শান্তিনকেতন, 3 জুন : নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্যসেনের শান্তিনিকেতনের বাড়ির সামনে নেই কোনও পুলিশি নিরাপত্তা ব্যবস্থা । অথচবীরভূম জেলার তৃণমূল নেতাদের দেওয়া হয়েছে নিরাপত্তা । এই নিয়ে আজ সরব হল CPI(M) ও BJP । যত দ্রুত সম্ভব অমর্ত্য সেনের বাড়িরসামনে নিরাপত্তার ব্যবস্থা করার জন্য দাবি জানায় তারা ।
বিশ্বভারতীররবীন্দ্রভবন থেকে চুরি গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক । সেই রবীন্দ্রভবন থেকেমাত্র কয়েকশো মিটার দূরে আর এক নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি । অর্থনীতিতেনোবেলজয়ীর পাশাপাশি তিনি ভারতরত্ন প্রাপ্ত । তাঁর বাড়িতে একাধিক অমূল্য সম্পদরয়েছে । অথচ তাঁর বাড়ির সামনে নেই কোনও পুলিশি নিরাপত্তা । যদিও জানা গেছে, আগে অমর্ত্য সেনের ওই বাড়ির চত্বরেসর্বক্ষণের জন্য থাকত একটি পুলিশ ক্যাম্প । সেখানে মোতায়েন থাকত পুলিশকর্মীও ।কিন্তু এখন পুলিশ ক্যাম্প তো দূরের কথা । এক জন পুলিশকর্মীও নেই ।
এইবিষয়টাকে হাতিয়ার করেই সরব হয়েছে CPI(M) ও BJP । বিরোধীদের অভিযোগ, বীরভূম জেলায় তৃণমূল নেতা-মন্ত্রীদেরনিরাপত্তার জন্য বহু পুলিশকর্মী সর্বক্ষণের জন্য মোতায়েন রয়েছে । অথচ ভারতেরসম্পদ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শান্তিনিকেতন বাড়ির সামনে নিরাপত্তাদেওয়ার মতো কোনও পুলিশ কর্মী নেই ।
CPI(M)-এররাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ বলেন, "অমর্ত্য সেন কোন মেধা ও পর্যায়েরমানুষ সেই ধারনাই নেই তৃণমূলের । তিনি শুধু বীরভূম জেলার নয়, বিশ্বের গর্ব । তাঁর বাড়ির সামনেঅবিলম্বে নিরাপত্তা দিতে হবে । তা না হলে দলগতভাবে আমরা এর প্রতিবাদ করব ।"
BJP নেতাউজ্জ্বল মজুমদার বলেন, "বীরভূমেতৃণমূল নেতাদের বাড়িতে তিন থেকে তেরোটা নিরাপত্তারক্ষী । কেউ কেউ আবার ওয়াইক্যাটাগরির নিরাপত্তা পায় । অথচ অবাক হয়ে যাই একজন নোবেলজয়ীর বাড়ির সামনেনিরাপত্তা নেই । যাঁর বিশ্বজুড়ে বিশাল সম্মান । আমি এই ঘটনায় তীব্রভাবে ধিক্কারজানাই রাজ্য সরকারকে ।"
এইবিষয়ে শান্তিনিকেতন থানার OC কস্তুরীমুখোপাধ্যায় চট্টোপাধ্যায় বলেন, "নিরাপত্তরক্ষীর ব্যবস্থা হেডকোয়ার্টার থেকে করা হয় । অমর্ত্য সেনের বাড়ির বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি ।"