ETV Bharat / state

এক যুগ ফেরার থাকার পর বীরভূম থেকে গ্রেফতার 'মাওবাদী', উদ্ধার অস্ত্রও - Arrest

Arrested on Maoist Allegation: পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে মুর্শিদাবাদের নওদা থানায় দেশদ্রোহিতার অভিযোগ ছিল। পুলিশও দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল বলে খবর। গতকাল তাকে বীরভূমের রামপুরহাট থেকে গ্রেফতার করা হয় ৷

বীরভূম থেকে গ্রেফতার মাওবাদী
Arrested on Maoist Allegation
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 11:17 AM IST

ময়ূরেশ্বর, 31 ডিসেম্বর: বীরভূম থেকে গ্রেফতার সশস্ত্র 'মাওবাদী'। 12 বছর ফেরার থেকেও শেষরক্ষা হল না। গ্রামে আত্মীয়ের বাড়িতে ফিরতেই শনিবার ওই ব্যক্তিকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে দেশদ্রোহিতা থেকে শুরু করে এলাকায় সন্ত্রাস করার মতো একাধিক অভিযোগ ছিল। সেই সূত্রেই এদিন গ্রেফতার করা হয় তাকে। ধৃতের নাম বাবুল সূত্রধর (48)। বাড়ি বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার বেলিয়া গ্রামের পুকুর পাড়ায়।

গত 12 বছর ধরে বাড়ি ছাড়া ছিল সে । পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পাশের জেলা মুর্শিদাবাদের নওদা থানায় দেশদ্রোহিতার অভিযোগ ছিল। পুলিশও দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল। কয়েক দিন আগে ওই ব্যক্তি গ্রামের এক আত্মীয়ের বাড়িতে এসছিল। স্থানীয় সূত্রে খবর, আত্মীয়ের বাড়ি আসার আগে থেকেই শাসকদলের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল সে ৷ তবে এই বিষয়টি পুলিশ নিশ্চিত করে বলেনি। পাশাপাশি শাসক শিবির থেকেও এই বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বাবুলের গ্রামে ফেরার খবর পেয়ে এদিন সকালে বাড়ি ঘিরে ফেলে রামপুরহাট পুলিশ। পুলিশের নেতৃত্বে ছিলেন রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্র।

তিনি বলেন, "বাম আমলে বাবুলের বোনকে ধর্ষণ করা হয়েছিল বলে জানতে পেরেছি। তারপরই প্রতিবাদী হয়ে ওঠে বাবুল। এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এমনকী, পড়শি জেলা মুর্শিদাবাদের নওদা থানায় তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের হয়েছিল।" গ্রেফতারি প্রসঙ্গে, বীরভূমের পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বাবুলের বাড়ি ঘেরার পর সেখান থেকে অস্ত্র উদ্ধার হয় ৷ তারপর বাবুল সূত্রধরকে গ্রেফতার করা হয়। বহুদিন ধরেই lতাঁকে খুঁজছিল পুলিশ। আজ, রবিবার ধৃতকে আদালতে পেশ করা হবে।" অন্য যে সমস্ত থানায় ওর নামে মামলা রয়েছে তাদেরও নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে ৷

আরও পড়ুন:

  1. দান্তেওয়াড়ায় পুলিশি এনকাউন্টারে 3 মাওবাদী নিকেশ, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
  2. যাদবপুরে মাওবাদী-নকশালপন্থীদের খুঁজে বার করে শাস্তি দিতে হবে, মন্তব্য লকেটের
  3. দুয়ারে জেলাশাসক দরবারে আত্মসমর্পণকারী মাওবাদীরা, সরকারের কাছে কাজের আবেদন

ময়ূরেশ্বর, 31 ডিসেম্বর: বীরভূম থেকে গ্রেফতার সশস্ত্র 'মাওবাদী'। 12 বছর ফেরার থেকেও শেষরক্ষা হল না। গ্রামে আত্মীয়ের বাড়িতে ফিরতেই শনিবার ওই ব্যক্তিকে মাওবাদী সন্দেহে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে দেশদ্রোহিতা থেকে শুরু করে এলাকায় সন্ত্রাস করার মতো একাধিক অভিযোগ ছিল। সেই সূত্রেই এদিন গ্রেফতার করা হয় তাকে। ধৃতের নাম বাবুল সূত্রধর (48)। বাড়ি বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার বেলিয়া গ্রামের পুকুর পাড়ায়।

গত 12 বছর ধরে বাড়ি ছাড়া ছিল সে । পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে পাশের জেলা মুর্শিদাবাদের নওদা থানায় দেশদ্রোহিতার অভিযোগ ছিল। পুলিশও দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল। কয়েক দিন আগে ওই ব্যক্তি গ্রামের এক আত্মীয়ের বাড়িতে এসছিল। স্থানীয় সূত্রে খবর, আত্মীয়ের বাড়ি আসার আগে থেকেই শাসকদলের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছিল সে ৷ তবে এই বিষয়টি পুলিশ নিশ্চিত করে বলেনি। পাশাপাশি শাসক শিবির থেকেও এই বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বাবুলের গ্রামে ফেরার খবর পেয়ে এদিন সকালে বাড়ি ঘিরে ফেলে রামপুরহাট পুলিশ। পুলিশের নেতৃত্বে ছিলেন রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্র।

তিনি বলেন, "বাম আমলে বাবুলের বোনকে ধর্ষণ করা হয়েছিল বলে জানতে পেরেছি। তারপরই প্রতিবাদী হয়ে ওঠে বাবুল। এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এমনকী, পড়শি জেলা মুর্শিদাবাদের নওদা থানায় তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের হয়েছিল।" গ্রেফতারি প্রসঙ্গে, বীরভূমের পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বাবুলের বাড়ি ঘেরার পর সেখান থেকে অস্ত্র উদ্ধার হয় ৷ তারপর বাবুল সূত্রধরকে গ্রেফতার করা হয়। বহুদিন ধরেই lতাঁকে খুঁজছিল পুলিশ। আজ, রবিবার ধৃতকে আদালতে পেশ করা হবে।" অন্য যে সমস্ত থানায় ওর নামে মামলা রয়েছে তাদেরও নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে ৷

আরও পড়ুন:

  1. দান্তেওয়াড়ায় পুলিশি এনকাউন্টারে 3 মাওবাদী নিকেশ, বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
  2. যাদবপুরে মাওবাদী-নকশালপন্থীদের খুঁজে বার করে শাস্তি দিতে হবে, মন্তব্য লকেটের
  3. দুয়ারে জেলাশাসক দরবারে আত্মসমর্পণকারী মাওবাদীরা, সরকারের কাছে কাজের আবেদন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.