ETV Bharat / state

President Remembers Tagore: দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার মাটিতে এসে আপ্লুত, বিশ্বভারতীতে বললেন রাষ্ট্রপতি - বিশ্বভারতীতে রাষ্ট্রপতি

দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার মাটিতে এসে তিনি আপ্লুত ৷ বিশ্বভারতীর সমাবর্তনে (President in Visva- Bharati) এ কথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Remembers Tagore)৷

President Droupadi Murmu at Visva Bharati ETV Bharat
বিশ্বভারতীতে রাষ্ট্রপতি
author img

By

Published : Mar 28, 2023, 5:23 PM IST

Updated : Mar 28, 2023, 6:41 PM IST

বিশ্বভারতীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

বোলপুর, 28 মার্চ: দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার মাটিতে আসে আমি অভিভূত ৷ বিশ্বভারতীর সমাবর্তনে (President in Visva-Bharati) যোগ দিয়ে এ কথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Remembers Tagore)। আপ্লুত হয়ে তিনি বলেন, বিশ্বের প্রতিভাবান ব্যক্তিত্ব সম্পন্ন গুরুদেবের বিশ্ববিদ্যালয়ের তিনি যে পরিদর্শক হতে পেরেছেন, এটাই তাঁর কাছে প্রাপ্তি । ছোটবেলায় শান্তিনিকেতনের কথা শুনতেন দ্রৌপদী মুর্মু, সেই স্মৃতিচারণও করেন তিনি ৷

শান্তিনিকেতনে (Birbhum News) গিয়ে প্রথমে রবীন্দ্রভবন সংগ্রহশালায় যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি ৷ সংগ্রহশালায় কবিগুরুর ব্যবহৃত সামগ্রী, পাণ্ডুলিপি, তাঁর আঁকা ছবি প্রভৃতি দেখেন । ভিজিটরস বুকে নিজের মতামতও লেখেন রাষ্ট্রপতি ।

President Droupadi Murmu at Visva Bharati ETV Bharat
বিশ্বভারতীতে রাষ্ট্রপতি

পরে বিশ্বভারতীর কলাভবন ঘুরে দেখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । কলাভবনে খোলা আকাশের নীচে নির্মিত ভাস্কর্যগুলি দেখেন তিনি ৷ সেখান থেকে ছাতিমতলায় এসে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক দ্রৌপদী মুর্মু । তারপর আম্রকুঞ্জের জহর বেদীতে সমাবর্তনে যোগ দেন রাষ্ট্রপতি । সঙ্গে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । বিশ্বভারতীর তরফে রাষ্ট্রপতিকে গুরুদেবের একটি প্রতিকৃতি উপহার দেন উপাচার্য ।

President Droupadi Murmu at Visva Bharati ETV Bharat
প্রদীপ প্রজ্জ্বলন রাষ্ট্রপতির

আরও পড়ুন: জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মন ছুঁলো রাষ্ট্রপতির, ঘুরে দেখলেন নেতাজি ভবনও

সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, "সকল উত্তীর্ণ পড়ুয়াদের আমার অভিবাদন । জীবনে সফল হও ৷ আমি আপ্লুত বিশ্বের একজন প্রতিভাবান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আমি পরিদর্শক ৷ এটা আমার প্রাপ্তি ৷ আমি গতকাল গুরুদেবের বাড়িও ঘুরে দেখেছি ৷ দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার মাটিতে এসে আমি খুশি ৷"

President Droupadi Murmu at Visva Bharati ETV Bharat
বিশ্বভারতীতে রাষ্ট্রপতি ও রাজ্যপাল

রাষ্ট্রপতি আরও বলেন, "আমি ছোটবেলায় শান্তিনিকেতনের কথা শুনতাম । শুনতাম এখানে নাকি গাছেরর তলায় পড়াশোনা করানো হয় ৷ গুরুদেবের সময় থেকেই চলে আসছে । আমি আজ নিজে দেখলাম সেই শান্তিনিকেতন । খুব আনন্দিত ৷"

এক কথায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর প্রতিষ্ঠিত বিশ্বভারতীর শিক্ষা এবং পরিবেশের প্রসংশায় পঞ্চমুখ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।

বিশ্বভারতীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

বোলপুর, 28 মার্চ: দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার মাটিতে আসে আমি অভিভূত ৷ বিশ্বভারতীর সমাবর্তনে (President in Visva-Bharati) যোগ দিয়ে এ কথা বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Remembers Tagore)। আপ্লুত হয়ে তিনি বলেন, বিশ্বের প্রতিভাবান ব্যক্তিত্ব সম্পন্ন গুরুদেবের বিশ্ববিদ্যালয়ের তিনি যে পরিদর্শক হতে পেরেছেন, এটাই তাঁর কাছে প্রাপ্তি । ছোটবেলায় শান্তিনিকেতনের কথা শুনতেন দ্রৌপদী মুর্মু, সেই স্মৃতিচারণও করেন তিনি ৷

শান্তিনিকেতনে (Birbhum News) গিয়ে প্রথমে রবীন্দ্রভবন সংগ্রহশালায় যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি ৷ সংগ্রহশালায় কবিগুরুর ব্যবহৃত সামগ্রী, পাণ্ডুলিপি, তাঁর আঁকা ছবি প্রভৃতি দেখেন । ভিজিটরস বুকে নিজের মতামতও লেখেন রাষ্ট্রপতি ।

President Droupadi Murmu at Visva Bharati ETV Bharat
বিশ্বভারতীতে রাষ্ট্রপতি

পরে বিশ্বভারতীর কলাভবন ঘুরে দেখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । কলাভবনে খোলা আকাশের নীচে নির্মিত ভাস্কর্যগুলি দেখেন তিনি ৷ সেখান থেকে ছাতিমতলায় এসে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক দ্রৌপদী মুর্মু । তারপর আম্রকুঞ্জের জহর বেদীতে সমাবর্তনে যোগ দেন রাষ্ট্রপতি । সঙ্গে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । বিশ্বভারতীর তরফে রাষ্ট্রপতিকে গুরুদেবের একটি প্রতিকৃতি উপহার দেন উপাচার্য ।

President Droupadi Murmu at Visva Bharati ETV Bharat
প্রদীপ প্রজ্জ্বলন রাষ্ট্রপতির

আরও পড়ুন: জোড়াসাঁকো ঠাকুরবাড়ি মন ছুঁলো রাষ্ট্রপতির, ঘুরে দেখলেন নেতাজি ভবনও

সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, "সকল উত্তীর্ণ পড়ুয়াদের আমার অভিবাদন । জীবনে সফল হও ৷ আমি আপ্লুত বিশ্বের একজন প্রতিভাবান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আমি পরিদর্শক ৷ এটা আমার প্রাপ্তি ৷ আমি গতকাল গুরুদেবের বাড়িও ঘুরে দেখেছি ৷ দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতার মাটিতে এসে আমি খুশি ৷"

President Droupadi Murmu at Visva Bharati ETV Bharat
বিশ্বভারতীতে রাষ্ট্রপতি ও রাজ্যপাল

রাষ্ট্রপতি আরও বলেন, "আমি ছোটবেলায় শান্তিনিকেতনের কথা শুনতাম । শুনতাম এখানে নাকি গাছেরর তলায় পড়াশোনা করানো হয় ৷ গুরুদেবের সময় থেকেই চলে আসছে । আমি আজ নিজে দেখলাম সেই শান্তিনিকেতন । খুব আনন্দিত ৷"

এক কথায় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর প্রতিষ্ঠিত বিশ্বভারতীর শিক্ষা এবং পরিবেশের প্রসংশায় পঞ্চমুখ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।

Last Updated : Mar 28, 2023, 6:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.