রামপুরহাট, 16 মার্চ: "মুখ্যমন্ত্রীর অবস্থান ঘুষ ও দুর্নীতির পক্ষে !" বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটে এসে ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সিপিএমের বর্ষীয়ান নেতা তথা দলের পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র (Surya Kanta Mishra slams CM) ৷ এদিন রামপুরহাটে আয়োজিত একটি দলীয় কর্মশালায় যোগ দিতে আসেন সূর্যকান্ত ৷ সেই কর্মসূচি শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ নিয়োগ দুর্নীতি (WB Recruitment Scam) ইস্যুতে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেন ৷
উল্লেখ্য, এর আগে কলকাতায় আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে নিয়োগ দুর্নীতির তদন্তের জেরে চাকরিহারা অযোগ্য প্রার্থীদের কার্যত পাশে দাঁড়িয়েছিলেন মমতা (Mamata Banerjee)! আদালত ও বিচারপতিদের উদ্দেশে বলেছিলেন, "প্রধান বিচারপতি এখানে নেই (তবে, অন্য বিচারপতি ছিলেন ৷ তাঁকে উদ্দেশ করেই মমতা সরাসরি মন্তব্য করেন) ৷ এটা আমার ব্যক্তিগত মত ৷ দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না ৷" এমনকী, অবৈধ ও অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া চাকরি যাতে বৈধ স্বীকৃতি পায়, সেই বন্দোবস্ত করার পক্ষেও সওয়াল করেন মমতা ! যা নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে সমালোচনা শুরু হয়েছে ৷
এদিন এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সূর্যকান্ত বলেন, তিনি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করে টুইট করেছেন ৷ পাশাপাশি তিনি বলেন, যাঁরা অন্যায়ভাবে চাকরি আদায় করেছেন, মুখ্যমন্ত্রী তাঁদেরই সমর্থন করছেন ৷ এর থেকেই প্রমাণিত যে রাজ্য়ের প্রশাসনিক প্রধান আদতে দুর্নীতির পক্ষে রয়েছেন ! সূর্যকান্তের বক্তব্য, অযোগ্য প্রার্থীদের জন্য মমতা যদি এতটাই চিন্তিত হন, তাহলে তাঁদের কাছ থেকে যে বিপুল পরিমাণ অর্থ ঘুষ নেওয়া হয়েছিল, তা তিনি ফেরত দেওয়ার ব্যবস্থা করুন ৷
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে
একইসঙ্গে সূর্যকান্তের কটাক্ষ, যোগ্য প্রার্থীরা ন্যায্য চাকরির দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ অনশন করছেন ৷ আর মুখ্যমন্ত্রী অযোগ্যদের সমর্থন করছেন ! অযোগ্যদের প্রতি তাঁর যত দরদ, তার এক ভগ্নাংশও যদি যোগ্য প্রার্থীদের জন্য থাকত, তাহলে তিনি খুশি হতেন বলেও জানিয়েছেন সূর্যকান্ত ৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রীর দলের লোকেরাই টাকা নিয়েছেন ৷ তাঁদের ঘরে টাকার পাহাড় ! সবাই সেই টাকা দেখেছেন ৷ সেই টাকা থেকেই বরং অযোগ্যদের থেকে নেওয়া ঘুষের অর্থ ফেরত দেওয়া হোক !