ETV Bharat / state

"প্রাচীর শান্তিনিকেতনের সংস্কৃতি নয়", গানে গানে প্রতিবাদ প্রবীণ আশ্রমিকদের - বিশ্বভারতীর খবর

পৌষমেলার মাঠের পর এবার সংগীত ভবনের সামনে 6 ফুটের বেশি পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছে । তারই প্রতিবাদে আজ পথে নামলেন শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকরা ।

Shantiniketan news
গান গেয়ে প্রতিবাদ শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকদের
author img

By

Published : Aug 19, 2020, 4:32 PM IST

Updated : Aug 19, 2020, 5:32 PM IST

শান্তিনিকেতন, 19 অগাস্ট : গলায় রবীন্দ্রসংগীত । হাতে ব্যানার । কোনওটায় লেখা, "প্রাচীর নয়, কথা হোক" । কোনওটায় লেখা, "নই বাঁধা নই, দাসের রাজার ত্রাসের দাসত্বে" । আবার কোনওটায় "বাঁধ ভেঙে দাও" । অন্য একটিতে লেখা, "শাসনে যতই ঘেরো, আছে বল দুর্বলেরও" । এই ছবিই আজ দেখা গেল শান্তিনিকেতনে । হাতে ব্যানার-পোস্টার নিয়ে পথে নামলেন শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকরা ।

ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘিরে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত । পাঁচিল নির্মাণ বন্ধ করতে ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে বোলপুর ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে । অধ্যাপক-অধ্যাপিকা ও কর্মীদের নিয়ে পালটা মিছিল করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । ফের শুরু হয় পাঁচিল তোলার কাজ । এরপরই বোলপুর-শান্তিনিকেতনের প্রায় কয়েক হাজার মানুষ চড়াও হয়ে তাণ্ডব চালায় পৌষমেলার মাঠে । ভেঙে দেওয়া হয় নির্মীয়মাণ পাঁচিল । ভাঙা হয় বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস, পৌষমেলার গেট । শান্তিনিকেতন থানার সামনে এই ঘটনা ঘটলেও পুলিশকে দেখা যায়নি বলে অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষের । তাদের তরফে CBI তদন্ত চেয়ে আবেদন করা হবে বলেও জানানো হয়েছে ।

গান গেয়ে প্রতিবাদ শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকদের

এই সংক্রান্ত আরও খবর : বিশ্বভারতী নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, নির্মাণকাজে সমর্থন নেই মমতার

সব মিলিয়ে বিশ্বভারতীতে প্রাচীর বিতর্ক অব্যাহত । পৌষমেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরার পাশাপাশি দেখা যায় সংগীত ভবনের সামনে 6 ফুটের বেশি প্রাচীর নির্মাণের কাজ চলছে । প্রাচীরে ঘেরা পড়ছে প্রখ্যাত সংগীতশিল্পী শান্তিদেব ঘোষের বাড়ি । প্রয়াত এই সংগীতশিল্পী মাত্র কুড়ি বছর বয়সে বিশ্বভারতীর সংগীত ভবনের শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন । পরে তিনি ওই ভবনের অধ্যক্ষের দায়িত্বও সামলেছেন ।

এই সংক্রান্ত আরও খবর : প্রাচীর তোলার বিরোধী, কিন্তু বিশ্বভারতীতে তাণ্ডবের নিন্দা পড়ুয়া-আশ্রমিকদের

সংগীত ভবনের উলটোদিকেই তাঁর বাড়ি । এবার তাঁর বাড়ির সামনে প্রাচীর তুলে দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এরই প্রতিবাদে এবার ব্যানার-পোস্টার নিয়ে রবীন্দ্রসংগীত গাইতে গাইতে পথে নামলেন প্রবীণ আশ্রমিকরা । তাঁদের দাবি, প্রাচীর শান্তিনিকেতনের সংস্কৃতি নয় । প্রাচীর দিয়ে পরিবেশ নষ্ট করা হচ্ছে ও বিশিষ্টদের বাড়ি ঘিরে দেওয়া হচ্ছে । এর আগেও কণিকা বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের বাড়ির সামনে প্রাচীর তুলতে দেখা গেছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে । বিশ্বভারতীর সংগীত ভবনের সামনে আজ দীর্ঘক্ষণ গান গেয়ে প্রতিবাদ জানান প্রবীণ আশ্রমিকরা ।

এই সংক্রান্ত আরও খবর : "এ লজ্জা রাখি কোথায় !" বিশ্বভারতীর ঘটনার নিন্দায় সরব শিক্ষা মহল

শান্তিনিকেতন, 19 অগাস্ট : গলায় রবীন্দ্রসংগীত । হাতে ব্যানার । কোনওটায় লেখা, "প্রাচীর নয়, কথা হোক" । কোনওটায় লেখা, "নই বাঁধা নই, দাসের রাজার ত্রাসের দাসত্বে" । আবার কোনওটায় "বাঁধ ভেঙে দাও" । অন্য একটিতে লেখা, "শাসনে যতই ঘেরো, আছে বল দুর্বলেরও" । এই ছবিই আজ দেখা গেল শান্তিনিকেতনে । হাতে ব্যানার-পোস্টার নিয়ে পথে নামলেন শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকরা ।

ঐতিহ্যবাহী পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘিরে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত । পাঁচিল নির্মাণ বন্ধ করতে ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে বোলপুর ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে । অধ্যাপক-অধ্যাপিকা ও কর্মীদের নিয়ে পালটা মিছিল করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । ফের শুরু হয় পাঁচিল তোলার কাজ । এরপরই বোলপুর-শান্তিনিকেতনের প্রায় কয়েক হাজার মানুষ চড়াও হয়ে তাণ্ডব চালায় পৌষমেলার মাঠে । ভেঙে দেওয়া হয় নির্মীয়মাণ পাঁচিল । ভাঙা হয় বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস, পৌষমেলার গেট । শান্তিনিকেতন থানার সামনে এই ঘটনা ঘটলেও পুলিশকে দেখা যায়নি বলে অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষের । তাদের তরফে CBI তদন্ত চেয়ে আবেদন করা হবে বলেও জানানো হয়েছে ।

গান গেয়ে প্রতিবাদ শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকদের

এই সংক্রান্ত আরও খবর : বিশ্বভারতী নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, নির্মাণকাজে সমর্থন নেই মমতার

সব মিলিয়ে বিশ্বভারতীতে প্রাচীর বিতর্ক অব্যাহত । পৌষমেলার মাঠ প্রাচীর দিয়ে ঘেরার পাশাপাশি দেখা যায় সংগীত ভবনের সামনে 6 ফুটের বেশি প্রাচীর নির্মাণের কাজ চলছে । প্রাচীরে ঘেরা পড়ছে প্রখ্যাত সংগীতশিল্পী শান্তিদেব ঘোষের বাড়ি । প্রয়াত এই সংগীতশিল্পী মাত্র কুড়ি বছর বয়সে বিশ্বভারতীর সংগীত ভবনের শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন । পরে তিনি ওই ভবনের অধ্যক্ষের দায়িত্বও সামলেছেন ।

এই সংক্রান্ত আরও খবর : প্রাচীর তোলার বিরোধী, কিন্তু বিশ্বভারতীতে তাণ্ডবের নিন্দা পড়ুয়া-আশ্রমিকদের

সংগীত ভবনের উলটোদিকেই তাঁর বাড়ি । এবার তাঁর বাড়ির সামনে প্রাচীর তুলে দিচ্ছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এরই প্রতিবাদে এবার ব্যানার-পোস্টার নিয়ে রবীন্দ্রসংগীত গাইতে গাইতে পথে নামলেন প্রবীণ আশ্রমিকরা । তাঁদের দাবি, প্রাচীর শান্তিনিকেতনের সংস্কৃতি নয় । প্রাচীর দিয়ে পরিবেশ নষ্ট করা হচ্ছে ও বিশিষ্টদের বাড়ি ঘিরে দেওয়া হচ্ছে । এর আগেও কণিকা বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের বাড়ির সামনে প্রাচীর তুলতে দেখা গেছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে । বিশ্বভারতীর সংগীত ভবনের সামনে আজ দীর্ঘক্ষণ গান গেয়ে প্রতিবাদ জানান প্রবীণ আশ্রমিকরা ।

এই সংক্রান্ত আরও খবর : "এ লজ্জা রাখি কোথায় !" বিশ্বভারতীর ঘটনার নিন্দায় সরব শিক্ষা মহল

Last Updated : Aug 19, 2020, 5:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.