ETV Bharat / state

"চৌকিদারের বাড়িতেই চুরি হচ্ছে, উনি কী দেশ রক্ষা করবেন?" - loksabha vote

"চৌকিদারের বাড়ি চুরি হয়ে যাচ্ছে। উনি কী দেশ রক্ষা করবেন?" রাফাল ফাইল চুরি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই কটাক্ষ করলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সূর্যকান্ত মিশ্র
author img

By

Published : Mar 9, 2019, 12:12 PM IST

রামপুরহাট, ৯ মার্চ : "চৌকিদারের বাড়ি চুরি হয়ে যাচ্ছে। উনি কী দেশ রক্ষা করবেন?" রাফাল ফাইল চুরি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই কটাক্ষ করলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

তিনি বলেন, "উত্তরপ্রদেশে কাশ্মীরি যুবককে মারধরের ঘটনা আমাদের দেশে নতুন না। মোদি সরকারের আমলে এই আক্রমণ তীব্র থেকে তীব্রতর হয়েছে। পুলওয়ামার জঙ্গিহানা মোদি ও তাঁর দল নির্বাচনের কাজে ব্যবহার করার চেষ্টা করছে। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে। আমরা চাই ওখানে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই রাজনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে এই বিবাদগুলির নিষ্পত্তি হোক।" রাফাল ফাইল চুরি নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এই যে চৌকিদার, এরকম বড় চৌকিদার আমাদের দেশের প্রধানমন্ত্রী। চৌকিদারের বাড়িতেই চুরি হয়ে যাচ্ছে। ইনি কী দেশ রক্ষা করবেন। আর সেই চুরির ফাইল সংবাদমাধ্যম প্রকাশ করছে। উনি এখন সংবাদমাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা তার তীব্র নিন্দা করছি। সংবাদমাধ্যমের পুরো অধিকার আছে মানুষের কাছে সত্য আনার। তিনি যেটাকে আড়াল করছিলেন। তিনি যে কত মিথ্যা বলেন সেটা প্রমাণিত হচ্ছে এই যে ফাইল যা আমরা এখন সংবাদমাধ্যমে দেখতে পাচ্ছি তার থেকে।"

কংগ্রেসের সঙ্গে কোনও জোট হচ্ছে না বলেও জানিয়ে দেন সূর্যকান্তবাবু। বলেন, "কংগ্রেসের সঙ্গে আমরা কোনওদিনই জোট করিনি। ভবিষ্যতেও করব না। যাতে প্রতিদ্বন্দ্বীতা না হয়, তাই ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে কয়েকটা আসন ভাগাভাগি করেছিলাম। যদিও সেটাতে শেষ পর্যন্ত গোলমাল থেকে গেছিল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ছয়টি আসন আছে, যেখানে চারটি আসনে কংগ্রেস জিতেছে। দু'টো বামপন্থীরা জিতেছে। আমাদের প্রস্তাব, আমাদের কেন্দ্রীয় কমিটির প্রস্তাব আমরা আগেই দিয়ে দিয়েছি। আপনারা (কংগ্রেস) যেখানে জিতেছেন আমরা সেখানে প্রার্থী দেব না। আর আমরা যেখানে জিতেছি সেখানে আপনারা (কংগ্রেস) প্রার্থী দেবেন না। এর উপর নির্ভর করছে বোঝাপড়া কতদূর যাবে।"

রামপুরহাট, ৯ মার্চ : "চৌকিদারের বাড়ি চুরি হয়ে যাচ্ছে। উনি কী দেশ রক্ষা করবেন?" রাফাল ফাইল চুরি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এভাবেই কটাক্ষ করলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

তিনি বলেন, "উত্তরপ্রদেশে কাশ্মীরি যুবককে মারধরের ঘটনা আমাদের দেশে নতুন না। মোদি সরকারের আমলে এই আক্রমণ তীব্র থেকে তীব্রতর হয়েছে। পুলওয়ামার জঙ্গিহানা মোদি ও তাঁর দল নির্বাচনের কাজে ব্যবহার করার চেষ্টা করছে। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে। আমরা চাই ওখানে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই রাজনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে এই বিবাদগুলির নিষ্পত্তি হোক।" রাফাল ফাইল চুরি নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, "এই যে চৌকিদার, এরকম বড় চৌকিদার আমাদের দেশের প্রধানমন্ত্রী। চৌকিদারের বাড়িতেই চুরি হয়ে যাচ্ছে। ইনি কী দেশ রক্ষা করবেন। আর সেই চুরির ফাইল সংবাদমাধ্যম প্রকাশ করছে। উনি এখন সংবাদমাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা তার তীব্র নিন্দা করছি। সংবাদমাধ্যমের পুরো অধিকার আছে মানুষের কাছে সত্য আনার। তিনি যেটাকে আড়াল করছিলেন। তিনি যে কত মিথ্যা বলেন সেটা প্রমাণিত হচ্ছে এই যে ফাইল যা আমরা এখন সংবাদমাধ্যমে দেখতে পাচ্ছি তার থেকে।"

কংগ্রেসের সঙ্গে কোনও জোট হচ্ছে না বলেও জানিয়ে দেন সূর্যকান্তবাবু। বলেন, "কংগ্রেসের সঙ্গে আমরা কোনওদিনই জোট করিনি। ভবিষ্যতেও করব না। যাতে প্রতিদ্বন্দ্বীতা না হয়, তাই ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে কয়েকটা আসন ভাগাভাগি করেছিলাম। যদিও সেটাতে শেষ পর্যন্ত গোলমাল থেকে গেছিল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ছয়টি আসন আছে, যেখানে চারটি আসনে কংগ্রেস জিতেছে। দু'টো বামপন্থীরা জিতেছে। আমাদের প্রস্তাব, আমাদের কেন্দ্রীয় কমিটির প্রস্তাব আমরা আগেই দিয়ে দিয়েছি। আপনারা (কংগ্রেস) যেখানে জিতেছেন আমরা সেখানে প্রার্থী দেব না। আর আমরা যেখানে জিতেছি সেখানে আপনারা (কংগ্রেস) প্রার্থী দেবেন না। এর উপর নির্ভর করছে বোঝাপড়া কতদূর যাবে।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.