নলহাটি, 18 জুলাই : ভুয়ো বিয়ের কার্ড ছাপিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 8 জন বিবাহিত মহিলার বিরুদ্ধে । যাদের মধ্যে 4 জন অনেক দিন আগেই বিবাহিত ৷ বাকিদেরও টাকা পাওয়ার আগেই বিয়ে হয়েছে ৷ রাজ্যের দরিদ্র পরিবারের কন্যাদের বিয়েতে আর্থিক সাহায্যের জন্য রাজ্য সরকারের প্রকল্প 'রূপশ্রী' । মিথ্যে তথ্য দিয়ে সেই প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল 8 জন বিবাহিত মহিলার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি ব্লকে ৷
অভিযুক্ত মহিলাদের বাড়ি নলহাটি ব্লকের নওয়াপাড়া এবং তিলোরায়। ইতিমধ্যে ওই 8 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে প্রশাসন । এদিকে বিষয়টি জানাজানি হতেই মুচলেকা দিয়ে অভিযুক্ত দু'জন 25 হাজার টাকা ফেরত দিয়েছে । অভিযুক্ত মমিনা খাতুন, রুবিনা খাতুন, সমাপ্তি দাস, হাসনিরা খাতুন, লুসিনা খাতুন ও মুরশেদা খাতুনের বাড়ি নওয়াপাড়ায় । গৌরী মাল ও আশা মালের বাড়ি তিলোরা গ্রামে । এদের মধ্যে মমিনা খাতুন, রুবিনা খাতুন, লুসিনা খাতুন ও মুরশেদা খাতুন বিবাহিত । মমিনা খাতুনের সন্তানও রয়েছে । বাকিদেরও বিয়ে হয় রূপশ্রীর টাকা তোলার আগেই ।
আরও পড়ুন: রূপশ্রী প্রকল্পে একাধিক ভুয়ো আবেদনপত্র, জবাব চেয়ে নোটিস পাঠালেন বিডিও
জানা গিয়েছে, অভিযুক্তরা নিজেদের ভুয়ো বিয়ের কার্ড ছাপিয়ে, অন্য নকল নথি দেখিয়ে রূপশ্রী প্রকল্পের 25 হাজার টাকা হাতিয়ে নেয়। বিডিও হুমায়ুন চৌধুরী বিষয়টি তদন্ত করতেই হাতেনাতে ধরা পড়ে 8 মহিলা । 8 মহিলার হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ দু'লাখ ।
এখন প্রশ্ন উঠছে, আপাতত 8 জনের ঘটনা সামনে এসেছে বটে, কিন্তু এমন ঘটনা রাজ্যজুড়ে আরও ঘটেনি তো ?