ETV Bharat / state

Visva Bharati Student Agitation: বকেয়া পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণার দাবি, ফের বিক্ষোভ বিশ্বভারতীতে

অবিলম্বে ঘোষণা করতে হবে বকেয়া পরীক্ষার দিনক্ষণ ৷ এই দাবিতেই সোমবার বিশ্বভারতী (Visva Bharati University) চত্বরে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের একাংশ (Student Agitation) ৷

Student Agitation at Visva Bharati University in demand of Exam
Visva Bharati Student Agitation: বকেয়া পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণার দাবি, ফের বিক্ষোভ বিশ্বভারতীতে
author img

By

Published : Jul 18, 2022, 2:34 PM IST

শান্তিনিকেতন, 18 জুলাই: বকেয়া পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ছাত্র বিক্ষোভ (Student Agitation) ৷ ঘটনাস্থল বীরভূমের শান্তিনিকেতন ৷ বিশ্বভারতীর (Visva Bharati University) পড়ুয়াদের একাংশের অভিযোগ, বকেয়া পরীক্ষার দিন ঘোষণা করতে গড়িমসি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ তারই প্রতিবাদে বিক্ষোভে সামিল হন সংশ্লিষ্ট বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীরা ৷ কিন্তু, তাঁদের আটকাতে বিভিন্ন জায়গায় নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় বলে অভিযোগ ৷ এই অবস্থায় কেন্দ্রীয় কার্যালয়ের পিছনে থাকা টিনের তৈরি বেড়া ভেঙে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়েন প্রতিবাদীরা ৷ ঘটনা ঘিরে ছড়ায় উত্তেজনা ৷

প্রতিবাদী পড়ুয়ারা জানিয়েছেন, এখনও পর্যন্ত অন্তত আটটি ভবনের বহু পরীক্ষা বাকি আছে ৷ নিয়ম মাফিক, বিশ্বভারতীর এক-একটি ভবনের অধীনে একাধিক বিভাগ রয়েছে ৷ অন্তত আটটি ভবনের ফাইনাল সেমেস্টারের পরীক্ষা বকেয়া পড়ে রয়েছে ৷ এর আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, চলতি বছরের 8 জুলাই বকেয়া পরীক্ষাগুলির নির্ঘণ্ট ঘোষণা করা হবে ৷ কিন্তু, তারপর 10 দিন কাটতে চলেছে ৷ কিন্তু, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: NIRF Ranking 2022: ক্রমেই কমছে শিক্ষার মান, নামতে নামতে 98 নম্বরে কবিগুরুর বিশ্বভারতী

এই প্রেক্ষাপটে সোমবার কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে আসেন পড়ুয়াদের একাংশ ৷ কিন্তু, তাঁদের সঙ্গে বিশ্বভারতীর তরফে কেউ কথা বলতে রাজি হননি বলে অভিযোগ ৷ ছাত্রছাত্রীদের আশঙ্কা, সময় মতো পরীক্ষা না দিতে পারলে উচ্চশিক্ষার জন্য অন্যত্র আবেদন করতে পারবেন না তাঁরা ৷ তাই অবিলম্বে পরীক্ষার দিন ঘোষণার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ সংশ্লিষ্ট আধিকারিকের কাছে এই বিষয়ে স্মারকলিপিও জমা দিতে চেয়েছিলেন তাঁরা ৷ কিন্তু, সেই দফতরে কেউ না থাকায় সেটাও সম্ভব হয়নি ৷

পরীক্ষার দাবিতে বিক্ষোভ ৷

প্রসঙ্গত, বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ কোনও নতুন ঘটনা নয় ৷ মাঝেমধ্যেই নানা কারণে সেখানে প্রতিবাদ, আন্দোলন এমনকী অশান্তির ঘটনাও ঘটেছে ৷ সোমবার আরও একবার উত্তেজনা ছড়াল কবিগুরুর স্মৃতিবিজড়িত এই শিক্ষা প্রতিষ্ঠানে ৷

শান্তিনিকেতন, 18 জুলাই: বকেয়া পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ছাত্র বিক্ষোভ (Student Agitation) ৷ ঘটনাস্থল বীরভূমের শান্তিনিকেতন ৷ বিশ্বভারতীর (Visva Bharati University) পড়ুয়াদের একাংশের অভিযোগ, বকেয়া পরীক্ষার দিন ঘোষণা করতে গড়িমসি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ তারই প্রতিবাদে বিক্ষোভে সামিল হন সংশ্লিষ্ট বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীরা ৷ কিন্তু, তাঁদের আটকাতে বিভিন্ন জায়গায় নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয় বলে অভিযোগ ৷ এই অবস্থায় কেন্দ্রীয় কার্যালয়ের পিছনে থাকা টিনের তৈরি বেড়া ভেঙে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়েন প্রতিবাদীরা ৷ ঘটনা ঘিরে ছড়ায় উত্তেজনা ৷

প্রতিবাদী পড়ুয়ারা জানিয়েছেন, এখনও পর্যন্ত অন্তত আটটি ভবনের বহু পরীক্ষা বাকি আছে ৷ নিয়ম মাফিক, বিশ্বভারতীর এক-একটি ভবনের অধীনে একাধিক বিভাগ রয়েছে ৷ অন্তত আটটি ভবনের ফাইনাল সেমেস্টারের পরীক্ষা বকেয়া পড়ে রয়েছে ৷ এর আগে বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, চলতি বছরের 8 জুলাই বকেয়া পরীক্ষাগুলির নির্ঘণ্ট ঘোষণা করা হবে ৷ কিন্তু, তারপর 10 দিন কাটতে চলেছে ৷ কিন্তু, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন: NIRF Ranking 2022: ক্রমেই কমছে শিক্ষার মান, নামতে নামতে 98 নম্বরে কবিগুরুর বিশ্বভারতী

এই প্রেক্ষাপটে সোমবার কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে আসেন পড়ুয়াদের একাংশ ৷ কিন্তু, তাঁদের সঙ্গে বিশ্বভারতীর তরফে কেউ কথা বলতে রাজি হননি বলে অভিযোগ ৷ ছাত্রছাত্রীদের আশঙ্কা, সময় মতো পরীক্ষা না দিতে পারলে উচ্চশিক্ষার জন্য অন্যত্র আবেদন করতে পারবেন না তাঁরা ৷ তাই অবিলম্বে পরীক্ষার দিন ঘোষণার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ সংশ্লিষ্ট আধিকারিকের কাছে এই বিষয়ে স্মারকলিপিও জমা দিতে চেয়েছিলেন তাঁরা ৷ কিন্তু, সেই দফতরে কেউ না থাকায় সেটাও সম্ভব হয়নি ৷

পরীক্ষার দাবিতে বিক্ষোভ ৷

প্রসঙ্গত, বিশ্বভারতীতে ছাত্র বিক্ষোভ কোনও নতুন ঘটনা নয় ৷ মাঝেমধ্যেই নানা কারণে সেখানে প্রতিবাদ, আন্দোলন এমনকী অশান্তির ঘটনাও ঘটেছে ৷ সোমবার আরও একবার উত্তেজনা ছড়াল কবিগুরুর স্মৃতিবিজড়িত এই শিক্ষা প্রতিষ্ঠানে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.