ETV Bharat / state

বিশ্বভারতীতে রবীন্দ্র আদর্শ বিরোধী কাজকর্ম চলেছে : সুপ্রিয় ঠাকুর - মেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়ে সরব সুপ্রিয় ঠাকুর

পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া নিয়ে ক্ষুব্ধ ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর ৷ বলেন, " বিশ্বভারতী জুড়ে রবীন্দ্র আদর্শ বিরোধী কাজকর্ম চলছে ৷ তাই রবীন্দ্র আদর্শের কথা না বলাই ভালো ৷"

Supriyo Tagore
সুপ্রিয় ঠাকুর
author img

By

Published : Aug 17, 2020, 8:53 AM IST

Updated : Aug 17, 2020, 11:41 AM IST

শান্তিনিকেতন, 17 অগাস্ট : ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন আশ্রমিক ও পড়ুয়াদের একাংশ ৷ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর ৷ বলেন, "সারা বিশ্বভারতীতে রবীন্দ্র আদর্শ বিরোধী কাজকর্ম চলেছে ৷ এখন কোথায় রবীন্দ্র আদর্শ অনুযায়ী কাজ হচ্ছে ? কোথাও হচ্ছে না ৷ রবীন্দ্র আদর্শের কথা না বলাই ভালো ৷ "

বিশ্বভারতীর আশ্রমিক, অধ্যাপক-অধ্যাপিকা, পড়ুয়া, রবীন্দ্র অনুরাগী মানুষজনের একটা বড় অংশ বারবার অভিযোগ তুলছেন বিশ্বভারতীকে অচলায়তনে পরিণত করা হচ্ছে । তাঁদের বক্তব্য, ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া রবীন্দ্র আদর্শ বিরোধী । বিশ্বভারতী কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র সুপ্রিয় ঠাকুরও । বলেন, " নিরাপত্তার জন্য অনেক জায়গায় পাঁচিল দেওয়া হচ্ছে । কিন্তু, পৌষমেলার মাঠ কেন পাঁচিল দিয়ে ঘেরা হচ্ছে বুঝতে পারছি না । আমি এটা সমর্থন করি না ।" তিনি আরও বলেন, "রবীন্দ্র আদর্শের কথা না বলাই ভালো ।"

একই সুর আশ্রমিক শুভলক্ষ্মী গোস্বামীর গলায় ৷ বলেন, "এতদিন কোনও পাঁচিলের কথা উঠল না ৷ UGC-ও কোনও পাঁচিলের কথা বলল না ৷ পাঁচিল নিজের সীমানার মধ্যে তোলা হোক সেটা মেনে নেওয়া যায় ৷ পৌষমেলার মাঠকে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না । জীবন থাকতে পাঁচিল তুলতে দেব না ৷ এত দিন তো মুক্ত বিশ্ববিদ্যালয় ছিল । এখন হঠাৎ করে পাঁচিল দেওয়ার প্রয়োজন কেন হল?"

পৌষমেলার মাঠ পাঁচিল দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুরের

পড়ুয়াদের একজন সোমনাথ সৌ বলেন, "আমরা উপাচার্যের কাছে আবেদন করেছি পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে না ঘোরার জন্য । আবেদন না মানলে বৃহত্তর আন্দোলনে নামব । বিশ্বভারতীকে অনেক আগেই অচলায়তন করে দেওয়া হয়েছে । এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৷ "

শান্তিনিকেতন, 17 অগাস্ট : ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন আশ্রমিক ও পড়ুয়াদের একাংশ ৷ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঠাকুর পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয় ঠাকুর ৷ বলেন, "সারা বিশ্বভারতীতে রবীন্দ্র আদর্শ বিরোধী কাজকর্ম চলেছে ৷ এখন কোথায় রবীন্দ্র আদর্শ অনুযায়ী কাজ হচ্ছে ? কোথাও হচ্ছে না ৷ রবীন্দ্র আদর্শের কথা না বলাই ভালো ৷ "

বিশ্বভারতীর আশ্রমিক, অধ্যাপক-অধ্যাপিকা, পড়ুয়া, রবীন্দ্র অনুরাগী মানুষজনের একটা বড় অংশ বারবার অভিযোগ তুলছেন বিশ্বভারতীকে অচলায়তনে পরিণত করা হচ্ছে । তাঁদের বক্তব্য, ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া রবীন্দ্র আদর্শ বিরোধী । বিশ্বভারতী কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র সুপ্রিয় ঠাকুরও । বলেন, " নিরাপত্তার জন্য অনেক জায়গায় পাঁচিল দেওয়া হচ্ছে । কিন্তু, পৌষমেলার মাঠ কেন পাঁচিল দিয়ে ঘেরা হচ্ছে বুঝতে পারছি না । আমি এটা সমর্থন করি না ।" তিনি আরও বলেন, "রবীন্দ্র আদর্শের কথা না বলাই ভালো ।"

একই সুর আশ্রমিক শুভলক্ষ্মী গোস্বামীর গলায় ৷ বলেন, "এতদিন কোনও পাঁচিলের কথা উঠল না ৷ UGC-ও কোনও পাঁচিলের কথা বলল না ৷ পাঁচিল নিজের সীমানার মধ্যে তোলা হোক সেটা মেনে নেওয়া যায় ৷ পৌষমেলার মাঠকে পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না । জীবন থাকতে পাঁচিল তুলতে দেব না ৷ এত দিন তো মুক্ত বিশ্ববিদ্যালয় ছিল । এখন হঠাৎ করে পাঁচিল দেওয়ার প্রয়োজন কেন হল?"

পৌষমেলার মাঠ পাঁচিল দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুরের

পড়ুয়াদের একজন সোমনাথ সৌ বলেন, "আমরা উপাচার্যের কাছে আবেদন করেছি পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে না ঘোরার জন্য । আবেদন না মানলে বৃহত্তর আন্দোলনে নামব । বিশ্বভারতীকে অনেক আগেই অচলায়তন করে দেওয়া হয়েছে । এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৷ "

Last Updated : Aug 17, 2020, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.