ETV Bharat / state

Ballabhpur Wildlife Sanctuary: তীব্র গরমে বল্লভপুর অভয়ারণ্যে হরিণদের বিশেষ পরিচর্যা বন বিভাগের - Ballabhpur Wildlife Sanctuary in birbhum

তীব্র গরমে নাজেহাল অবস্থা মানুষ থেকে পশুদের ৷ সকলেরই পরাণ যায় জ্বলিয়া ৷ এই গরমের দাবদাহ থেকে রক্ষা করতেই হরিণদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হচ্ছে ৷ বেশি করে দেওয়া হচ্ছে সবুজ ঘাস ৷ রাখা হয়েছে চিকিৎসকের ব্যবস্থাও ৷

Etv Bharat
বল্লভপুর অভয়ারণ্যে হরিণদের পরিচর্চা বন বিভাগের
author img

By

Published : Apr 11, 2023, 4:19 PM IST

Updated : Apr 11, 2023, 4:33 PM IST

বল্লভপুর অভয়ারণ্যে হরিণদের পরিচর্যায় বন বিভাগ

বোলপুর, 11 এপ্রিল: গরমে প্রাণ ওষ্ঠাগত ৷ মনুষ্যকূল না হয় নিজেদের সমস্যার কথা বলতে পারেন ৷ কিন্তু পশুরা ? তারা তো অবলা, কথা বলতে পারে না ৷ তাই অসুস্থ হলেও শরীরের কষ্ট তারা প্রকাশ করতে পারে না ৷ কিছু লক্ষণ দেখেই বুঝে নিতে হয় তারা অসুস্থ ৷ এবার তীব্র দাবদাহ থেকে হরিণদের রক্ষা করতে বিশেষ উদ্যোগ বন দফতরের । বল্লভপুর অভয়ারণ্যে হরিণদের সুস্থ রাখতে পশু চিকিৎসকদের পরামর্শ মতো দেওয়া হচ্ছে গ্লুকোজ জল, ওআরএস-সহ সবুজ শাক-পাতা ৷ দুই বেলা জলও দেওয়া হচ্ছে পরিমাণ মতো । জানালেন বন বিভাগের বোলপুরের রেঞ্জার প্রদীপ হালদার ।

সময়ের আগেই এবছর তীব্র দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী ৷ বেলা বাড়তেই বাড়ছে তাপপ্রবাহ । এখনই তাপমাত্রা 40 ডিগ্রি ৷ এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে শ্রীনিকেতন আবহাওয়া অফিস । এই তীব্র দাবদাহে স্বাভাবিকভাবেই মানুষজনের পাশাপাশি নাজেহাল শান্তিনিকেতনের বল্লভপুর অভয়ারণ্যের হরিণরা । তাদের সুস্থ রাখতেই বিশেষ পরিচর্যা ৷

এই অভয়ারণ্যে এক সময় শিশু, স্ত্রী-সহ মোট 250টি হরিণ ছিল ৷ সদ্য এখান থেকে বক্সার অভয়ারণ্যে 200টিরও বেশি হরিণ পাঠানো হয়েছে ৷ বর্তমানে বল্লভপুর হরিণ উদ্যানে রয়েছে 40 থেকে 45টি হরিণ । এর মধ্যে বেশ কয়েকটি হরিণ শাবকও আছে । তাপপ্রবাহ থেকে হরিণদের রক্ষা করতে ইতিমধ্যেই বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বন বিভাগ ৷ হরিণদের সুস্থ রাখতে দেওয়া হচ্ছে গ্লুকোজ জল ও ওআরএস ৷ এছাড়া, শরীর ঠান্ডা রাখতে সবুজ শাক-পাতা, ভুট্টা পাতা, ছোলা খাওয়ানো হচ্ছে ৷ পশু চিকিৎসকদের পরামর্শ মতো পরিচর্যা করা হচ্ছে হরিণদের ৷ রোদে জল গরম হয়ে যাচ্ছে ৷ তাই দিনে দু'বার করে পানীয় জল বদল করে দেওয়া হচ্ছে ৷ বন বিভাগের কর্মীদের জঙ্গলে ঘুরে ঘুরে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে । কোনও হরিণ অসুস্থ হয়ে পড়লে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তার প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে ৷

আরও পড়ুন: 'ইংরেজদের পদলেহন করতে দুর্গাপুজো', বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যে রিপোর্ট তলব পিএমও'র

এই বিষয়ে বন বিভাগের বোলপুরের রেঞ্জার প্রদীপ হালদার বলেন, "নিয়মিত খাবার দেওয়া হচ্ছে ৷ পশু চিকিৎসকদের পরামর্শ মতো হরিণদের গ্লুকোজ জল খাওয়ানো হচ্ছে ৷ সবুজ পাতা দেওয়া হচ্ছে ৷ আমাদের কর্মীরা সর্বদা নজর রাখছেন ৷ খুবই গরম পড়েছে । তাই বাড়তি নজর দেওয়া হচ্ছে ।"

বল্লভপুর অভয়ারণ্যে হরিণদের পরিচর্যায় বন বিভাগ

বোলপুর, 11 এপ্রিল: গরমে প্রাণ ওষ্ঠাগত ৷ মনুষ্যকূল না হয় নিজেদের সমস্যার কথা বলতে পারেন ৷ কিন্তু পশুরা ? তারা তো অবলা, কথা বলতে পারে না ৷ তাই অসুস্থ হলেও শরীরের কষ্ট তারা প্রকাশ করতে পারে না ৷ কিছু লক্ষণ দেখেই বুঝে নিতে হয় তারা অসুস্থ ৷ এবার তীব্র দাবদাহ থেকে হরিণদের রক্ষা করতে বিশেষ উদ্যোগ বন দফতরের । বল্লভপুর অভয়ারণ্যে হরিণদের সুস্থ রাখতে পশু চিকিৎসকদের পরামর্শ মতো দেওয়া হচ্ছে গ্লুকোজ জল, ওআরএস-সহ সবুজ শাক-পাতা ৷ দুই বেলা জলও দেওয়া হচ্ছে পরিমাণ মতো । জানালেন বন বিভাগের বোলপুরের রেঞ্জার প্রদীপ হালদার ।

সময়ের আগেই এবছর তীব্র দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী ৷ বেলা বাড়তেই বাড়ছে তাপপ্রবাহ । এখনই তাপমাত্রা 40 ডিগ্রি ৷ এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে শ্রীনিকেতন আবহাওয়া অফিস । এই তীব্র দাবদাহে স্বাভাবিকভাবেই মানুষজনের পাশাপাশি নাজেহাল শান্তিনিকেতনের বল্লভপুর অভয়ারণ্যের হরিণরা । তাদের সুস্থ রাখতেই বিশেষ পরিচর্যা ৷

এই অভয়ারণ্যে এক সময় শিশু, স্ত্রী-সহ মোট 250টি হরিণ ছিল ৷ সদ্য এখান থেকে বক্সার অভয়ারণ্যে 200টিরও বেশি হরিণ পাঠানো হয়েছে ৷ বর্তমানে বল্লভপুর হরিণ উদ্যানে রয়েছে 40 থেকে 45টি হরিণ । এর মধ্যে বেশ কয়েকটি হরিণ শাবকও আছে । তাপপ্রবাহ থেকে হরিণদের রক্ষা করতে ইতিমধ্যেই বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বন বিভাগ ৷ হরিণদের সুস্থ রাখতে দেওয়া হচ্ছে গ্লুকোজ জল ও ওআরএস ৷ এছাড়া, শরীর ঠান্ডা রাখতে সবুজ শাক-পাতা, ভুট্টা পাতা, ছোলা খাওয়ানো হচ্ছে ৷ পশু চিকিৎসকদের পরামর্শ মতো পরিচর্যা করা হচ্ছে হরিণদের ৷ রোদে জল গরম হয়ে যাচ্ছে ৷ তাই দিনে দু'বার করে পানীয় জল বদল করে দেওয়া হচ্ছে ৷ বন বিভাগের কর্মীদের জঙ্গলে ঘুরে ঘুরে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে । কোনও হরিণ অসুস্থ হয়ে পড়লে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তার প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে ৷

আরও পড়ুন: 'ইংরেজদের পদলেহন করতে দুর্গাপুজো', বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্যে রিপোর্ট তলব পিএমও'র

এই বিষয়ে বন বিভাগের বোলপুরের রেঞ্জার প্রদীপ হালদার বলেন, "নিয়মিত খাবার দেওয়া হচ্ছে ৷ পশু চিকিৎসকদের পরামর্শ মতো হরিণদের গ্লুকোজ জল খাওয়ানো হচ্ছে ৷ সবুজ পাতা দেওয়া হচ্ছে ৷ আমাদের কর্মীরা সর্বদা নজর রাখছেন ৷ খুবই গরম পড়েছে । তাই বাড়তি নজর দেওয়া হচ্ছে ।"

Last Updated : Apr 11, 2023, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.