ETV Bharat / state

UNESCO Honours Santiniketan: কবিগুরুর শান্তিনিকেতন পেল 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা, অভিনন্দন মোদি-মমতার - ওয়ার্ল্ড হেরিটেজ

Santiniketan Gets World Heritage Title: আগেই জানানো হয়েছিল যে সেপ্টেম্বরে শান্তিনিকেতন পাচ্ছে হেরিটেজ তকমা ৷ টুইট করে একথা জানিয়েছিলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী ৷ আর আজ শান্তিনিকেতনকে 'বিশ্বের ঐতিহ্যবাহী' স্থান হিসাবে স্বীকৃতি দিল ইউনেসকো। অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বিশ্বকবির শান্তিনিকেতন
Santiniketan
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 7:53 PM IST

Updated : Sep 17, 2023, 11:05 PM IST

বোলপুর, 17 সেপ্টেম্বর: শান্তিনিকেতনের মাথায় নতুন পালক। কবিগুরুর শান্তির-নীড় বা বলা যায় চিরন্তন শান্তি-ভূমি শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ', অর্থাৎ 'বিশ্বের ঐতিহ্যবাহী' স্থান হিসাবে স্বীকৃতি দিল ইউনেসকো। দীর্ঘ প্রতিক্ষার পর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। যেখানে রয়েছে কবিগুরুর স্বপ্নের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ ইতিমধ্যেই টুইট করে 'অভিনন্দন' জানিয়েছে ইউনেসকো ৷ শান্তিনিকেতনের মাথায় এই নয়া মুকুটে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

2010 সালে বিশ্বভারতীকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত করার জন্য আবেদন করেছিল কর্তৃপক্ষ। তারপরেও একাধিকবার আবেদন করা হয়েছিল। সেই মতো 2021 সালের 26 অক্টোবর দ্য ইউনাইটেড নেশনস এডুকেশান্যাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশান (UNESCO)- এর 7 সদস্যের প্রতিনিধি দল এসেছিলেন শান্তিনিকেতনে। সঙ্গে এসেছিলেন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকরাও।

বিশ্বভারতী তথা ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ, তালধ্বজ, কলাভবন, সঙ্গীতভবন, আম্রকুঞ্জ, রবীন্দ্রভবন, সিংহ সদন, রামকিঙ্কর বেইজের ভাস্কর্য, কালো বাড়ি, উপাসনা গৃহ প্রভৃতি ঘুরে দেখেছিলেন ৷ 3 কোটি টাকা ব্যায়ে সংস্কার করা হয়েছিল বিশ্বভারতীর বিভিন্ন ভবন ও স্থাপত্য, ভাস্কর্যগুলি। সৌদি আরবে 10 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ইউনেসকোর সমাবেশ। সেখান থেকেই এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী তথা শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' তকমা দিল ইউনেসকো।

ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইট ও টুইটে 'ইউনেসকোর নতুন শিলালিপি বিশ্বের ঐতিহ্যবাহী তালিকায় শান্তিনিকেতন, ভারত' লিখে 'অভিনন্দন' জানানো হয়েছে। দীর্ঘ প্রতিক্ষার পর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা আসায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া শান্তিনিকেতনে। তাই এই খবর আসতেই বিশেষ উপাসনার আয়োজন করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন টুইট করে অভিনন্দন জানিয়েছেন মোদি-মমতা ৷

টুইটে প্রধানমন্ত্রী বাংলায় লিখেছেন, "একথা জেনে আনন্দিত হলাম যে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন ও ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের মূর্ত রূপ শান্তিনিকেতন উৎকীর্ণ হয়েছে বিশ্ব পরম্পরা তালিকায়। সব ভারতীয়ের কাছেই এ এক গর্বের মুহূর্ত।"

  • একথা জেনে আনন্দিত হলাম যে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন ও ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের মূর্ত রূপ শান্তিনিকেতন উৎকীর্ণ হয়েছে @UNESCO বিশ্ব পরম্পরা তালিকায়। সব ভারতীয়ের কাছেই এ এক গর্বের মুহূর্ত। https://t.co/Um0UUACsnk

    — Narendra Modi (@narendramodi) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে মমতা লিখেছেন, "আনন্দিত এবং গর্বিত যে আমাদের শান্তিনিকেতন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, এখন অবশেষে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জয় বাংলা, প্রণাম গুরুদেবকে।"

  • Glad and proud that our Santiniketan, the town of Gurudev Rabindranath Tagore, is now finally included in UNESCO's World Heritage List. Biswa Bangla's pride, Santiniketan was nurtured by the poet and has been supported by people of Bengal over the generations. We from the…

    — Mamata Banerjee (@MamataOfficial) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, "সকল নাগরিক এবং সারা বিশ্বের বাঙালিদের জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও আদর্শকে আলিঙ্গন করে বাংলা চিরদিন আশার আলোকবর্তিকা হয়ে থাকুক ৷

  • An immensely proud moment for all citizens of our great nation and Bengalis around the world. May Bengal forever remain a shining beacon of hope, embracing the teachings and ideals of Rabindranath Tagore. 🇮🇳#PrideOfBengal #BiswaBangla 🌍 https://t.co/u6OwzzX38B

    — Abhishek Banerjee (@abhishekaitc) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'প্রতীচী বির্তকে'র মাঝেই মুকুটে নতুন পালক! ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাচ্ছে বিশ্বভারতী

বোলপুর, 17 সেপ্টেম্বর: শান্তিনিকেতনের মাথায় নতুন পালক। কবিগুরুর শান্তির-নীড় বা বলা যায় চিরন্তন শান্তি-ভূমি শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ', অর্থাৎ 'বিশ্বের ঐতিহ্যবাহী' স্থান হিসাবে স্বীকৃতি দিল ইউনেসকো। দীর্ঘ প্রতিক্ষার পর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। যেখানে রয়েছে কবিগুরুর স্বপ্নের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ ইতিমধ্যেই টুইট করে 'অভিনন্দন' জানিয়েছে ইউনেসকো ৷ শান্তিনিকেতনের মাথায় এই নয়া মুকুটে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

2010 সালে বিশ্বভারতীকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজের তালিকাভুক্ত করার জন্য আবেদন করেছিল কর্তৃপক্ষ। তারপরেও একাধিকবার আবেদন করা হয়েছিল। সেই মতো 2021 সালের 26 অক্টোবর দ্য ইউনাইটেড নেশনস এডুকেশান্যাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশান (UNESCO)- এর 7 সদস্যের প্রতিনিধি দল এসেছিলেন শান্তিনিকেতনে। সঙ্গে এসেছিলেন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আধিকারিকরাও।

বিশ্বভারতী তথা ঐতিহ্যবাহী শান্তিনিকেতন গৃহ, তালধ্বজ, কলাভবন, সঙ্গীতভবন, আম্রকুঞ্জ, রবীন্দ্রভবন, সিংহ সদন, রামকিঙ্কর বেইজের ভাস্কর্য, কালো বাড়ি, উপাসনা গৃহ প্রভৃতি ঘুরে দেখেছিলেন ৷ 3 কোটি টাকা ব্যায়ে সংস্কার করা হয়েছিল বিশ্বভারতীর বিভিন্ন ভবন ও স্থাপত্য, ভাস্কর্যগুলি। সৌদি আরবে 10 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ইউনেসকোর সমাবেশ। সেখান থেকেই এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী তথা শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' তকমা দিল ইউনেসকো।

ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইট ও টুইটে 'ইউনেসকোর নতুন শিলালিপি বিশ্বের ঐতিহ্যবাহী তালিকায় শান্তিনিকেতন, ভারত' লিখে 'অভিনন্দন' জানানো হয়েছে। দীর্ঘ প্রতিক্ষার পর ওয়ার্ল্ড হেরিটেজের তকমা আসায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া শান্তিনিকেতনে। তাই এই খবর আসতেই বিশেষ উপাসনার আয়োজন করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন টুইট করে অভিনন্দন জানিয়েছেন মোদি-মমতা ৷

টুইটে প্রধানমন্ত্রী বাংলায় লিখেছেন, "একথা জেনে আনন্দিত হলাম যে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন ও ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের মূর্ত রূপ শান্তিনিকেতন উৎকীর্ণ হয়েছে বিশ্ব পরম্পরা তালিকায়। সব ভারতীয়ের কাছেই এ এক গর্বের মুহূর্ত।"

  • একথা জেনে আনন্দিত হলাম যে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন ও ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের মূর্ত রূপ শান্তিনিকেতন উৎকীর্ণ হয়েছে @UNESCO বিশ্ব পরম্পরা তালিকায়। সব ভারতীয়ের কাছেই এ এক গর্বের মুহূর্ত। https://t.co/Um0UUACsnk

    — Narendra Modi (@narendramodi) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে মমতা লিখেছেন, "আনন্দিত এবং গর্বিত যে আমাদের শান্তিনিকেতন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শহর, এখন অবশেষে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জয় বাংলা, প্রণাম গুরুদেবকে।"

  • Glad and proud that our Santiniketan, the town of Gurudev Rabindranath Tagore, is now finally included in UNESCO's World Heritage List. Biswa Bangla's pride, Santiniketan was nurtured by the poet and has been supported by people of Bengal over the generations. We from the…

    — Mamata Banerjee (@MamataOfficial) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, "সকল নাগরিক এবং সারা বিশ্বের বাঙালিদের জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও আদর্শকে আলিঙ্গন করে বাংলা চিরদিন আশার আলোকবর্তিকা হয়ে থাকুক ৷

  • An immensely proud moment for all citizens of our great nation and Bengalis around the world. May Bengal forever remain a shining beacon of hope, embracing the teachings and ideals of Rabindranath Tagore. 🇮🇳#PrideOfBengal #BiswaBangla 🌍 https://t.co/u6OwzzX38B

    — Abhishek Banerjee (@abhishekaitc) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: 'প্রতীচী বির্তকে'র মাঝেই মুকুটে নতুন পালক! ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাচ্ছে বিশ্বভারতী

Last Updated : Sep 17, 2023, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.