ETV Bharat / state

Suvendu on NIA Probe: এনআইএ তদন্ত হলে রামনবমীর মিছিলে আর কেউ ইট মারার সাহস দেখাবে না, দাবি শুভেন্দুর

রামনবমীর মিছিলে হামলার ঘটনা নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, এনআইএ তদন্ত হলে রামনবমী মিছিলে আর কেউ ইট মারার সাহস দেখাবে না ৷

Suvendu on NIA Probe
Suvendu on NIA Probe
author img

By

Published : Apr 27, 2023, 7:11 PM IST

রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ নিয়ে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া

সিউড়ি (বীরভূম), 27 এপ্রিল: রামনবমীতে হাওড়া ও হুগলি-সহ রাজ্য়ের বেশ কয়েকটি জায়গায় গোলমালের ঘটনা ঘটে ৷ সেই নিয়ে এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর করা মামলার ভিত্তিতেই বৃহস্পতিবার ওই ঘটনাগুলির তদন্তভার এনআইএ-র হাতে তুলে দিয়েছে আদালত ৷ যা নিয়ে শুভেন্দুর প্রতিক্রিয়া, "এনআইএ তদন্ত হলে রামনবমীর মিছিলে ইট তো দূরের কথা, একটা তীর্যক মন্তব্য করতে পারবে না কেউ ।"

গত 23 এপ্রিল বীরভূমের সিউড়ি থানার পুরন্দপুরের বেহিরা কালী মন্দির সংলগ্ন এলাকায় এক সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম ছিল ভুবন মণ্ডল ৷ খুনের অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি ৷ এমনকি, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও টুইট করে খুনের তদন্ত চেয়েছিলেন ৷ বৃহস্পতিবার সেই নিয়ে সাধু-সন্ন্যাসীদের সঙ্গে মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানেই এনআইএ তদন্ত নিয়ে তিনি এই মন্তব্য করেন ৷

তিনি আরও বলেন, "কেন রাম নবমীর মিছিলে অশান্তি হবে ? কেন সনাতনীরা নিজেদের ধর্ম পালন করতে পারবে না ? তাই আমি মামলা করেছিলাম ৷ এনআইএ তদন্ত হলে এই রাজ্যে রামনবমীর মিছিলে ইট দূরের কথা একটা তীর্যক মন্তব্য করতে পারবে না কেউ ।’’ তিনি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের প্রশাসনের প্রসঙ্গ তোলেন ৷ সেখানে সব ধর্মের উৎসবই শান্তিপূর্ণভাবে পালন করা যায় বলে তিনি দাবি করেছেন ৷

তাছাড়া কলকাতার মোমিনপুর-ইকবালপুরের একটি ঘটনার প্রসঙ্গও তিনি টানেন ৷ ওই ঘটনাতেও এনআইএ-কে তদন্তভার দেয় আদালত ৷ সেই ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার হয় ৷ শুভেন্দুর দাবি, তার পর থেকে ওই এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ ৷ তাই তিনি মনে করেন হাওড়া-হুগলির ঘটনাতেও প্রকৃত দোষীরা ধরা পড়লে সেখানেও শান্তির পরিবেশ তৈরি হবে ৷

এদিকে এদিন সিউড়িতে প্রথমে পুরন্দপুরের বেহিরা কালী মন্দিরে পুজো দেন তিনি ৷ তারপর পুরন্দরপুরে একটি মিছিল করেন তিনি । বিজেপি নেতা কর্মীরা ছাড়াও মিছিলে ছিলেন সাধু-সন্ন্যাসীরা । এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এক সনাতনীর মৃত্যু হয়েছে । তাঁর পাশে আছি আমরা ৷ তাই এসেছি । তাঁর মৃত্যুর তদন্ত চাই ।"

আরও পড়ুন: রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ নিয়ে শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া

সিউড়ি (বীরভূম), 27 এপ্রিল: রামনবমীতে হাওড়া ও হুগলি-সহ রাজ্য়ের বেশ কয়েকটি জায়গায় গোলমালের ঘটনা ঘটে ৷ সেই নিয়ে এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর করা মামলার ভিত্তিতেই বৃহস্পতিবার ওই ঘটনাগুলির তদন্তভার এনআইএ-র হাতে তুলে দিয়েছে আদালত ৷ যা নিয়ে শুভেন্দুর প্রতিক্রিয়া, "এনআইএ তদন্ত হলে রামনবমীর মিছিলে ইট তো দূরের কথা, একটা তীর্যক মন্তব্য করতে পারবে না কেউ ।"

গত 23 এপ্রিল বীরভূমের সিউড়ি থানার পুরন্দপুরের বেহিরা কালী মন্দির সংলগ্ন এলাকায় এক সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম ছিল ভুবন মণ্ডল ৷ খুনের অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি ৷ এমনকি, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও টুইট করে খুনের তদন্ত চেয়েছিলেন ৷ বৃহস্পতিবার সেই নিয়ে সাধু-সন্ন্যাসীদের সঙ্গে মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেখানেই এনআইএ তদন্ত নিয়ে তিনি এই মন্তব্য করেন ৷

তিনি আরও বলেন, "কেন রাম নবমীর মিছিলে অশান্তি হবে ? কেন সনাতনীরা নিজেদের ধর্ম পালন করতে পারবে না ? তাই আমি মামলা করেছিলাম ৷ এনআইএ তদন্ত হলে এই রাজ্যে রামনবমীর মিছিলে ইট দূরের কথা একটা তীর্যক মন্তব্য করতে পারবে না কেউ ।’’ তিনি উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের প্রশাসনের প্রসঙ্গ তোলেন ৷ সেখানে সব ধর্মের উৎসবই শান্তিপূর্ণভাবে পালন করা যায় বলে তিনি দাবি করেছেন ৷

তাছাড়া কলকাতার মোমিনপুর-ইকবালপুরের একটি ঘটনার প্রসঙ্গও তিনি টানেন ৷ ওই ঘটনাতেও এনআইএ-কে তদন্তভার দেয় আদালত ৷ সেই ঘটনায় বেশ কয়েকজন গ্রেফতার হয় ৷ শুভেন্দুর দাবি, তার পর থেকে ওই এলাকার পরিস্থিতি শান্তিপূর্ণ ৷ তাই তিনি মনে করেন হাওড়া-হুগলির ঘটনাতেও প্রকৃত দোষীরা ধরা পড়লে সেখানেও শান্তির পরিবেশ তৈরি হবে ৷

এদিকে এদিন সিউড়িতে প্রথমে পুরন্দপুরের বেহিরা কালী মন্দিরে পুজো দেন তিনি ৷ তারপর পুরন্দরপুরে একটি মিছিল করেন তিনি । বিজেপি নেতা কর্মীরা ছাড়াও মিছিলে ছিলেন সাধু-সন্ন্যাসীরা । এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এক সনাতনীর মৃত্যু হয়েছে । তাঁর পাশে আছি আমরা ৷ তাই এসেছি । তাঁর মৃত্যুর তদন্ত চাই ।"

আরও পড়ুন: রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.