সিউড়ি, 10 এপ্রিল : জলের সমস্যা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও না রাখার অভিযোগ উঠল বীরভূমের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে। এই অভিযোগ করেন সিউড়ির 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁরা বলেন, পাঁচ বছর আগে শতাব্দী রায় বলেছিলেন আপনাদের এলাকায় আর জলের সমস্যা থাকবে না। কিন্তু নতুন করে নির্বাচন চলে এলেও সেই সমস্যা এখন মেটেনি।
গতকাল সিউড়ির 18 নম্বর ওয়ার্ডে শতাব্দী রায়ের নির্বাচনের প্রচারে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেখানে না গিয়ে 2 নম্বর ব্লকের হাটজন এলাকায় প্রচারে যান। সেই খবর পেয়ে 18 নম্বর ওয়ার্ডের প্রায় 250 জন মহিলা হাটবাজার এলাকায় এসে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান।
স্থানীয় বাসিন্দা সীমা চক্রবর্তী বলেন, "শতাব্দী রায় বলছেন 5টা কল দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি না কল কোথায় বসানো হল। দীর্ঘ পথ হেঁটে জল আনতে হয় আমাদের। এতে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমাদের।"
এই বিষয়ে প্রার্থী শতাব্দী রায় বলেন, "বিষয়টি ওয়ার্ডের কাউন্সিলর জানেন। কারণ ওই এলাকায় পাঁচটি কল সাংসদ তহবিল থেকে দেওয়া হয়েছিল। কিন্তু সেই কল কোথায় বসানো হয়েছে এলাকাবাসীরা তা জানে না বলছে। বিষয়টি নিয়ে আমি কথা বলব।"
18 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সাংসদের উপর এতটাই ক্ষিপ্ত যে শতাব্দী রায়কে ভোট দেবেন না বলে হুমকিও দেন।