ETV Bharat / state

জেলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের 100 দিনের কাজে লাগানোর নির্দেশ অনুব্রতর - 100 days work for migrant workers

পরিযায়ী শ্রমিকদের 100 দিনের কাজে নিয়োগ করার নির্দেশ দিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ পাশাপাশি, সাংবাদিক বৈঠকে BJP ও নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করলেন তিনি ৷

অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Jun 3, 2020, 7:08 PM IST

Updated : Jun 3, 2020, 7:52 PM IST

বোলপুর, 3 জুন : কোরোনা সংক্রমণের জেরে দুই মাস ধরে লকডাউন ৷ কাজ হারিয়েছে বহু শ্রমিক ৷ নিজ নিজ বাড়ি ফিরতে মরিয়া তাঁরা ৷ বর্তমানে বিভিন্ন রাজ্য থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে রাজ্যে ফিরছেন বহু পরিযায়ী শ্রমিক ৷ বীরভূমে ফেরা পরিযায়ী শ্রমিকরা কেউ কষ্টে থাকবেন না ৷ তাঁদের সকলের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়ে দিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ পাশাপাশি তিনি জানান, পরিযায়ী শ্রমিকদের 100 দিনের কাজে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আজ নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন অনুব্রত মণ্ডল ৷ তিনি বলেন, "বীরভূমের প্রতিটি ব্লক সভাপতিকে, মঙ্গলকোট, আইসগ্রাম, কেতুগ্রামের ব্লক সভাপতিদের বলা হয়েছে ৷ পরিযায়ী শ্রমিকরা যাঁরা জেলায় ফিরছেন, তাঁদের পাশে থাকতে হবে ৷ তাঁদের কাজে লাগাতে হবে ৷ তাঁরা ঠিক মতো খেতে পাচ্ছে কিনা দেখতে হবে ৷"

পরিযায়ী শ্রমিকদের দায়িত্বও তিনি নেবেন বলে জানান ৷ বলেন, "কোথাও পরিযায়ী শ্রমিকরা অনাহারে থাকলে সরাসরি আমায় ফোন করে জানান ৷ ব্লক সভাপতিদের জানান ৷ তাঁদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে ৷ তাঁদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ৷ সাংবাদিক বন্ধুরাও খোঁজ পেলে আমাকে জানান ৷ আমি খাবার পৌঁছে দেব ৷"

জেলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের 100 দিনের কাজে লাগানোর নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল

কেবল মাত্র পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার কথাই নয়, বৈঠকে BJP ও নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল ৷ বলেন, "দেখতেই তো পাচ্ছেন, একটা ভাওতাবাজির দল মানুষকে শুধু ভাওতা দেয় ৷ পরিযায়ী শ্রমিকদের সঙ্গে BJP কেমন ব্যবহার করেছে তা সারা ভারত জানে ৷ ভাওতাবাজি একটা দল BJP ৷"

বোলপুর, 3 জুন : কোরোনা সংক্রমণের জেরে দুই মাস ধরে লকডাউন ৷ কাজ হারিয়েছে বহু শ্রমিক ৷ নিজ নিজ বাড়ি ফিরতে মরিয়া তাঁরা ৷ বর্তমানে বিভিন্ন রাজ্য থেকে শ্রমিক স্পেশাল ট্রেনে রাজ্যে ফিরছেন বহু পরিযায়ী শ্রমিক ৷ বীরভূমে ফেরা পরিযায়ী শ্রমিকরা কেউ কষ্টে থাকবেন না ৷ তাঁদের সকলের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়ে দিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ পাশাপাশি তিনি জানান, পরিযায়ী শ্রমিকদের 100 দিনের কাজে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আজ নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন অনুব্রত মণ্ডল ৷ তিনি বলেন, "বীরভূমের প্রতিটি ব্লক সভাপতিকে, মঙ্গলকোট, আইসগ্রাম, কেতুগ্রামের ব্লক সভাপতিদের বলা হয়েছে ৷ পরিযায়ী শ্রমিকরা যাঁরা জেলায় ফিরছেন, তাঁদের পাশে থাকতে হবে ৷ তাঁদের কাজে লাগাতে হবে ৷ তাঁরা ঠিক মতো খেতে পাচ্ছে কিনা দেখতে হবে ৷"

পরিযায়ী শ্রমিকদের দায়িত্বও তিনি নেবেন বলে জানান ৷ বলেন, "কোথাও পরিযায়ী শ্রমিকরা অনাহারে থাকলে সরাসরি আমায় ফোন করে জানান ৷ ব্লক সভাপতিদের জানান ৷ তাঁদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে ৷ তাঁদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ৷ সাংবাদিক বন্ধুরাও খোঁজ পেলে আমাকে জানান ৷ আমি খাবার পৌঁছে দেব ৷"

জেলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের 100 দিনের কাজে লাগানোর নির্দেশ দিলেন অনুব্রত মণ্ডল

কেবল মাত্র পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার কথাই নয়, বৈঠকে BJP ও নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল ৷ বলেন, "দেখতেই তো পাচ্ছেন, একটা ভাওতাবাজির দল মানুষকে শুধু ভাওতা দেয় ৷ পরিযায়ী শ্রমিকদের সঙ্গে BJP কেমন ব্যবহার করেছে তা সারা ভারত জানে ৷ ভাওতাবাজি একটা দল BJP ৷"

Last Updated : Jun 3, 2020, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.