হাওড়া , 20 জুলাই : ক্রমাগত বেড়ে চলেছে কোরোনা সংক্রমণ । প্রতিদিনই প্রায় রেকর্ড সংক্রমণ হচ্ছে দেশে । রাজ্যেও একই পরিস্থিতি । সংক্রমণ বাড়তে থাকায় নতুন করে কনটেনমেন্ট জ়োনগুলিতে লকডাউন ঘোষণা করা হয়েছে । আর এই সংক্রমণের মোকাবিলায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক । বারবার স্যানিটাইজ়ার ব্যবহার করতে বলা হচ্ছে । শুধু তাই নয় , যত্রতত্র থুতু ফেলতেও নিষেধ করা হয়েছে ৷ তারপরও মানুষ সচেতন হয়নি বলে অভিযোগ । বিশেষ করে যারা পানমশলা-গুটখা খায় , তারা যেখানে-সেখানে পিক ফেলে । শহরের রাস্তায় , অলিতে-গলিতে , কিংবা দেওয়ালের গায়ে যত্রতত্র দেখা যায় পানমশলা-গুটখার দাগ ৷
রাজ্যের মধ্যে সংক্রমিত এলাকার মধ্যে অন্যতম হাওড়া জেলা । এখানে বিভিন্ন জায়গায় পানমশলা-গুটখার দোকান রয়েছে । দোকানগুলি থেকে মানুষ পানমশলা-গুটখা কিনে খাচ্ছে আর যত্রতত্র থুতু ফেলছে । হাওড়ার সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরে আসে পানমশলা-গুটখা খেয়ে থুতু ফেলার দাগ । কিন্তু চিকিৎসকেরা বারবার বলছেন , থুতু ফেলার মধ্যে দিয়ে সবথেকে বেশি সংক্রমণ ছড়াতে পারে ৷
কীভাবে সেই সংক্রমণ ছড়ায়? এই বিষয়ে চিকিৎসক মোহিত সাহা বলেন , "থুতু ফেলার মধ্যে দিয়ে অবশ্যই সংক্রমণ হতে পারে । মানুষের লালায় বিভিন্ন ধরনের জীবাণু থাকে । এই লালার মধ্যে 24 ঘণ্টা জীবাণু বেঁচে থাকতে পারে । ধরা যাক , কোনও ব্যক্তি কোরোনা পজ়িটিভ । কিন্তু কোনও লক্ষণ নেই । একসময় হয়ত দেখা গেল তিনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেছেন । কিন্তু ওই মধ্যবর্তী সময়ে তিনি যেখানে যেখানে থুতু ফেলেছেন তার মধ্যে 24 ঘণ্টা জীবাণু বেঁচে ছিল । আর তার থেকেই বিভিন্নভাবে ছড়াতে পারে কোরোনা ভাইরাসের মতো সংক্রমণ । "
ইতিমধ্যেই কোরোনায় আক্রান্ত হয়ে হাওড়ায় মৃত্যু হয়েছে অনেকের । সংক্রমণও বেড়েছে । যাতে সংক্রমণ আর না ছড়ায় তার জন্য হাওড়া সিটি পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নিয়েছে । পানমশলা-গুটখা দোকানিদের বারবার সতর্ক করা হয়েছে । এই বিষয়ে এক দোকানদার বলছেন ,"যারা কিনছে তাদের প্রত্যেককেই বলে দিচ্ছি যে যেখানে সেখানে থুতু ফেলবেন না । কারণ আমরা বিভিন্ন মহল থেকে শুনে আসছি যে যেখানে-সেখানে থুতু ফেললে সেখান থেকে কোরোনা ভাইরাস ছড়াতে পারে । সেই কারণেই আমরা সতর্ক করছি । " অন্য আর এক দোকানদার বলেন , "যারা আমার দোকানে গুটখা কিনতে আসে তাদের আমি সবসময় গুটখা খেয়ে থুতু রাস্তায় ফেলতে বারণ করি । পুলিশ এই ব্যাপারে আমাদের সতর্ক করে গেছে । "
এরপরও যদি কেউ কোরোনা মোকাবিলার বিধিনিষেধ না মেনে যত্রতত্র থুতু ফেলে তাহলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে । এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের উপ নগরপাল (হেড কোয়ার্টার) প্রিয়ব্রত রায় বলেন , "রাস্তায় থুতু ফেললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে । তাদের ন্যাশনাল ডিজ়াস্টার ম্যানেজমেন্টের ধারায় শাস্তি হতে পারে । 500 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে । বিভিন্নভাবে মানুষকে সচেতন করা হচ্ছে । বাজারগুলিতে সচেতনতার বার্তা প্রচার করা হচ্ছে । পানমশলা-গুটখার দোকানগুলিতেও সাবধান করা হচ্ছে । "
এই বিষয়ে হাওড়া পৌরনিগমের তরফে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে । হাওড়া পৌরনিগমের কমিশনার ধবল জৈন বলেন , "জেলা অফিসে স্বাস্থ্য বিভাগে একটি প্রোগ্রাম আছে , যেখানে পানমশলা-গুটখা খেতে নিষেধ করা হয় । মাস্ক পরা বা থুতু না ফেলা এই বিষয়ে মাইকে প্রচার করা হয় মাঝে মাঝে । কনটেনমেন্ট জ়োনগুলিতে দমকলের সঙ্গে মিলে স্যানিটাইজ় করা হয় । স্যানিটাইজ়েশনের মাধ্যমে এইসব থুতু বা পানমশলার দাগ ধুয়ে দেওয়ার চেষ্টা করা হয় । "