বোলপুর, 2 এপ্রিল : নকুলদানা বিতরণ চলছে। আজ বোলপুরে প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মাল নিজের হাতে বাড়ি বাড়ি নকুলদানা বিলি করেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ বিরোধীদের।
আজ বোলপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে ঢাক-ঢোল বাজিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন অসিত মাল। পাশাপাশি চলে নকুলদানা বিতরণ। বোলপুর লোকসভা কেন্দ্রের অসিত মাল নিজের হাতে নকুলদানা বিতরণ করে। এই নকুলদানা বিতরণ আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ তোলে বিরোধীরা। বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবে বলেছে BJP।
ভোটারদের জল ও নকুলদানা দেওয়া হবে বলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যে শোকজ় করেছে নির্বাচন কমিশন। পরে "কমিশনকেই নকুলদানা খাওয়াব" বলে ফের বিতর্কিত মন্তব্য করেন অনুব্রত। এজন্য ফের তাঁকে শোকজ় করা হয়। অনুব্রত যাতে এই ধরনের মন্তব্য না করে সেজন্য তৃণমূলকেও নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
শোকজ়ের জবাবে অনুব্রত জানিয়েছিলেন, তিনি পুজোর নকুলদানার কথা বলেছিলেন। আজও একই কথা শোনা গেল তাঁর মুখে। অসিত মালের নকুলদানা বিলি প্রসঙ্গে তিনি বলেন, "পুজো দিয়ে প্রসাদ বিলি করছে। এতে দোষের কিছু নেই।" এপ্রসঙ্গে অসিত মাল নিজেও বলেন, "পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে।"