঞ্চায়েত নির্বাচনেও বিরোধীদের মনোনয়ন জমা করতে দেওয়া হয়নি ৷ কী হারে সন্ত্রাস চালিয়েছে, বাংলার মানুষ দেখেছে ৷ এবারও তৃণমূল তাই করবে ৷ তবে লোকসভার ভোটে এর জবাব দেবে মানুষ ৷"