ETV Bharat / state

নলহাটির প্রাচীন মন্দিরে চুরি, খোয়া গেল নারায়ণ শিলা, সোনা-রুপোর সামগ্রী

author img

By

Published : Jun 29, 2021, 4:58 PM IST

বীরভূমের নলহাটিতে মন্দিরে চুরি ৷ খোয়া গিয়েছে প্রাচীন নারায়ণ শিলা, বিগ্রহের সোনা ও রুপোর গয়নাও ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ ৷

Theft in 500 years old temple of Nalhati
নলহাটির প্রাচীন মন্দিরে চুরি, খোয়া গেল নারায়ণ শিলা, সোনা-রুপোর সামগ্রী

নলহাটি, 29 জুন : 500 বছরের প্রাচীন মন্দির থেকে চুরি গেল নারায়ণ শিলা ! খোয়া গেল বিগ্রহের সোনা ও রুপোর গয়নাও ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নলহাটি পৌর এলাকায় ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

বীরভূমের নলহাটি পৌরসভা এলাকার 15 নম্বর ওয়ার্ডে রয়েছে জগধারী রাধামাধব মন্দির ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকৃত মন্দিরটির পত্তন হয়েছিল আজ থেকে প্রায় 500 বছর আগে ৷ মঙ্গলবার সকালে মন্দিরের দরজা খুলতেই প্রকাশ্যে আসে চুরির ঘটনা ৷ পুজো দিতে এসে চুরির কথা জানতে পারেন ভক্তরা ৷ সঙ্গে সঙ্গে তা চাউর হয়ে যায় ৷ মন্দিরে বাড়তে থাকে উৎসাহীদের ভিড় ৷

চুরির তদন্তে নেমেছে নলহাটি থানার পুলিশ ৷

আরও পড়ুন : কুলটিতে প্রাচীন মন্দিরে চুরি ঠাকুরের মূল্যবান সম্পত্তি

মন্দির কমিটির সদস্য গৌরব চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, সোমবার আর পাঁচটা দিনের মতো পুজো-আচ্চা হয়েছিল ৷ তারপর মন্দিরের দরজায় তালা লাগিয়ে চলে যান তাঁরা ৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান, সোমবার রাতেই মন্দিরে ঢুকে কুকর্ম সেরে পালায় দুষ্কৃতীরা ৷

তিনি বলেন, ‘‘মন্দিরের পিছন দিকেও একটি দরজা রয়েছে ৷ এদিন সেই দরজার তালা ভাঙা ছিল ৷ তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পিছন দিক দিয়েই মন্দিরে ঢুকেছিল চোর ৷’’ প্রাচীন মন্দির হওয়ায় একে ঘিরে স্থানীয়দের মনে বিশ্বাস ও আবেগও ভরপুর ৷ তাঁদের দাবি, যে নারায়ণ শিলাটি খোয়া গিয়েছে, তার বয়সও প্রায় 500 বছর ৷ এছাড়া, মন্দিরে সোনা, রুপোর অনেক গয়না, বাসন ছিল ৷ সেসবও চুরি গিয়েছে ৷

খবর পেয়ে ঘটনা ঘটনাস্থলে আসে নলহাটি থানার পুলিশ ৷ তাদের হাতে আসা তালিকা অনুযায়ী, বিগ্রহের রুপোর সিংহাসন, সোনার টিপ ও মুকুট চুরি গিয়েছে ৷ মন্দির কর্তৃপক্ষের দাবি, এই ঘটনার সঙ্গে এলাকার কেউ জড়িত থাকতে পারেন না ৷ কারণ, মন্দির ঘিরে তাঁদের আবেগ প্রশ্নাতীত ৷ তাই তাঁরা ঠাকুরের জিনিসে হাত দেবেন না বলেই বিশ্বাস কর্তৃপক্ষের ৷

আরও পড়ুন : কৃষ্ণনগরে প্রাচীন মন্দিরে চুরি, চাঞ্চল্য এলাকায়

প্রসঙ্গত, কয়েক বছর আগেও বীরভূমে মন্দিরে চুরির ঘটনা কার্যত নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছিল ৷ সেই সময় একের পর এক মন্দির লুঠ করেছে চোরের দল ৷ কিন্তু পুলিশের তৎপরতায় পরিস্থিতি বদলায় ৷ ইদানীং আর তেমন ঘটনা বড় একটা ঘটে না ৷ তাই সোমবার রাতের চুরি অবাক করেছে এলাকাবাসীকে ৷ একইসঙ্গে, বাড়ছে আশঙ্কাও ৷ তবে কি আবার শুরু হল চোরেদের দৌরাত্ম্য ? আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে নলহাটি থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷

নলহাটি, 29 জুন : 500 বছরের প্রাচীন মন্দির থেকে চুরি গেল নারায়ণ শিলা ! খোয়া গেল বিগ্রহের সোনা ও রুপোর গয়নাও ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের নলহাটি পৌর এলাকায় ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

বীরভূমের নলহাটি পৌরসভা এলাকার 15 নম্বর ওয়ার্ডে রয়েছে জগধারী রাধামাধব মন্দির ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রকৃত মন্দিরটির পত্তন হয়েছিল আজ থেকে প্রায় 500 বছর আগে ৷ মঙ্গলবার সকালে মন্দিরের দরজা খুলতেই প্রকাশ্যে আসে চুরির ঘটনা ৷ পুজো দিতে এসে চুরির কথা জানতে পারেন ভক্তরা ৷ সঙ্গে সঙ্গে তা চাউর হয়ে যায় ৷ মন্দিরে বাড়তে থাকে উৎসাহীদের ভিড় ৷

চুরির তদন্তে নেমেছে নলহাটি থানার পুলিশ ৷

আরও পড়ুন : কুলটিতে প্রাচীন মন্দিরে চুরি ঠাকুরের মূল্যবান সম্পত্তি

মন্দির কমিটির সদস্য গৌরব চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, সোমবার আর পাঁচটা দিনের মতো পুজো-আচ্চা হয়েছিল ৷ তারপর মন্দিরের দরজায় তালা লাগিয়ে চলে যান তাঁরা ৷ স্থানীয় বাসিন্দাদের অনুমান, সোমবার রাতেই মন্দিরে ঢুকে কুকর্ম সেরে পালায় দুষ্কৃতীরা ৷

তিনি বলেন, ‘‘মন্দিরের পিছন দিকেও একটি দরজা রয়েছে ৷ এদিন সেই দরজার তালা ভাঙা ছিল ৷ তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পিছন দিক দিয়েই মন্দিরে ঢুকেছিল চোর ৷’’ প্রাচীন মন্দির হওয়ায় একে ঘিরে স্থানীয়দের মনে বিশ্বাস ও আবেগও ভরপুর ৷ তাঁদের দাবি, যে নারায়ণ শিলাটি খোয়া গিয়েছে, তার বয়সও প্রায় 500 বছর ৷ এছাড়া, মন্দিরে সোনা, রুপোর অনেক গয়না, বাসন ছিল ৷ সেসবও চুরি গিয়েছে ৷

খবর পেয়ে ঘটনা ঘটনাস্থলে আসে নলহাটি থানার পুলিশ ৷ তাদের হাতে আসা তালিকা অনুযায়ী, বিগ্রহের রুপোর সিংহাসন, সোনার টিপ ও মুকুট চুরি গিয়েছে ৷ মন্দির কর্তৃপক্ষের দাবি, এই ঘটনার সঙ্গে এলাকার কেউ জড়িত থাকতে পারেন না ৷ কারণ, মন্দির ঘিরে তাঁদের আবেগ প্রশ্নাতীত ৷ তাই তাঁরা ঠাকুরের জিনিসে হাত দেবেন না বলেই বিশ্বাস কর্তৃপক্ষের ৷

আরও পড়ুন : কৃষ্ণনগরে প্রাচীন মন্দিরে চুরি, চাঞ্চল্য এলাকায়

প্রসঙ্গত, কয়েক বছর আগেও বীরভূমে মন্দিরে চুরির ঘটনা কার্যত নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছিল ৷ সেই সময় একের পর এক মন্দির লুঠ করেছে চোরের দল ৷ কিন্তু পুলিশের তৎপরতায় পরিস্থিতি বদলায় ৷ ইদানীং আর তেমন ঘটনা বড় একটা ঘটে না ৷ তাই সোমবার রাতের চুরি অবাক করেছে এলাকাবাসীকে ৷ একইসঙ্গে, বাড়ছে আশঙ্কাও ৷ তবে কি আবার শুরু হল চোরেদের দৌরাত্ম্য ? আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে নলহাটি থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.