ETV Bharat / state

পর পর দু'দিন চুরি, অভিযোগ নিতে অস্বীকার শান্তিনিকেতন থানার - theft case at shantiniketan

একই বাড়িতে পর পর দু'দিন চুরি । থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে পুলিশ অভিযোগ নেয়নি বলে দাবি গৃহকর্ত্রীর । যদিও এবিষয়ে মন্তব্য করতে চাননি শান্তিনিকেতন থানার OC ।

পর পর দু'দিন চুরি, অভিযোগ অস্বীকার শান্তিনিকেতন থানার
পর পর দু'দিন চুরি, অভিযোগ অস্বীকার শান্তিনিকেতন থানার
author img

By

Published : Nov 17, 2020, 9:33 PM IST

শান্তিনিকেতন, 17 নভেম্বর : পর পর দু'দিন বাড়িতে চুরি হয়েছে । অভিযোগ, থানায় গেলেও অভিযোগ নিচ্ছে না পুলিশ । অভিযোগ করতে গেলে ফিরিয়ে দিচ্ছে শান্তিনিকেতন থানা, এই মর্মে SDPO-র দ্বারস্থ হয়েছেন গৃহকর্ত্রী । শান্তিনিকেতন থানার অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েতের লায়েকবাজারে বাড়ি শুক্লা পালের ৷ বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে কালীপুজোর রাতে তাঁর বাড়ির অ্যাজবেস্টস ভেঙে চুরি গিয়েছে । খোয়া গিয়েছে 2টি পাখা, বাসনপত্র, গ্যাসের ওভেন, সিলিন্ডার প্রভৃতি ।

অভিযোগ, এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে কর্তব্যরত পুলিশ অফিসার অভিযোগ নিতে চাননি । একইভাবে দ্বিতীয় দিন ওই বাড়িতে চুরি হয় । আরও অভিযোগ, দ্বিতীয় দিনও থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি । প্রসঙ্গত, বোলপুর-শান্তিনিকেতন এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে ইদানীং । শান্তিনিকেতনে গত 6 মাসে 20 টির বেশি চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ।

বাড়িতে পর পর দু'দিন চুরি, অভিযোগ নিল না থানা । দেখুন ভিডিয়ো...

শুক্লা পাল বলেন, "পর পর দু'দিন আমাদের বাড়িতে চুরি হয় । শান্তিনিকেতন থানার পুলিশ অভিযোগ নিতে চাইছে না । পুলিশ বলছে নিজেদের বাড়ির দায়িত্ব নিজেকেই নিতে হবে । আমাকে ফিরিয়ে দিয়েছে ।" যদিও, এই মর্মে কোনও মন্তব্য করতে চাননি শান্তিনিকেতন থানার OC কৌস্তুরী মুখোপাধ্যায় ।

শান্তিনিকেতন, 17 নভেম্বর : পর পর দু'দিন বাড়িতে চুরি হয়েছে । অভিযোগ, থানায় গেলেও অভিযোগ নিচ্ছে না পুলিশ । অভিযোগ করতে গেলে ফিরিয়ে দিচ্ছে শান্তিনিকেতন থানা, এই মর্মে SDPO-র দ্বারস্থ হয়েছেন গৃহকর্ত্রী । শান্তিনিকেতন থানার অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েতের লায়েকবাজারে বাড়ি শুক্লা পালের ৷ বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে কালীপুজোর রাতে তাঁর বাড়ির অ্যাজবেস্টস ভেঙে চুরি গিয়েছে । খোয়া গিয়েছে 2টি পাখা, বাসনপত্র, গ্যাসের ওভেন, সিলিন্ডার প্রভৃতি ।

অভিযোগ, এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে কর্তব্যরত পুলিশ অফিসার অভিযোগ নিতে চাননি । একইভাবে দ্বিতীয় দিন ওই বাড়িতে চুরি হয় । আরও অভিযোগ, দ্বিতীয় দিনও থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি । প্রসঙ্গত, বোলপুর-শান্তিনিকেতন এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েছে ইদানীং । শান্তিনিকেতনে গত 6 মাসে 20 টির বেশি চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ।

বাড়িতে পর পর দু'দিন চুরি, অভিযোগ নিল না থানা । দেখুন ভিডিয়ো...

শুক্লা পাল বলেন, "পর পর দু'দিন আমাদের বাড়িতে চুরি হয় । শান্তিনিকেতন থানার পুলিশ অভিযোগ নিতে চাইছে না । পুলিশ বলছে নিজেদের বাড়ির দায়িত্ব নিজেকেই নিতে হবে । আমাকে ফিরিয়ে দিয়েছে ।" যদিও, এই মর্মে কোনও মন্তব্য করতে চাননি শান্তিনিকেতন থানার OC কৌস্তুরী মুখোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.