ETV Bharat / state

রামপুরহাট পৌরসভায় চালু টোল ফ্রি নম্বর, চমক বলে দাবি বিরোধীদের - Rampurhat municipality

রামপুরহাট পৌরসভার বাসিন্দাদের সমস্যা অথবা অভিযোগ জানানোর জন্য চালু হল টোল ফ্রি নম্বর ৷

Rampurhat municipality
রামপুরহাট পৌরসভার টোল ফ্রি নম্বর চালু
author img

By

Published : Jul 13, 2020, 10:07 PM IST

রামপুরহাট 13 জুলাই: দিন কয়েক আগে রামপুরহাট তৃণমূল কার্যালয় থেকে একটি টোল ফ্রি নম্বর চালুর কথা ঘোষণা করেছিলেন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় । আজ ঘোষণা মতো সেই টোল ফ্রি নম্বর চালু করা হল । এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে "পৌরসভাকে বলো" ।

এই নম্বর চালু হওয়ার ফলে এখন সমস্যা অথবা অভিযোগ জানানোর জন্য এলাকার বিদায়ী কাউন্সিলর বা দলীয় কর্মীকে বলার প্রয়োজন হবে না রামপুরহাটের বাসিন্দাদের । সরাসরি এই নম্বরে ফোন করলেই অভিযোগ অনুযায়ী সমস্যা সমাধান করা হবে ৷ এই দাবি করেন বিধায়ক আশিস বন্দোপাধ্যায় । চলতি বছরে রাজ্যের অন্যান্য পৌরসভাগুলির মতোই রামপুরহাট পৌরসভার মেয়াদও শেষ হয়ে গেছে । কিন্তু কোরোনা সংক্রমণের জেরে নির্বাচন অসম্ভব । তাই রামপুরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানকে প্রশাসক পদে বসানো হয় । অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে । তাই টোল ফ্রি নম্বর চালু হওয়ার ফলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন অনেকে ।

রামপুরহাট পৌরসভার টোল ফ্রি নম্বর চালু

আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি পৌরসভার কাছে আবেদন করেছিলাম সর্বসাধারণের জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করতে । আজ এই টোল ফ্রি নম্বরটি চালু করা হল ৷" রামপুরহাট পৌরসভার প্রশাসক অশ্বিনী তিওয়ারি বলেন, "তাড়াতাড়ি মানুষের সমস্যা সমাধানের জন্যই এই টোল ফ্রি নম্বর চালু করা হল । শহরবাসীর বিভিন্ন সমস্যার কথা এই টোল ফ্রি নম্বরে জানালে আমরা অতি দ্রুত সেই সমস্যার সমাধান করতে পারব ।"

এই বিষয়টি একটি চমক ছাড়া কিছুই না বলে মন্তব্য করেন CPI(M)-এর রামপুরহাটের 17 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সঞ্জীব মল্লিক । তিনি বলেন, "পাঁচ বছরে যেভাবে পৌরসভাকে লুট করা হয়েছে তারই ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই চমক । প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রতিটি বাড়ি পিছু 40 হাজার টাকা করে নেওয়া হয়েছে । এইসব দুর্নীতি ঢাকতেই নাটক করে টোল ফ্রি নম্বর চালু করা হচ্ছে ।"

রামপুরহাট 13 জুলাই: দিন কয়েক আগে রামপুরহাট তৃণমূল কার্যালয় থেকে একটি টোল ফ্রি নম্বর চালুর কথা ঘোষণা করেছিলেন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় । আজ ঘোষণা মতো সেই টোল ফ্রি নম্বর চালু করা হল । এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে "পৌরসভাকে বলো" ।

এই নম্বর চালু হওয়ার ফলে এখন সমস্যা অথবা অভিযোগ জানানোর জন্য এলাকার বিদায়ী কাউন্সিলর বা দলীয় কর্মীকে বলার প্রয়োজন হবে না রামপুরহাটের বাসিন্দাদের । সরাসরি এই নম্বরে ফোন করলেই অভিযোগ অনুযায়ী সমস্যা সমাধান করা হবে ৷ এই দাবি করেন বিধায়ক আশিস বন্দোপাধ্যায় । চলতি বছরে রাজ্যের অন্যান্য পৌরসভাগুলির মতোই রামপুরহাট পৌরসভার মেয়াদও শেষ হয়ে গেছে । কিন্তু কোরোনা সংক্রমণের জেরে নির্বাচন অসম্ভব । তাই রামপুরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানকে প্রশাসক পদে বসানো হয় । অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীকে । তাই টোল ফ্রি নম্বর চালু হওয়ার ফলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন অনেকে ।

রামপুরহাট পৌরসভার টোল ফ্রি নম্বর চালু

আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি পৌরসভার কাছে আবেদন করেছিলাম সর্বসাধারণের জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করতে । আজ এই টোল ফ্রি নম্বরটি চালু করা হল ৷" রামপুরহাট পৌরসভার প্রশাসক অশ্বিনী তিওয়ারি বলেন, "তাড়াতাড়ি মানুষের সমস্যা সমাধানের জন্যই এই টোল ফ্রি নম্বর চালু করা হল । শহরবাসীর বিভিন্ন সমস্যার কথা এই টোল ফ্রি নম্বরে জানালে আমরা অতি দ্রুত সেই সমস্যার সমাধান করতে পারব ।"

এই বিষয়টি একটি চমক ছাড়া কিছুই না বলে মন্তব্য করেন CPI(M)-এর রামপুরহাটের 17 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সঞ্জীব মল্লিক । তিনি বলেন, "পাঁচ বছরে যেভাবে পৌরসভাকে লুট করা হয়েছে তারই ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই চমক । প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রতিটি বাড়ি পিছু 40 হাজার টাকা করে নেওয়া হয়েছে । এইসব দুর্নীতি ঢাকতেই নাটক করে টোল ফ্রি নম্বর চালু করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.