ETV Bharat / state

সাতদিন পর নিখোঁজ অনলাইন সংস্থার ডেলিভারি কর্মীর দেহ উদ্ধার - অনলাইন সংস্থার ডেলিভারি কর্মীর মৃতদেহ উদ্ধার

নিখোঁজ হওয়ার দিন দু'টি দামি স্মার্টফোন ডেলিভারি দিতে বেরিয়েছিলেন জাকির হোসেন । ঝাড়খণ্ড সীমান্তের একটি পাথর খাদানের পাশ থেকে উদ্ধার হয় মৃতদেহ ।

Recovered dead body of missing delivery worker of Rampurhat
Recovered dead body of missing delivery worker of Rampurhat
author img

By

Published : Jan 28, 2021, 1:00 PM IST

রামপুরহাট, 28 জানুয়ারি: সাতদিন নিখোঁজ থাকার উদ্ধার হল অনলাইন শপিং সংস্থার ডেলিভারি কর্মীর মৃতদেহ ৷ ঝাড়খণ্ডের পাথর খাদান এলাকা থেকে উদ্ধার হল অনলাইন শপিং সংস্থার ওই কর্মীর দেহ । মৃতের নাম জাকির হোসেন (32) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত জাকিরের বাড়ি বীরভূমের রামপুরহাট থানার সুঁন্দিপুর গ্রামে । গত 21 জানুয়রি মোটর সাইকেলে দু'টি পঁয়তাল্লিশ হাজার টাকা দামের স্মার্টফোন ডেলিভারি দিতে বেরিয়েছিলেন জাকির হোসেন । এরপর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ যোগাযোগ করা যাচ্ছিল না ফোনেও ৷ সেদিনই রামপুরহাট থানায় মিসিং ডাইরি করে জাকিরের পরিবার । পরের দিন ডেলিভারি কর্মীদের নিরাপত্তার দাবি তুলে রামপুরহাট থানায় ডেপুটেশন দেয় রামপুরহাট এলাকার অন্য ডেলিভারি কর্মীরা । এরপর গতকল বুধবার সন্ধ্যায় বীরভূম লাগোয়া ঝাড়খণ্ড সীমান্তের রদিপুরের একটি পাথর খাদানের পাশ থেকে উদ্ধার হয় নিখোঁজ জাকির হোসেনের দেহ ।

আরও পড়ুন: রামপুরহাট মেডিকেলের হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

পরিবারের দাবি, জাকির হোসেনকে খুন করা হয়েছে । তাঁর মুখ থেঁতলে দেওয়া হয়েছিল । সঙ্গের মোটরসাইকেলটিরও খোঁজ মেলেনি ।

আরও পড়ুন: রামপুরহাটে দুই আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ মোবাইল চুরি না-কি অন্য কোনও কারণে খুন, সেই বিষয়ে ঝাড়খণ্ডের রদিপুর ও বীরভূমের রামপুরহাট থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে ।

রামপুরহাট, 28 জানুয়ারি: সাতদিন নিখোঁজ থাকার উদ্ধার হল অনলাইন শপিং সংস্থার ডেলিভারি কর্মীর মৃতদেহ ৷ ঝাড়খণ্ডের পাথর খাদান এলাকা থেকে উদ্ধার হল অনলাইন শপিং সংস্থার ওই কর্মীর দেহ । মৃতের নাম জাকির হোসেন (32) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত জাকিরের বাড়ি বীরভূমের রামপুরহাট থানার সুঁন্দিপুর গ্রামে । গত 21 জানুয়রি মোটর সাইকেলে দু'টি পঁয়তাল্লিশ হাজার টাকা দামের স্মার্টফোন ডেলিভারি দিতে বেরিয়েছিলেন জাকির হোসেন । এরপর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ যোগাযোগ করা যাচ্ছিল না ফোনেও ৷ সেদিনই রামপুরহাট থানায় মিসিং ডাইরি করে জাকিরের পরিবার । পরের দিন ডেলিভারি কর্মীদের নিরাপত্তার দাবি তুলে রামপুরহাট থানায় ডেপুটেশন দেয় রামপুরহাট এলাকার অন্য ডেলিভারি কর্মীরা । এরপর গতকল বুধবার সন্ধ্যায় বীরভূম লাগোয়া ঝাড়খণ্ড সীমান্তের রদিপুরের একটি পাথর খাদানের পাশ থেকে উদ্ধার হয় নিখোঁজ জাকির হোসেনের দেহ ।

আরও পড়ুন: রামপুরহাট মেডিকেলের হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

পরিবারের দাবি, জাকির হোসেনকে খুন করা হয়েছে । তাঁর মুখ থেঁতলে দেওয়া হয়েছিল । সঙ্গের মোটরসাইকেলটিরও খোঁজ মেলেনি ।

আরও পড়ুন: রামপুরহাটে দুই আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ মোবাইল চুরি না-কি অন্য কোনও কারণে খুন, সেই বিষয়ে ঝাড়খণ্ডের রদিপুর ও বীরভূমের রামপুরহাট থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.